
08/08/2025
"Student Life... মনের এক টুকরো ঘুড়ি!"
Student life কে শুধু ক্লাস, পরীক্ষার চাপ আর রেজাল্ট দিয়ে পরিমাপ করা যায় না।
ওটা ছিল একটানা আনন্দ, বাঁধনহীন আড্ডা, রিকশার হর্নের মাঝে গল্প বলা,
অকারণ হাসি, রাত জেগে চায়ের কাপ হাতে ভবিষ্যৎ গড়া স্বপ্ন দেখা।
আজ সবাই ব্যস্ত...
তবুও হঠাৎ সন্ধ্যায় যখন পুরোনো ছবির অ্যালবাম দেখি,
মনে পড়ে—
"এই হাসিটা কবে শেষ দেখেছি?"
"এই বন্ধুটার খবর কতোদিন নেই!"
বন্ধুদের ফোন করি না—কারণ মনে হয় সে হয়তো ব্যস্ত।
আসলে সবার ভেতরেই একই অনুভূতি কাজ করে।
🧡 কেউ মুখে বলে না,
কিন্তু সবাই মিস করে সেই Student Life, সেই Friend Circle, সেই দিনগুলো।