
30/07/2025
কিছু আত্নীয় স্বজন আছে যারা সব সময় আপনার ক্ষতি করার জন্যে ওত পেতে থাকে। এদের থেকে সাবধানে থাকবেন এরা আপনার সামনা সামনি খুব ভালো ব্যবহার করবে শুধুমাত্র আপনার কাছ থেকে ফায়দা লুটে নেওয়ার জন্য। তারা যখন ফায়দা পাবেনা তখন তারা প্রকাশ্যে আপনার মিথ্যা চারণ করবে।