Rasu - রাসু

Rasu - রাসু 🤍বিনয়ের চাইতে সুন্দর
আর কোন পোশাক নেই🪽

❗Only For Dhaka❗(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)A- Negative 01933892321A- Negative 01844464155A- Negative 01676335830A- Nega...
21/07/2025

❗Only For Dhaka❗
(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)
A- Negative 01933892321
A- Negative 01844464155
A- Negative 01676335830
A- Negative 01883586717
A+ 01706926694
A+ 01689223789
A+ 01703268335
A+ 01875024194
A+ 01710376348
A+ 01928275633
A+ 01890372558
A+ 01911303620
A+ 01910902996
A+ 01995362098
A+ 01715323084
A+ 01701833905
A+ 01877793861
A+ 01937906789
AB- Negative 01913545498
AB+ 01626804795
AB+ 01925582350
AB+ 01790059606
AB+ 01558448484
AB+ 01919888277
AB+ 01770412286
AB+ 01925582350
Ab+ 01792208551
Ab+ 01863181279
AB+ 01626804795
B- Negative 01870435259
B- Negative 01722414689
B+ 01967507147
B+ 0130479265
B+ 01748446523
B+ 01949315386
B+ 01703778563
B+ 01712258706
O- Negative 01643105457
O- Negative 01406310948
O+ 01302900057
O+ 01634189232
O+ 01714501929
O+ 01571024605
O+ 01736582765
O+ 01812765772
O+ 01765606433
O+ 01521467763
O+ 01626822146
O+ 01841008718
O+ 01715826941
O+ 01834878727
O+ 01920869955
O+ 01921798307
O+ 01755700448
O+ 01300334793

দয়া করে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, হতেও তো পারে আপনার উছিলায় কারো জীবন বাঁচলো।

18/07/2025

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না।
যদিও তুমি প্রতিশোধ নিতে পারো, কিন্তু এই প্রতিশোধ প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।
তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,

❝ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!❞
—আল কুরআন (সূরা আয-যুমারঃ ১০)

Pink Pookie💗🌸
18/07/2025

Pink Pookie💗🌸

এর হিসাব একদিন দিতে হবে।মানুষ কতটা নিচে নামতে পারলে এমন কাজ করতে পারে আমি জানি না। একটা ৫০ উর্ধো বয়সের লোক সকাল ১১টা থেক...
11/07/2025

এর হিসাব একদিন দিতে হবে।

মানুষ কতটা নিচে নামতে পারলে এমন কাজ করতে পারে আমি জানি না। একটা ৫০ উর্ধো বয়সের লোক সকাল ১১টা থেকে ২:৩০ পর্যন্ত একজন মহিলা ও তার ছেলেকে ঘুরিয়ে আমাদের বাসার নিচে নিয়ে আসে।

তারপর ভাড়া দেওয়ার নাম করে বলে যে আমার ছেলে সামনে আছে একটু দেখেন তো বলে যেই না রিক্সাওয়ালা চাচা সামনে যাই তখনই ওই মহিলাটা ওখান থেকে পালিয়ে যায়।

যাই হোক অনেক কান্না করতেছিলো লোক টা। ৩০০ টাকার জন্য এমন ছোট লোকি। তারপর আমি আর আব্বু মিলে কিছু টাকা তাকে দিলাম। কিন্তু মানুষ যে কতটা খারাপ হতে পারে এটা ভাবতেছি এখনও।

এই লোকটার চোখের পানির মূল্য
একটা সময় তার বা তাদেরকে দিতে হবে।

লেখা ও ছবি সংগৃহীত।
Courtesy: বিচার-দিবসের যত চিন্তা

নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি।একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল—"আমার জন্ম আ...
11/07/2025

নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি।
একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল—
"আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না। আমার বাবা-মা তাদের জৈবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছেন।"
এ যেন নিজের অস্তিত্ব নিয়েই বাবা-মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো।

অপর পাশে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন তার কর্মজীবী মা-বাবা।
নিরব, মাথা নিচু, একবারও মেয়ের মুখের দিকে তাকানোর সাহস করেননি।
মেয়ের এমন অভিযোগ শুনে আদালতে উপস্থিত সবার হৃদয় কেঁপে উঠলেও, তারা ছিলেন নিঃশব্দ।

মেয়ের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বললেন—
"সে চায় আমেরিকায় গিয়ে পড়তে। কিন্তু তার মা-বাবার সেই সক্ষমতা নেই।"

বিচারক কথা বলার সুযোগ দিলেও মা-বাবা কোনো কথা বলেননি।
নিরবে মাথা নিচু করে বেরিয়ে গেলেন।

এই তবে সন্তান জন্ম দেওয়ার প্রতিদান?

কিন্তু এখানেই শেষ নয়।
এই মেয়ে শুধু অভিযোগ করেই থেমে থাকেনি। তার চাহনি, ভাষা, শরীরী ভাষা— সব কিছুতেই ফুটে উঠেছে এক ধরনের ঔদ্ধত্য, এক ধরনের অবমাননাকর মনোভাব।
সে যেন বাবা-মা নয়, একজন অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে!
শুধু ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বললেই কি শিক্ষিত হওয়া যায়?

এই মেয়ের ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দেখে প্রশ্ন জাগে—
এটা কি শিক্ষার ফল, নাকি এক বিকৃত উচ্চবিলাসের বহিঃপ্রকাশ?

এ ধরনের নোংরা মনমানসিকতার মেয়েরা সমাজে, শিক্ষায় এবং পরিবারে বিষ ছড়ায়।
তারা নিজের অর্জনের ব্যর্থতা ঢাকতে গিয়ে আঘাত করে মা-বাবার আত্মমর্যাদায়।

শিক্ষা কি তাকে মানবিকতা শেখায়নি?
সমাজ তাকে নৈতিকতা দিতে ব্যর্থ হলো কেন?
এই মেয়ে যদি এই সমাজের “সুশিক্ষিত” প্রতিনিধি হয়, তবে আমরা কোথায় দাঁড়িয়ে?

__Md Md. Mominur Rahman

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে দিনের আলোয় অসংখ্য মানুষের সামনে একজন মানুষকে পিটিয়ে, ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্য...
11/07/2025

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে দিনের আলোয় অসংখ্য মানুষের সামনে একজন মানুষকে পিটিয়ে, ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হলো। রক্তাক্ত মরদেহের ওপর দাঁড়িয়ে দুই তরুণ চড়-লাথি মেরে উৎসব করল! কেউ কিছু বলেনি, কেউ বাধা দেয়নি। কেউ এগিয়ে আসেনি, সবাই দাঁড়িয়ে তামশা দেখছিল!

নিহতের নাম লাল চাঁদ ওরফে সোহাগ, ভাঙাড়ি ব্যবসায়ী, একসময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন। তার ১৪ বছরের মেয়ে সোহানা আর ১১ বছরের ছেলে সোহান তাদের কাছে কি জবাব দিবে রাষ্ট্র?

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চারপাশে মানুষ দেখছে, পাশে আনসারের ক্যাম্প তবু কেউ এগিয়ে আসেনি। শুধু সোহাগ না, গতকাল চট্টগ্রামে গৃহবধূকে খুন করে ১১ টুকরো করেছে।
জানুয়ারি-এপ্রিলে ঢাকায় খুন ১৩৬, দেশে মোট ১,২৪৪ জন। ৫ মাসে মব লিঞ্চিং ১৪১টি, নিহত ৫২ জন!

মব দিয়ে মানুষকে হত্যা করা আনন্দে পরিণত হয়েছে। অথচ একজন অপরাধিকেও আইন প্রশাসন ছাড়া কারো বিচার বা হত্যা করার অধিকার কারো নেই।

আল্লাহ আমাদের বিবেক দিন, মানবতা ফিরিয়ে দিন। বাংলাদেশ বাঁচুক, মানুষ বাঁচুক। ভালো থাকুক প্রতিটি জীবন।

10/07/2025

একদিন মেঘদল বলল এসে,
চিরদিন থাকে নাকো কেউ তো পাশে।
ভেঙে যায় বাঁধন আর কোলাহল সব;
শুধু পাশে থেকে যান আমাদের রব।

I’m open to talk, but speak to me with respect and It’s not just what you say, it’s how you say it.
05/07/2025

I’m open to talk, but speak to me with respect and It’s not just what you say, it’s how you say it.

04/07/2025

You cried for the rain, you gotta deal with the mud too. এই লাইনটা একদম life এর বাস্তবতা তুলে ধরে। আমরা সবাই চাই life এ কিছু একটা extraordinary achieve করতে । কেউ চায় ভালো একটা result, কেউ চায় বিদেশে higher study, আবার কেউ চায় নিজের পায়ে দাঁড়াতে। But the truth is, দেখবেন সবকিছুর জন্যই একটা price দিতে হয়। জীবনে যেই সময়টায় আপনি decide করবেন, । will focus on my goals, ঠিক তখনই আপনি দেখবেন.. fun, adda, ঘোরাঘুরি, কিংবা আপনার favorite hobby গুলো এক এক করে বাদ দিতে হচ্ছে। At first, it feels uncomfortable. মনে হবে, everything is slipping away. But actually, আপনি এগোচ্ছেন towards something bigger. Life is not a fairytale. এখানে happily ever after পাওয়ার আগে অনেক sacrifice করতে হয়। Everything valuable comes at a cost হয়তো সেটা আপনার time, আপনার emotion, কিংবা আপনার comfort zone. এই জিনিসটাই বুঝতে হবে, ত্যাগ ছাড়া বড় কিছু পাওয়া যায় না। So, next time যখন আপনি কষ্টে পরবেন while chasing your dream, just remember this is the price you pay for your rain. And if you're strong enough to dream, you're strong enough to walk through the mud too.

30/06/2025

মন খারাপের দিনগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে ফেলি। চাইলেও নিজেকে যেন কিছুতেই আটকাতে পারি না। এরপর আস্তে আস্তে মনের চারপাশে ভিড় জমায় রাজ্যের সব মন খারাপের গল্প,সাথে ভারী হয় কন্ঠস্বর, ফুলে যাওয়া চোখ তো আছেই।প্রচন্ড কান্নার রেশে শরীর হয় ক্লান্ত। তারপর মাথা ধরার সাথে ঘুমের চেষ্টা এবং এক সময় এসে ঘুম। আর একবার যদি ঘুম এসেই যায়, তবে সব শান্ত..

একমাত্র ছেলে তার বাবাকে প্রথম বারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো। তার বউ ফোন করে বলছে:- তুমি আর একব...
29/06/2025

একমাত্র ছেলে তার বাবাকে প্রথম বারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো। তার বউ ফোন করে বলছে:- তুমি আর একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও একটা কথা বলতে ভুল হয়ে গেছে।

বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো, পূজো-পার্বন এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমে থেকে যায়। আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বউয়ের কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছেন। এটা দেখে ছেলের মনে সন্দেহ হল। সে মনে মনে ভাবল বাবা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনত? কে জানে হয়ত বা! তারপর অপেক্ষা করতে লাগল। কিছুক্ষন পর বাবা উনার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, স্যার একটা কথা জিজ্ঞাসা করছি কিছু মনে করবেন না!

বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত, সত্যিই কি তাই?অনাথ আশ্রমের মালিক বললেন হ্যাঁ। উনাকে আমি প্রায় ৪০ বছর আগে থেকেই ভালো করে চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন।তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। ছেলে বলল, আমি তো সেটাই জানতে চাইছি। বাবাকে কিভাবে চিনলেন?

বৃদ্ধ মালিক বললেন,,,,

৪০ বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে ৪০ বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে।

এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না। ৪০ বছর আগের সেই অনাথ শিশুটিই যে উনি। ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগল। সে হাউমাউ করে কাঁদতে লাগল। আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগল। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি।

২দিনের ভালোবাসার জন্য ৪০ বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি। ছেলের এই করুন দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করতে আছে। আমি তো তোকে মাফ করেই দিয়েছি।এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়ি নিয়ে গেল।

পৃথিবীর সকল বাবার প্রতি রইলো আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

একগুচ্ছ কাঠগোলাপ🌸
28/06/2025

একগুচ্ছ কাঠগোলাপ🌸

Address

Thakurgaon
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Rasu - রাসু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasu - রাসু:

Share