HM Md Shihab Hossain

HM Md Shihab Hossain Personal

13/07/2025

‘সব নেতা চলে চাঁ'দা'র টাকা দিয়া’

13/07/2025

বাংলা সিনেমার :- মান্নার মুভির বা'স্ত'ব রূপ দেখলাম 💔

12/07/2025

শেখ হাসিনার সকল অপকর্মের রাজসাক্ষী হতে যাচ্ছে ডিআইজি আব্দুল আল মামুন।

আমরা জাতি হিসাবে বড়ই বাইঞ্চুদ একটা জাতি। মানুষ হিসেবেও।মিডফোর্ডে দিনে দুপুরে একটা লোকরে ইট পাথর দিয়া থেতলাইয়া মাইরা ফালা...
12/07/2025

আমরা জাতি হিসাবে বড়ই বাইঞ্চুদ একটা জাতি। মানুষ হিসেবেও।

মিডফোর্ডে দিনে দুপুরে একটা লোকরে ইট পাথর দিয়া থেতলাইয়া মাইরা ফালানো হইলো, মারার পর বুকের উপর উইঠা লাফানো হইলো। সাংবাদিক'রা সেইখানে রিপোর্ট করতে গিয়া যারেই জিজ্ঞেস করে সেই বলে- দেখি নাই, চিনি না, জানিনা।

এইরকম সিনপার্ট আগে ডিপজলের সিনেমায় দেখতাম, মার্ডারের এক ঘন্টা পর পুলিশ গিয়া কাউরে জিগাইলেই কইতো জানি না, দেখি নাই।

অথচ ভিডিও ক্লিপ গুলাতে স্পষ্ট দেখা যাইতাছে আশেপাশে শত শত মানুষ।

মারার সময়ও কেউ বাচায়নি, মারার পরেও কেউ দেখছি বলে শিকার করছে না। আমরা মানুষ হইবো কবে?

মাঝে মধ্যে মনে হয় আমরা জাতি হিসেবে এমন পুন্দানী হয়তো আসলেই ডিজার্ভ করি।

12/07/2025

সৈয়দপুরে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ

‎সোহাগ হত্যার বিচারের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিলে জিকরুল হক রোডে বিএনপি পার্টি অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছিলো ঠিক তখনেই বিক্ষোভ মিছিলকে উদ্দেশ্য করে মনিহারি পট্টির গলি থেকে ককটেল নিক্ষেপ করেন দুষ্কৃতিকারী।

চাঁদা তুলবে পল্টনে,ভাগ যাবে লন্ডনে।চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার।😑একজন নেতাকে বহিষ্কার করে দায় মুছে ফেলা—আর নিজ...
12/07/2025

চাঁদা তুলবে পল্টনে,
ভাগ যাবে লন্ডনে।
চাঁদা আনলে পুরস্কার,
ধরা পড়লে বহিষ্কার।😑

একজন নেতাকে বহিষ্কার করে দায় মুছে ফেলা—
আর নিজেদের দায় থেকে ধোয়া তুলসীপাতা সাজা—এটাই এখন রাজনৈতিক নাটকের ট্রেন্ড!

🔴 দল চালাবে, নিয়ন্ত্রণ করবে, সুবিধা নেবে—
আর নেতা ভুল করলে বলবে: “ব্যক্তিগত অপরাধ!”

এই তো আজকের "দলীয় নৈতিকতা"র সংজ্ঞা!

🗣️ একজনকে বলি দিয়ে পুরো সংগঠনের মুখ রক্ষা করা যায় না।
এটা দায় এড়ানোর কৌশল, বিচার নয়।

#দলীয়দায়িত্ব #ছাত্ররাজনীতি #রাজনৈতিকনাটক #দায়বিমুখতা #হাস্যকরবিচার

04/07/2025

বায়তুল মোকাররমের মিম্বার থেকে জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর এই সাহসী গর্জন ইতিহাস হয়ে থাকবে।
খতিব ওবাইদুল হক রহি. এর প্রতিচ্ছবি।
আল্লাহ শায়েখের হায়াতে তাইয়্যেবা দান করুন।

গোমরাহ জাতীকে পথভ্রষ্টতা থেকে বাচাতে এমন ইমাম যুগে যুগে তৈরি করে দিন।

01/07/2025

আমাদের মন ও মগজ জুড়ে থাকুক জুলাই এর স্মৃতি।

28/06/2025

এক কথায় মঞ্চের সবাই কে সব দলকে আটকে দিলেন মুফতি ফয়জুল করীম!
(সর্বোচ্চ শেয়ার লাইক কমেন্ট চাই)

28/06/2025

সর্বপ্রথম চরোমানাই পীর সাহেবের মার্চ টু গনভবনের কথা আমাদের মনে আছে | সারজিস আলম ৷

28/06/2025

বিএনপিকে আগামীতে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে? শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিম

Address

Saidpur
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Md Shihab Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM Md Shihab Hossain:

Share