Rufaidah Rayaz

Rufaidah Rayaz Enjoying time, Happy moment, Motivation status, vedio....

19/05/2025

#মাশাআল্লাহ❤️❤️❤️

19/05/2025

ভালো সবাইকে বাসা যায় না!
যাকে ভালোবাসা যায়, তাকে ভুলে থাকা যায় না❤️
দুরুত্ব কখনো ভালোবাসা কমায় না।
কারন দুরুত্ব যোগাযোগ কমিয়ে দিলেও অনুভুতি বাড়িয়ে দেয়🥰 অনুভুতি টা অনুভব করতে হয়। উভয়কে বুঝতে হয়। যাকে ভালোবাসা যায় তাকে ভুল বুঝতে নেই! কিছু কিছু ভুলের মাঝেও তাকে নিয়ে ভাবতে হয়। দোষে গুণে মানুষ। আলহামদুলিল্লাহ

12/05/2025

নিস্তব্ধতা এক মুখ্য অস্ত্র, দুর্বলতা নয়!!!
আবার কখনো কখনো মুখের উপরও বলতে হয়! নয়তো বক্তা তার নিজস্ব ভুল বুঝতে পারে না। নতুবা আবার চেষ্টা করবে। আবার যে অল্প ভাষায় বুঝে না, সে রচনা লিখে দিলেও বুঝে না।৷ এসব কথা যেনো প্রত্যেকে প্রত্যেকের সাথে ওতপ্রোত ভাবে জড়িত।।

12/05/2025

#নিজের মধ্যে থাকো,
#নিজেকে নিয়ে থাকো,
#নিজের জন্য বাঁচো,
#নিজের কাছে যা আছে তাই নিয়ে থাকো।
#অন্যের দিকে তাকালে কষ্ট পাবে।
#তোমার সব গল্পের নায়ক তুমি নিজেই।।।❤️❤️❤️

10/05/2025

#❤️❤️❤️❤️❤️

10/05/2025

#জানপাখি❤️❤️❤️

02/12/2024

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নিই! গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো! হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম! কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে!

এজন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়! এই দু'টো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে তাকে অপমান করা! কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে!
সেই সিংহ আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, আর সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা!
উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু!

অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই!
অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না!

তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারো ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না!

যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে,
তাহলে তুমি সত্যিই গাধা!
সংগৃহীত

20/11/2024

#কমলা #বাগান, অসাধারন এক স্নিগ্ধ সুন্দর মনোরোম পরিবেশ।❤️❤️❤️

20/11/2023

#এততু #গান #গাওয়ার #চেষ্টা #চলছে😍😍 আম্মু টাহ❤️❤️❤️❤️❤️❤️

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
20/11/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

09/11/2023

শরীর খারাপ তাতে কি!! তবুও তার খেলনা নিয়ে খেলতেই হবে।

18/09/2023

#হোঁচট খেয়ে পড়ে যাওয়া নয়, #উঠে দাড়ানোই হলো #সফলতা👍👍👍 ❤️❤️❤️ #মা

Address

Lalmonirhat
Rājshāhi

Telephone

+8801738800095

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rufaidah Rayaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rufaidah Rayaz:

Share