HM Md Shihab Hossain

HM Md Shihab Hossain Personal

12/08/2025

ঐ কিতাব অবহেলিত নয়,
আমরাই মূর্খ।
যারা জ্ঞানী তাদের কাছে ঐ শ্রেষ্ঠ কিতাবের গুরুত্ব অপরিসীম।

12/08/2025

মাকলা বাঁশ দিচ্ছে এই সত্যিটা বলেও আজকাল পুরস্কার পাওয়া যায়😁আসলেই পৃথিবী আর আগের জায়গায় নাই লায়লা পৃথিবী এখন মঙ্গলগ্রহের দিকে ধাবিত হচ্ছে😝

11/08/2025

মওলানা ভাসানী ইতিহাসের এক মহানায়ক ♥️✨

08/08/2025

"নীলফামারীর,চরাইখোলা ইউনিয়ন,দালালের বাজারে বয়লার ফার্মে আ'গুন।

07/08/2025

হয়রে মানুষ খুব কষ্ট লাগে যখন এই ঘটনা ঘটছে তখন কি কেউ ছিলো না সবাই তামাশা দেখেছে!
গাজীপুরে সাংবাদি ক হ/ত্যা/র সি/সি/টিভি ক্যামেরা ফুটেজ

07/08/2025

কি? কি মনে করস তুই কারে কি মনে করস। তুই একলাই ক্যাডারগিরি করতে পারোছ আমি কি পারি না/ ঢাকা//
আমি যখন যাত্রী নামাচ্ছিলাম তখন দেখি রাস্তার ওই পাশে দুইজন ঝগড়া এবং হাতাহাতি করছে জনগণ ভিড় করে চেয়ে চেয়ে দেখছে পরে বাইক রেখে ওই পাশে গিয়ে দেখি একটা ছেলে ঝাল মুড়ি বিক্রেতার ঝাল মুড়ি ফালিয়ে দিল তারপরে আরেকটি ছেলে বুট বিক্রেতার গাড়ি থেকে বুটে ভোল্টি নিয়ে রাস্তায় ছুড়ে মারে তারপরে বিষয়টি বুঝতে পারলাম পুড়ি বিক্রেতা সাথে বুট বিক্রেতা ঝগড়া লাগে এক পর্যায় ঝাল মুড়ি বিক্রেতা তাদের থামাতে গিয়ে বুট বিক্রেতা রেগে গিয়ে ঝাল মুড়ি বিক্রেতা মুড়ি ধাক্কা দিয়ে ফালিয়ে দেয় আর সেটা দেখে পুড়ি বিক্রেতা বুট বিক্রেতা গাড়ি থেকে বুট নিয়ে রাস্তায় ফেলে দেয় তারপর আমি তাদের দুজনকে শান্ত হতে বলি আর তারা দুইজন আমার মুখে ক্যামেরা দেখে শান্ত হয়ে পরে আমার যাত্রী এসে পড়ে আর ওইখান থেকে আমি চলে যাই পরবর্তীতে জানতে পারি পুরী বিক্রেতা নাকি বুট বিক্রেতাকে জরিমানা দেয় এই ভিডিওতে একটি জিনিস শিখার আছে মাথা গরম করে কোন লাভ নেই আরো নিজের ক্ষতি হয়।
কপি পোস্ট ✅

07/08/2025

জুলাই ঘোষণাপত্রে ইসলাম পন্থীদের অবমাননা করা হয়েছে, শাপলা চত্বর ছাড়া জুলাই কল্পনা করা যায় না

05/08/2025

জুলাই এর ভিডিও গুলো দেখলে শরীরে কাটা দিয়ে উঠে 💥
ঐতিহাসিক বিজয়। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তোমাদের প্রতি গভীর শ্রদ্ধা।

05/08/2025

মঞ্চ থেকে যখন বলা হচ্ছিল ২৪ এর গন অভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করতে তখন উপস্থিত জনতা সবাই দাড়িয়ে পালন করেন। তখন মুফতী সাখাওয়াত হোসাইন রাজী হাফি, দাড়িয়ে দু হাত তুলে মুনাজাতে মগ্ন ছিলেন।
M***i Sakhawat Hossain Razi

05/08/2025

০৫ই আগস্ট ২০২৪

ভারতীয় আধিপত্যবাদের চিহ্নিত দোসর আওয়ামী ফ্যাসিস্টদের হাত থেকে এই জাতির মুক্তির দিন। আমাদের স্বাধীনতা ২.০ পাওয়ার দিন। আমাদের বুক ভরে শ্বাস নেওয়ার দিন। আমাদের বিজয়ের দিন। আমাদের আনন্দের দিন। আমাদের ঈদের দিন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌ আমাদের এই দিনটি উপহার দেওয়ার জন্য।

05/08/2025

আজ ৫ই আগষ্ট ফ্যাসিস্ট মুক্ত এক বছর 🇧🇩🇧🇩🇧🇩 "দেশের জন্য যারা দিয়েছে প্রাণ, তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, সম্মান ও দোয়া ।"

Address

Saidpur
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Md Shihab Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM Md Shihab Hossain:

Share