
01/07/2025
Onek onek valobasa❤️❤️
আজকে পরিচয় করিয়ে দিবো আমাদের নতুন উদ্যোক্তা একজন আপুর সাথে যিনি একজন সিঙ্গেল মাদার
আপুর একটি ছেলে সন্তান রয়েছে।কোনো কারণে আপুর জীবনের পথে একা হয়ে যান। তাই ভাইয়ের বউ নিয়ে চলে আসছে আমাদের শোরুম এ আপু নাকি সবসময় আমার ভিডিও দেখে এবং তার একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জাগে।
আপু ছোট পরিসরে শুরু করেছেন। আপুর এই সাহস আর চেষ্টা একদিন আপুকে নতুন করে গড়ে তুলবে যেখানে ধবংস হয় সেখান থেকেই আবার নতুন করে শুরু হয়।
আল্লাহ আপুর ব্যবসায় বরকত দান করুন এবং ছেলে যেন একটি ভালো মানুষ হিসাবে গড়তে পারে অনেক অনেক দোয়া রইল।