Tozammel Khokon

Tozammel Khokon This is Tozammel Khokon, a creative graphic designer, Also love to make video about tech and travel.

07/06/2025
সাম্প্রতি ঢাবির পিটিয়ে হত্যা করা যুবক প্রসঙ্গে ....পাঁচ বছর আগে আমি "শিমুর স্বপ্ন" নামে একটা গল্প লেখার চেষ্টা করেছিলাম...
20/09/2024

সাম্প্রতি ঢাবির পিটিয়ে হত্যা করা যুবক প্রসঙ্গে ....

পাঁচ বছর আগে আমি "শিমুর স্বপ্ন" নামে একটা গল্প লেখার চেষ্টা করেছিলাম। যেখানে একজন ক্ষুধার্ত মানুষ কতটা কষ্টে থাকে এটা বুঝাতে চেয়েছিলাম। ভরা পেটে মানুষগুলো নানা ধরনের বিলাসী স্বপ্ন দেখে কিন্তু খালি পেটে মানুষের ক্ষুধা মেটানোর জন্য খাবার ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না।

সাম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিটিয়ে হত্যা করা যুবকের ভাত খাওয়ার ঘটনায় মনে পড়লো সেই গল্পের কথা।

কিছুটা মারধর করে তাকে ভাত খেতে দেওয়া হয়। হয়তো সে কিছুটা অনুমান করতো, তাকে ভাত খাওয়ার পর আবারও পেটানো হবে কিন্তু সে সেসব নিয়ে ভাবতে চায়নি। তার ক্ষুধার্ত পেট তাকে ভাবতে দেয়নি। ক্ষুধার্ত পেটে সে ভাত পেয়েছে সেটাই হয়তো আনন্দের ছিলো। কিন্তু কে জানত যে তার এ আনন্দই শেষ আনন্দ, এ খাওয়ায় শেষ খাওয়া, এর পরেই তাকে পেটাতে পেটাতে মেরেই ফেলবে।

আমাদের আশেপাশে মানুষের মত দেখতে অনেক অমানুষে ভরে গেছে। এদের কাছে আমরা সকলেই অনিরাপদ। মাঝে মাঝে আন্দোলন হয়, বিচার হয়, হয়তো ফাঁসির রায় ও হয়। কিন্তু এরা ক্ষমা পায় বা কোন এক সময় ছাড়া পায় তখন এদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। এসবের শেষ দেখতে চাই। দেখতে চাই একটি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত কার্যকরী বিচার ব্যবস্থার।


BMW

শিমুর স্বপ্ন - শিশু ও কৈশোর,শিশু ও কৈশোর সেপ্টেম্বর ২০১৯,শিশুর গল্প,কৈশোরর কবিতা,শিশু বিষয়ক গল্প,কৈশোর বিষয়ক কবিতা

সবার ঈদ সুন্দর ও সুস্থতার সাথে কাটুক। ঈদ মোবারক 🌙
16/06/2024

সবার ঈদ সুন্দর ও সুস্থতার সাথে কাটুক। ঈদ মোবারক 🌙

11/06/2024

আবৃত্তি - কবি মহাদেব সাহা এর কবিতা 'দীর্ঘ বিচ্ছেদের পর'

#কবিতা #আবৃত্তি

10/04/2024

শুধু কি মুখের ভাষা সুন্দর হলেই হবে?অনলাইনেও অন্যের পার্সোনাল লাইফ বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে বাজে ভাষার ব্যবহারে আমাদে...
20/02/2022

শুধু কি মুখের ভাষা সুন্দর হলেই হবে?

অনলাইনেও অন্যের পার্সোনাল লাইফ বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে বাজে ভাষার ব্যবহারে আমাদের সচেতন হতে হবে।

যে ভাষা মুখে না, তা অনলাইনেও না।
ইন্টারনেটের দুনিয়ায় জানতে হবে, কোথায় আপনার থামতে হবে!

Address

Bholahat
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Tozammel Khokon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share