টেক দুনিয়া

টেক দুনিয়া "সারা বিশ্বের সামরিকশক্তির বিশ্লেষণ"
(1)

09/09/2025

একজন নেপালীর বক্তব্য।

09/09/2025

🚨 অবিশ্বাস্য ঘটনা! 🇮🇳🇳🇵 নেপালে বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে ভারতীয় তৈরি NSAS 1B1 ও Ishapore 1A1 অ্যাসল্ট রাইফেল। 😱

এখন বড় প্রশ্ন উঠছে—এই অস্ত্রগুলো কি নেপালের নিরাপত্তা বাহিনীর কাছ থেকে জব্দ করা হয়েছে? নাকি কোনোভাবে অন্য চ্যানেলের মাধ্যমে বিক্ষোভকারীদের হাতে পৌঁছেছে? তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

#টেকদুনিয়া

09/09/2025

🔥 নেপালের সংসদ ভবন সিংহ দরবার (Lion’s Palace) ভয়াবহ অগ্নিকাণ্ডে ধসে পড়েছে।

এই ঐতিহাসিক ভবনটির বয়স ১২২ বছরেরও বেশি, যা মূলত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে নির্মিত হয়েছিল।

এর আগে, বিক্ষোভকারীরা—যাদের মধ্যে কিছু সশস্ত্রও ছিল—ভবনে প্রবেশ করে এবং অগ্নিকাণ্ড চলমান অবস্থাতেই লুটপাট চালায়।

#টেকদুনিয়া

ভেনেজুয়েলা সীমান্তে যুদ্ধের দামামা!মার্কিন যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে গেছে সমুদ্রে, আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান। ঠিক সেই সময় ভ...
09/09/2025

ভেনেজুয়েলা সীমান্তে যুদ্ধের দামামা!
মার্কিন যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে গেছে সমুদ্রে, আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান। ঠিক সেই সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিলেন—২৫ হাজার সৈন্য সীমান্তে যাবে সার্বভৌমত্ব রক্ষায়।

ভেনেজুয়েলা কি আমেরিকার আধিপত্যবাদী আগ্রাসন ঠেকাতে পারবে, নাকি শুরু হতে যাচ্ছে নতুন এক যুদ্ধ? কমেন্টে আপনার মতামত জানান।

🇸🇦🇶🇦🇺🇸🇮🇱❌🇵🇸 — ইসরায়েল হায়োম দাবি করেছে যে, দোহায় হামাসের সদরদপ্তরে হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও কাতারকে অবহিত করেছি...
09/09/2025

🇸🇦🇶🇦🇺🇸🇮🇱❌🇵🇸 — ইসরায়েল হায়োম দাবি করেছে যে, দোহায় হামাসের সদরদপ্তরে হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও কাতারকে অবহিত করেছিল।

এর অর্থ দাঁড়ায়, কাতার আগেই হামলার ব্যাপারে জানত এবং সম্ভবত আগে থেকেই নিন্দা জানাতে প্রস্তুত বিবৃতি তৈরি করে রেখেছিল।

#টেকদুনিয়া

 🇮🇱🇵🇸🇶🇦 — ইস/রায়েলি বোমা হা/মলার একই সময়ে কাতারি আকাশসীমায় কাতার এয়ার ফোর্সের F-15QA যুদ্ধবিমান টহল দিচ্ছিল। তাদের সাথে ...
09/09/2025


🇮🇱🇵🇸🇶🇦 — ইস/রায়েলি বোমা হা/মলার একই সময়ে কাতারি আকাশসীমায় কাতার এয়ার ফোর্সের F-15QA যুদ্ধবিমান টহল দিচ্ছিল। তাদের সাথে ছিল আমেরিকান ও ব্রিটিশ আকাশ থেকে জ্বালানি সরবরাহকারী বিমান।

#টেকদুনিয়া

নাটক।❗️কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি:– “আমরা দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্যের আবাসিক কার্যালয় লক্ষ্...
09/09/2025

নাটক।
❗️কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি:

– “আমরা দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্যের আবাসিক কার্যালয় লক্ষ্য করে চালানো ইসরায়েলের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই।”

– “এই অপরাধমূলক আগ্রাসন সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং কাতারি নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।”

– “কাতার রাষ্ট্র এ হামলার কঠোর নিন্দা জানাচ্ছে এবং স্পষ্ট করছে যে, ইসরায়েলের এই বেপরোয়া আচরণ মোটেও সহ্য করা হবে না।”

– “কাতার রাষ্ট্র তার নিরাপত্তা বা সার্বভৌমত্বকে লক্ষ্য করে যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সহনশীল থাকবে না।”

– “সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং অতিরিক্ত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।”

#টেকদুনিয়া

09/09/2025

🇮🇱/🇵🇸🇶🇦 Close footage of the airstrikes

🇺🇸🇮🇱💥🇶🇦🇵🇸 ইস/রায়েলের চ্যানেল ১১ জানিয়েছে, যুক্তরাষ্ট্র কাতারে হা/মাসকে লক্ষ্য করে হাম/লা চালানোর জন্য ইস/রায়েলকে পূর্ণ অ...
09/09/2025

🇺🇸🇮🇱💥🇶🇦🇵🇸 ইস/রায়েলের চ্যানেল ১১ জানিয়েছে, যুক্তরাষ্ট্র কাতারে হা/মাসকে লক্ষ্য করে হাম/লা চালানোর জন্য ইস/রায়েলকে পূর্ণ অনুমোদন দিয়েছে।

#টেকদুনিয়া

 🇸🇦🇶🇦🇺🇸🇮🇱❌🇵🇸 — কাতারের আল-আরাবি নিউজ জানিয়েছে, হা/মাস নেতারা হ/ত্যা চেষ্টায় থেকে বেঁচে গেছেন। #টেকদুনিয়া
09/09/2025


🇸🇦🇶🇦🇺🇸🇮🇱❌🇵🇸 — কাতারের আল-আরাবি নিউজ জানিয়েছে, হা/মাস নেতারা হ/ত্যা চেষ্টায় থেকে বেঁচে গেছেন।

#টেকদুনিয়া

🇸🇦🇮🇱🇶🇦❌🇵🇸🇶🇦 — প্রতিবেদনে বলা হচ্ছে, সৌদি আরব ও কাতারের ঘাঁটি থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় না হওয়া, এবং দোহায় অব...
09/09/2025

🇸🇦🇮🇱🇶🇦❌🇵🇸🇶🇦 — প্রতিবেদনে বলা হচ্ছে, সৌদি আরব ও কাতারের ঘাঁটি থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় না হওয়া, এবং দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও কাতারি বাহিনী যৌথভাবে ব্যবহার করা আল-উদেইদ এয়ার বেস থেকে সমর্থন ও সমন্বয়ের প্রেক্ষিতে স্পষ্ট যে এ অভিযানটি যুক্তরাষ্ট্র, কাতার, ইসরায়েল ও সৌদি আরবের সমন্বিত পদক্ষেপ ছিল।

#টেকদুনিয়া

🇮🇱🇶🇦🇺🇸/🇵🇸 ইসরায়েল দোহায় অবস্থিত ha মাস সংগঠনের সদরদপ্তরে হা/মলার আগে মার্কিন ও কাতারি কর্তৃপক্ষকে অবহিত করেছিল বলে জানা ...
09/09/2025

🇮🇱🇶🇦🇺🇸/🇵🇸 ইসরায়েল দোহায় অবস্থিত ha মাস সংগঠনের সদরদপ্তরে হা/মলার আগে মার্কিন ও কাতারি কর্তৃপক্ষকে অবহিত করেছিল বলে জানা গেছে।

#টেকদুনিয়া

Address

Thakurgaon
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when টেক দুনিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টেক দুনিয়া:

Share

টেক দুনিয়া Story

টেক দুনিয়া একটি টেক বিষায়ক ভিডিও চ্যানেল। আপনাকে আমাদের চ্যানেল আমন্তণ। আমাদের যাত্রা শুরু হয় May 17, 2019 সালে । আমরা সাধারণত টেক দুনিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি। আমাদের উদ্দেশ্য আমরা টেক বিষায়ক ভিডিও বানিয়ে আমাদের দেশের বাংলা ভাষার মানুষদের নতুন নতুন তথ্য দিয়ে সাহায্য করব। এরই ধারাবাহিকতাই আমরা আজকের অবস্থায় এসেছি। আমরা সা্রা বিশ্বের সামরিকশক্তি বিষায়ক ভিভিও বানিয়ে থাকি। যেমন সামরিকশক্তি,মিসাইল,যুদ্ধ জাহাজ,যুদ্ধ বিমান,ট্যাংক, ড্রোন ইত্যাদি।এ ছাড়া আমরা সারা বিশ্বের আপডেট আর্ন্তজাতিক খরর প্রকাশ করি।

টেক দুনিয়ায় প্রকাশিত লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের মেইল করতে পারেন, পাশাপাশি আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলোও ফলো করতে পারেন

Instagram: https://instagram.com/techduniyabd