14/05/2024
ভালবাসা বোবা.......
স্বামী. স্ত্রীর কাছে জানতে চাইলো, তোমার জীবন কিসে পরিপূর্ণ?
স্ত্রী বললো_ ভাল থাকার জন্য টাকার প্রয়োজন. ভাল একটা বাড়ীর প্রয়োজন. নিজেকে ভল রাখার জন্য দামি অলংকারের প্রয়োজন.
তবেই আমি পরিপূর্ণ।
স্বামী বললো_ তোমার সব চাহিদা মিটানো হবে. এই বলে স্বামী কিছু দিনের জন্য বাহিরে চলে গেল.
দীর্ঘদিন পর স্বামী বাড়ি ফিরে আসলো. স্ত্রীর কথামত তার সব চাহিদা মিটানো হলো, যথা _টাকা_নতুন বাড়ি_দামি অলংকার। আজ স্ত্রী ভিষণ খুশি, মনে হয় জান্নাত খুজে পেয়েছে।
দীর্ঘদিন পর স্বামী তার স্ত্রীকে পুনরায় জিজ্ঞেস করলো, তোমায় পরিপূর্ণ দেখাতে কি, আর কিছু বাকি আছে?? জবাবে __
স্ত্রী বললো_ অনেক দিন থেকেই বলবো বলবো ভাবছিলাম,,
এই সমাজে প্রাইভেট car না থাকলে কি চলা যায়..!!! একটা গাড়ী থাকলে ভাল হতো,,, জবাবে স্বামী বললো, আর কিছু?
স্ত্রী বললো _ আর কিছুই লাগবেনা..
স্বামী একটা দীর্ঘ নিশ্বাস ফেলে স্ত্রীকে বললো, যদি আরো কিছু লাগে, তবে এই মুহূর্তে বলো, কেননা _আমি যদি পরে তোমার চাহিদা না মিটাতে পারি,, জবাবে স্ত্রী বললো _ আর কিছুই লাগবেনা, এটাই আমার শেষ ইচ্ছে। তবেই আমি পরিপূর্ণ।
স্ত্রীর জবাবে স্বামী কিছুটা নিরব হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে রইলো। চখে পানি টল টল করতেছে,, এমন সময় ছেলে এসে বললো, বাবা! তোমার চখে জ্বল কেনো?? (No Ans) নিজের সন্তান কে জড়িয়ে ধরে_ বললো_ বাবা, আমি যখন থাকবনা, তখন তুমি তোমার মাকে যন্ত নিও.. নিজেও ভাল থেকো।
স্ত্রীকে বললো, কাজের জন্য বাহিরে যাচ্ছি ফিরতে সময় লাগবে, নিজের যন্ত নিও, যথা সময়ে তোমার প্রাইভেট গাড়ী চলে আসবে,
অবশেষে - স্বামী বাড়ির বাহিরে দাঁড়িয়ে, নিজের বাড়ির দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইলো, দীর্ঘ একটা নিশ্বাসের মধ্য দিয়ে বাড়ি ত্যাগ করলো,
কিছুদিন পর: হঠাৎ স্ত্রীর মোবাইলে ফোন আসলো√ শোরুম থেকে বলছি_ আপনার জন্য একটা গাড়ী অডার করা হয়েছে, আগামিকাল বিকেল ৪ টায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে।
স্ত্রী ভিষণ খুশি, আগামীকাল তার স্বপ্ন বাস্তবায়ন হবে, অনেক আত্মীয় স্বজন কে দাওয়াত দিলাম, ব্যান্ড পাটিকে বলে রাখলাম,
শুভ সকাল,,, আজ বিকেলে স্ত্রীর স্বপ্নের পালকি বাড়ী আসবে, সকাল থেকেই অনেক লোক জন, রান্না বান্না শুরু হয়ে গেছে,, ব্যান্ড পাটি চলে এসেছে, বাড়ীটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এত আয়োজনের কারন, স্ত্রীর স্বপ্ন পুরুন,,,,
সময়ের প্রহর যেনো আর শেষ হচ্ছেনা,,,, সবাই অধির আগ্রহে রাস্তার দিকে তাকিয়ে রইলো, এমন সময় গল্পের মুল চরিত্র সামনে আসলো_____ গাড়ি এসে দাড়ালো ঠিক বাড়ীর সামনে, সবাই ভিড় জমালো, কত সুন্দর গাড়ী,,, সবার কত প্রশংসা,,,, স্ত্রী নাকি ভাল স্বামী পেয়েছে, শাশুড়ী ভাল জামাই পেয়েছে, সন্তান ভাল বাবা পেয়েছে। সবাই খুশি,,,, গাড়ী ডেলিভারি বয়, বললো__ গাড়ীর সাথে একটা চিঠি আছে.. স্ত্রীকে চিঠি দেওয়া হলো:
চিঠির কথা √ আশা করি ভাল আছো... চিঠি টা পড়ার সময় _ আমার ছেলেকে সামনে রেখো √√ তার শিক্ষার প্রয়োজন।
আশা করি তোমার কিছুটা চাহিদা মিটাতে পেড়েছি, তবে আপ্রান চেষ্টা করেছি তোমাকে ভাল রাখার জন্য। আশা করি তোমার আর চাহিদা থাকার কথা না,, তবুও যদি থাকে _________ এমন সময়. এম্বুলেন্সের সাউন্ড কানে ভিষণ যন্ত্রণা দিতে লাগলো, ধিরে ধিরে সাজানো গুছানো বাড়ির সামনে এসেই দাড়ালো. সবাই অবাক হয়ে তাকিয়ে রইলো, হাজারো মানুষের ভিড়ে আমার বাবা এগিয়ে এসে বললো, এই গাড়িতে কি আমার বাবই সোনা আসছে?? ডাইবার সাহেব বললো, জ্যি হ্যা, আপনার ছেলের লাশ আসছে... সবাই নিরব,,,,,,
বাবা মার চিৎকারের মনে হয়, আল্লাহর আরশ কেপে উঠলো,, বাবা নিরব বধির হয়ে লাশের দিকে তাকিয়ে রইলো,, বাবা লক্ষ করে দেখে, লাশের চখ বাধা, বাবা জিজ্ঞেস করলেন, ডাইবার সাহেব, আমার ছেলের চখ কোথাই, জবাবে ডাইবার বললো, চিঠিতেই উওর মিলবে,,, চিঠির ভাষা_____
আমার স্ত্রীকে আমি খুব ভালবাসি,, আমি মিডেল ক্লাস, তার সখ কখনো মিটাতে পারিনি বলেই তার ভালবাসা থেকে বঞ্চিত ছিলাম, তাই তার সখ মিটাতে নিজের কিডনি, লিভার, হ্যাড, এমনকি নিজের চখটাও বিক্রি করতে বাধ্য হলাম, তবুও মনে হয়, তার সখ মিটাতে পারিনি, তার যদি আরো কোনো সখ থাকে, সে চাইলে_ মিটাতে পারে, এ জন্য আমার দু হাত পা রেখে গেলাম, চাইলে সে নিতে পারে,, শুধু মাত্র আমার দেহটা আমার বাবার কাছে পৌঁছে দিও,,
কারন : আমি আমার বাবার খুব সখের ১টা ছেলে,,,, বাবা চখের পানি আর ধরে রাখতে পারলনা, লাশ টা বুকে জড়িয়ে ভিষন কান্না করছে,,,,,
বাবার কাধে সন্তানের লাশ, এর চাইতে বড় শাস্তি আর কিছু হইতে পারেনা,,,,, সবার চাহিদা মিটানোর মিশিন আজ অচল হয়ে গেছে, তার আজ বাবাকে প্রয়োজন হয়েছে, যে স্ত্রীর জন্য আমরা বাবা কে ত্যাগ করেছিলাম, সেই বাবাকেই আজ ভিষন প্রয়োজন, আমার লাশটা অনেক ভাড়ি, বাবা ছারা কেউ কাধে নিতে পারতেছেনা,,,,
বাবারা কাদেনা, বাবাদের কষ্ট হয়না, কারন কি জানেন,??? বাবা আমাদের খুব ভালবাসে,, গল্পের নায়ক যেমন তার স্ত্রীর জন্য নিজেকে বলিদান দিয়ে তার ভালবাসা প্রকাশ করলো,,, ঠিক তেমন, বাবাদের ইচ্ছাকে বলিদান দিয়ে আমাদের জীবন সাজিয়ে দেন তারা,,,,
বোবা পাখি ভালবাসায় পাগল, তাই নিজেকে বলিদান দিতে হলো।
আমি মানসিক ভাবে ক্লান্ত. আমার আসলে মৃত্যুর মতো বিশ্রাম দরকার।
চখে পানি চলে আসলো, বাকি গল্প অন্যদিন লিখব,,,,
লেখক –class–family