22/07/2025
আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথেও হতে পারে! আজকে একটি তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি 😡
মোটরসাইকেলে তেল উঠাতে পাম্পে গিয়েছি। মামাকে বললাম, “টাংকি ফুল করে দেন।” গাড়ির চাবি দিয়ে টাংকি খুলতে গিয়ে দেখি- চাবিটা ঢুকছেই না! ভালো করে খেয়াল করে দেখি, টাংকির তালার মুখে কেমিক্যাল জাতীয় কিছু এক জিনিস লাগানো- এমন কিছু যা চাবির মুখ পুরোপুরি জ্যাম করে দিয়েছে। চাবি ঘুরছেও না, কাজও করতেছে না।
ব্যাপারটা খুব পরিষ্কার- কেউ ইচ্ছাকৃতভাবে এটা করেছে।কোনো সুস্থ মানসিকতার মানুষ এমন নোংরা কাজ করতে পারে না। এটা করেছে সেই মানুষ, যার মধ্যে হীনমন্যতা, বিদ্বেষ আর বিকৃত আনন্দ পাওয়ার নোংরা প্রবণতা আছে।
একটা ছোট ‘বদমায়েশি’ দিয়ে কারো দিনে বিষ ঢেলে দেওয়ার এই প্রবণতা আজ না থামলে, কাল হয়তো আপনার গাড়ির, বাসার তালা, কিংবা অন্য কোন গুরুত্বপূর্ণ জিনিসেও ঘটতে পারে।
সচেতন থাকুন। আশেপাশে এমন মানসিকতার কাউকে দেখতে পেলে চুপ করে না থেকে গণধোলাই দেওয়ার ব্যবস্থা করুন। নইলে এমন ছোট ছোট ‘দুষ্কর্ম’ একদিন বড় অপরাধে পরিণত হবে।
আমার ক্ষতি হয়েছে, কিন্তু আমি চুপ থাকবো না। কারণ আপনি যেন এমন যন্ত্রণা থেকে রক্ষা পান, সে দায়িত্বও আমার।
#সচেতনতা #মানসিকতার_পরিবর্তন #নোংরা_লোকদের_না #একটু_সতর্কতা