23/10/2025
কত বড় স্পর্ধা এই আইনজীবীর ,,, এই সিঞ্জির এমন দুঃসাহস কি করে দেখাচ্ছে😡😡😡
শাপলা চত্বরে কোন গণহত্যা হয়নি — এমন ধৃষ্টতাপূর্ণ দাবি এখন কিছু তথাকথিত বুদ্ধিজীবী ও সরকারের দালাল শ্রেণির মুখে শোনা যাচ্ছে! তারা নির্লজ্জের মতো বলছে, “বিগত সরকারের কোনো দোষ নেই, বরং হেফাজতের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতেই সরকার অ্যাকশনে গিয়েছিল।” — সাবাস! এমন মিথ্যাচারের জন্য ।
আচ্ছা, হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ কি সময় টিভির সেই ভিডিওটি দেখেননি, যেখানে ৫ আগস্টের পর এক আইনজীবী প্রকাশ্যে দাবি করছে — “শাপলা চত্বরে কোনো হত্যাকাণ্ড হয়নি”? এ যেন শহীদদের রক্তের প্রতি অবমাননা! যেসব নিরপরাধ আলেম-তালিবে ইলমকে সেই রাতে গুলি করে হত্যা করা হয়েছিল, তাদের প্রতি এমন অমানবিক আচরণ ক্ষমার অযোগ্য অপরাধ।
এমন বক্তব্য যারা দিচ্ছে, তারা প্রকৃতপক্ষে সরকারের পক্ষাবলম্বন করে ইতিহাস বিকৃতি করার চেষ্টা করছে। তাই হেফাজতের পক্ষ থেকে এর শক্ত জবাব আসা অত্যন্ত জরুরি। এই আইনজীবীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হোক, এবং সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানানো প্রয়োজন। নীরব থাকা মানে সত্যকে ধামাচাপা দেয়া— আর ইতিহাস কোনোদিনই তা ক্ষমা করবে না।
ভিডিওটা সবাই শেয়ার দিয়েন যেন ঘুমন্ত ও কবরে থাকা লোকদের কাছে গিয়ে পৌঁছে তারা তো আবার ভাইরাল হওয়া ছাড়া কিছু দেখবে না
সংগৃহীত