NR Hossain

NR Hossain "স্বপ্ন নয়, বাস্তবতা গড়তে চাই। আসুন একসঙ্গে বদলে দেই আমাদের জনপদ, গড়ে তুলি ন্যায় ও সমৃদ্ধির সমাজ!"

11/07/2025

এক ক্ষুদ্র প্রয়াস
আমরা অনেকেই ব্যস্ত নিজের জীবন নিয়ে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি- আমার পাশের মানুষটি কেমন আছে ? সে কি একটু বিশুদ্ধ পানির জন্য কষ্ট পাচ্ছে না তো ?

কুমার দাস দাদা, বিগত তিন বছর ধরে অন্যের বাড়ি থেকে পানি এনে নিজের পরিবারের প্রয়োজন মেটাচ্ছেন।
তিন বছর… ভাবতে কষ্ট হয়- এই আধুনিক যুগেও একজন মানুষ প্রতিদিন স্বচ্ছ পানির জন্য এমন কষ্ট করছেন আর আমরা কেউ জানতে পারিনি, খোঁজও রাখিনি।

প্রতিবেশীর হক শুধু ভালোমন্দে খোঁজ নেওয়া নয়- তার প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই হলো প্রকৃত মানবতা।

এই উপলব্ধি থেকেই আজ আমরা দাদার জন্য একটি টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করেছি- যেখানে থেকে তিনি আর তার পরিবার নিজের মতো করে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবেন।
একটি টিউবওয়েল, হ্যাঁ, হয়তো আমাদের কাছে ছোট কিছু, কিন্তু তার এবং তার পরিবারের জন্য এ যেন এক নতুন আশার আলো।

আসুন, আমাদের আশেপাশে তাকাই। হয়তো খুব কাছে কোথাও কেউ নিরবে কষ্ট করছে, যার খবর আমরা জানিই না।

05/07/2025

একটি টিউবওয়েল, একটুকু স্বস্তি, একগুচ্ছ দোয়া। খুশি তখনই পূর্ণ হয়, যখন কেউ তাকে দেওয়া যায়।

27/06/2025

আমরা আসলেই লজ্জিত 😔 আপনার আমানত আপনার কাছে পৌঁছে দিতে দেরি করে ফেলেছি।

লোকেশন- দুপচাঁচিয়া উপজেলা, তালোড়া ইউনিয়ন, ডেপখন্ড গ্রাম।

19/04/2025

"আস-সাদাকাহ ফাউন্ডেশন" এর তত্ত্বাবধানে আজ একটি মানবিক প্রয়াস সফলভাবে বাস্তবায়ন হলো।

দীর্ঘদিন যাবত তালোড়া পৌরসভা চারমাথা স্টেশন রোড সংলগ্ন পোস্ট অফিস রোড এলাকায় বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা। এলাকাবাসীর সেই বহুদিনের চাহিদাকে সম্মান জানিয়ে, তিনজন হৃদয়বান ও দানশীল ব্যক্তির আর্থিক সহায়তায় আজ সেখানে একটি বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

এই মহৎ উদ্যোগের মাধ্যমে অনেক মানুষের দোয়া ও ভালোবাসা অর্জিত হয়েছে। আসুন, আমরা সবাই মানবতার পাশে দাঁড়াই, অন্তত একটি ভালো কাজের অংশীদার হই।

আস-সাদাকাহ ফাউন্ডেশন – আপনার দান, আপনার সদকা, আমাদের আমানত।

আলহামদুলিল্লাহ!আমাদের প্রিয় "লাল মিয়া" ভাইয়ের জন্য তার বাসস্থানের প্রয়োজনীয় টিন ও টিন ছাউনি সামগ্রী পৌঁছে দেওয়া হয়ে...
12/04/2025

আলহামদুলিল্লাহ!
আমাদের প্রিয় "লাল মিয়া" ভাইয়ের জন্য তার বাসস্থানের প্রয়োজনীয় টিন ও টিন ছাউনি সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এই সহযোগিতা এসেছে দুইজন মহান হৃদয়ের ভাইয়ের পক্ষ থেকে—তাঁরা নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই মহৎ কাজে তাঁদের অবদান সত্যিই প্রশংসার দাবিদার।
আপনাদের এই ভালোবাসা ও সহানুভূতি আমাদের সমাজকে আরো মানবিক করে তুলবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাঁদের এই সদকাহ-জারিয়াকে কবুল করুন, এবং আমাদের সকলকে এমন ভালো কাজে অংশগ্রহণের তাওফিক দান করুন।

12/04/2025

এই বর্ষায় অন্যরকম কষ্টে আছে লাল মিয়া। তার একমাত্র শোবার ঘরের টিন পুরোটাই নষ্ট হয়ে গেছে। প্রতিদিনের বৃষ্টি মানে তার জন্য আরেকটি দুশ্চিন্তার রাত—বউ-বাচ্চাদের নিয়ে কোথায় মাথা গুঁজবে, কিভাবে বাঁচবে এই মৌসুমে ?আমরা চেষ্টা করছি লাল মিয়াকে "আস-সাদাকাহ ফাউন্ডেশন" কিছু টিন দিয়ে সহায়তা করতে। কিন্তু লাল মিয়ার মত এমন শত শত পরিবার আছে আমাদের আশেপাশে, যাদের খবর কেউ রাখে না।তারা হয়তো আমাদের মতো সামাজিক মিডিয়াতে লিখতে পারে না, সাহায্য চাইতে পারে না।তাদের রাত কাটে ফুটো টিনের নিচে, বিছানায় পানি পড়ে, বাচ্চারা ঠান্ডায় কাঁপে।সমাজের বৃত্তশালীদের প্রতি বিনীত অনুরোধ—এই বর্ষায় আসুন একটু পাশে দাঁড়াই।একটি পরিবারের ছাউনি ঠিক করে দিতে পারলে, হয়তো কোনো শিশুর ঠান্ডা লাগা আটকানো যাবে, হয়তো কোনো মা একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবে।আপনি হয়তো আরাম-আয় রাতে ঘুমাবেন। কিন্তু লাল মিয়ারা তো সারারাত জেগে থাকে—চোখের পানি আর টিনের ফুটোর পানি এক হয়ে ভিজে যায় তাদের শোবার বিছানা।একটু ভাবুন, একটু এগিয়ে আসুন।

আজকের বৈঠকে আমাদের সংগঠনের নাম চূড়ান্ত হয়েছে— আলহামদুলিল্লাহ,আস-সাদাকাহ ফাউন্ডেশন এই নাম শুধু একটি পরিচয় নয়, বরং একট...
11/04/2025

আজকের বৈঠকে আমাদের সংগঠনের নাম চূড়ান্ত হয়েছে— আলহামদুলিল্লাহ,

আস-সাদাকাহ ফাউন্ডেশন

এই নাম শুধু একটি পরিচয় নয়, বরং একটি অঙ্গীকা
এই জনপদের অসহায়, দরিদ্র, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক নিঃস্বার্থ প্রচেষ্টা।

আমরা বিশ্বাস করি, সত্যিকারের দান শুধু সম্পদের নয়, বরং ভালোবাসা, সহানুভূতি আর মানবতার।
এই সংগঠনের প্রতিটি ধাপে থাকবে দয়া, থাকবে হৃদয়ের টান, থাকবে একটি পরিবর্তনের প্রতিশ্রুতি।

আপনাদের সকলের দোয়া, সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানাই—
চলুন, আমরা একসাথে হয়ে গড়ে তুলি একটি সহানুভূতিপূর্ণ সমাজ, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

আস-সাদাকাহ ফাউন্ডেশন — সহানুভূতির দীপ্ত নাম।

স্বেচ্ছাসেবী সদস্য নিবন্ধন চলছে:-
স্বেচ্ছায় এই জনপদের মানুষের জন্য শ্রম দিতে আগ্রহী, তাঁদেরকে অনুরোধ করা হচ্ছে-
নামঃ-
ঠিকানাঃ-
মোবাইল নম্বরঃ-
আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন। নারী পুরুষ উভয়েই এই সংগঠনের সদস্য হতে পারবে।

আসুন, মানুষের জন্য মানুষ হয়ে দাঁড়াই।

#আসসাদাকাহ_ফাউন্ডেশন
#মানবতার_সেবায়
#অসহায়দের_পাশে
#পরিবর্তনের_অঙ্গীকার

আলহামদুলিল্লাহআস-সাদাকাহ ফাউন্ডেশন এর মাধ্যমে সেই স্বপ্নের একটি ছোট্ট চারা গাছ আজ আমরা গুটি কয়েক মানুষ সম্মিলিত ভাবে রো...
11/04/2025

আলহামদুলিল্লাহ
আস-সাদাকাহ ফাউন্ডেশন এর মাধ্যমে সেই স্বপ্নের একটি ছোট্ট চারা গাছ আজ আমরা গুটি কয়েক মানুষ সম্মিলিত ভাবে রোপণ করলাম। এখন শুরু হলো এর যত্ন-পরিচর্যার পালা। ইনশাআল্লাহ, একদিন এই চারা গাছ মহীরুহে পরিণত হবে, যার ছায়া ও সুফল ভোগ করবে সমগ্র জনপদের মানুষ।

08/04/2025

তালোড়া পৌরসভার প্রাণকেন্দ্র হাটখোলা—যেখানে প্রতি বুধবার ও শনিবার জমে ওঠে সাপ্তাহিক হাট। চারপাশে অসংখ্য বসতি, ছোট-বড় দোকানপাট, আর কর্মচঞ্চল জনজীবনের কেন্দ্রবিন্দু এই এলাকাটি। ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তালোড়া বাজারের কেন্দ্রীয় মসজিদে ছুটে যান।

কিন্তু আমরা লক্ষ্য করেছি, হাটখোলার সামনেই স্থানীয় কিছু ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে একটি ওয়াক্ত মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে দুঃখজনকভাবে, মসজিদের পাশে অজুখানার অবস্থা অত্যন্ত শোচনীয়, যা নামাজ আদায়ে অনেককে ভোগান্তিতে ফেলে।

এই বাস্তবতা থেকে আমারা একটি অজুখানা নির্মাণের প্রচেষ্টা করছি।

07/04/2025

আমাদের নিজ এলাকার উন্নয়নে একসাথে এগিয়ে চলি !

আমাদের প্রিয় এলাকাকে আরও সুন্দর, সচেতন ও উন্নত করে গড়ে তুলতে আমরা কিছু উদ্যোগী মানুষ মিলে একটি "স্বেচ্ছাসেবী সংগঠন" গঠনের পরিকল্পনা নিয়েছি। এই সংগঠনটি আমাদের এলাকার সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়াবে—দল মত নির্বিশেষে হোক তা সামাজিক সমস্যা, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা, কিংবা অসহায়দের সহায়তা।

এই পথচলা আমরা সবাইকে সঙ্গে নিয়েই শুরু করতে চাই। তাই আপনাদের সকলের মতামত, পরামর্শ এবং সহযোগিতা একান্তভাবে কাম্য।
আর একটি গুরুত্বপূর্ণ দিক— আমরা এখনো সংগঠনের নাম চূড়ান্ত করিনি।
তাই আপনারা আপনাদের প্রস্তাবিত নাম কমেন্টে মেনশন করুন।

চলুন, একসাথে আমাদের সমাজকে আরও সুন্দর করে গড়ে তুলি।
আপনার নাম হতে পারে আমাদের সংগঠনের নতুন পরিচয় !

"সময় বদলেছে, দিন বদলেছে, চারপাশের পৃথিবীও বদলেছে, কিন্তু আমি? আমি এখনো সেই আগের মতোই আছি। একই স্বপ্ন, একই আবেগ, একই চিন...
02/04/2025

"সময় বদলেছে, দিন বদলেছে, চারপাশের পৃথিবীও বদলেছে, কিন্তু আমি? আমি এখনো সেই আগের মতোই আছি। একই স্বপ্ন, একই আবেগ, একই চিন্তা। হয়তো কিছু ক্ষত বেড়েছে, কিছু অভিজ্ঞতা যোগ হয়েছে, কিন্তু ভেতরের আমি আজও সেই আগের মতোই...

30/03/2025

সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা

Address

Puran Bogra
Rājshāhi

Telephone

+8809638367796

Website

Alerts

Be the first to know and let us send you an email when NR Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NR Hossain:

Share