11/07/2025
এক ক্ষুদ্র প্রয়াস
আমরা অনেকেই ব্যস্ত নিজের জীবন নিয়ে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি- আমার পাশের মানুষটি কেমন আছে ? সে কি একটু বিশুদ্ধ পানির জন্য কষ্ট পাচ্ছে না তো ?
কুমার দাস দাদা, বিগত তিন বছর ধরে অন্যের বাড়ি থেকে পানি এনে নিজের পরিবারের প্রয়োজন মেটাচ্ছেন।
তিন বছর… ভাবতে কষ্ট হয়- এই আধুনিক যুগেও একজন মানুষ প্রতিদিন স্বচ্ছ পানির জন্য এমন কষ্ট করছেন আর আমরা কেউ জানতে পারিনি, খোঁজও রাখিনি।
প্রতিবেশীর হক শুধু ভালোমন্দে খোঁজ নেওয়া নয়- তার প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই হলো প্রকৃত মানবতা।
এই উপলব্ধি থেকেই আজ আমরা দাদার জন্য একটি টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করেছি- যেখানে থেকে তিনি আর তার পরিবার নিজের মতো করে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবেন।
একটি টিউবওয়েল, হ্যাঁ, হয়তো আমাদের কাছে ছোট কিছু, কিন্তু তার এবং তার পরিবারের জন্য এ যেন এক নতুন আশার আলো।
আসুন, আমাদের আশেপাশে তাকাই। হয়তো খুব কাছে কোথাও কেউ নিরবে কষ্ট করছে, যার খবর আমরা জানিই না।