টেক দুনিয়া

টেক দুনিয়া "সারা বিশ্বের সামরিকশক্তির বিশ্লেষণ"
(1)

যুক্তরাষ্ট্র যদি চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তারা সেই যুদ্ধে পরাজিত হওয়ার সম্ভাবনাই বেশি।🔹 এর কার...
31/10/2025

যুক্তরাষ্ট্র যদি চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তারা সেই যুদ্ধে পরাজিত হওয়ার সম্ভাবনাই বেশি।

🔹 এর কারণ সাহসের অভাব নয়, বরং শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি।

🔹 আধুনিক যুগে যুদ্ধ জেতা যায় সেই দেশগুলোর দ্বারা, যারা বেশি উৎপাদন করতে পারে, দ্রুত প্রযুক্তিগত উদ্ভাবন করতে পারে এবং সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে পারে।

বর্তমানে চীন জাহাজ, ড্রোন, ইলেকট্রনিক্সসহ প্রায় সব উৎপাদন ক্ষেত্রে বিশ্বে প্রাধান্য বিস্তার করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার শিল্পভিত্তি দুর্বল করে ফেলেছে।

যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র হয়তো শুরুতে কিছু যুদ্ধে জয় পেতে পারে,
কিন্তু দীর্ঘমেয়াদে চীনের উৎপাদন ও অভিযোজন ক্ষমতাই তাকে যুদ্ধে এগিয়ে রাখবে।

সোর্স: দ্য অ্যাটলান্টিক (The Atlantic)

মার্কিন চাপের মুখে রাশিয়া, চীন এবং ইরানের কাছে সামরিক সহায়তা চাইলেন মাদুরোমার্কিন বাহিনী ভেনেজুয়েলার উপকূলবর্তী অঞ্চল...
31/10/2025

মার্কিন চাপের মুখে রাশিয়া, চীন এবং ইরানের কাছে সামরিক সহায়তা চাইলেন মাদুরো

মার্কিন বাহিনী ভেনেজুয়েলার উপকূলবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর পর, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার কাছে জরুরি সামরিক সহায়তা চেয়েছেন।

মাদুরো সরকার রাশিয়ার কাছ থেকে মিসাইল, রাডার সিস্টেমের সংস্কার, এবং যুদ্ধবিমান মেরামতের জন্য জরুরী সহায়তা চেয়েছে।

শুধু রাশিয়াই নয়, ভেনেজুয়েলা চীন ও ইরানের কাছেও সামরিক সহায়তার অনুরোধ পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ড্রোন, শনাক্তকরণ ব্যবস্থা এবং জিপিএস জ্যামার।

সূত্র: The Washington Post (WaPo)

31/10/2025

রাশিয়ার নতুন পারমাণবিক "বুরেভেস্তনিক" মিসাইল | বিশ্বের সবচেয়ে ভয়ংকর মিসাইল

ভেনেজুয়েলা সরকারের যেকোনো অনুরোধ রাশিয়া বিবেচনা করতে প্রস্তুত।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারো...
31/10/2025

ভেনেজুয়েলা সরকারের যেকোনো অনুরোধ রাশিয়া বিবেচনা করতে প্রস্তুত।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়ার প্রতিক্রিয়া নির্ভর করবে ভেনেজুয়েলা বর্তমান ও সম্ভাব্য নিরাপত্তা হুমকি কতটা গুরুতর তার ওপর।

মানে এই বিবৃতি রাশিয়া ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক ও সামরিক জোটকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিলো।

ট্রাম্প পরিবার তাদের প্রতিষ্ঠান World Liberty Financial এবং ক্রিপ্টোকারেন্সি $TRUMP কয়েন এর মাধ্যমে একটি বিশ্বব্যাপী ক্...
31/10/2025

ট্রাম্প পরিবার তাদের প্রতিষ্ঠান World Liberty Financial এবং ক্রিপ্টোকারেন্সি $TRUMP কয়েন এর মাধ্যমে একটি বিশ্বব্যাপী ক্রিপ্টো সাম্রাজ্য গড়ে তুলেছে।

🔹 ২০২৫ সালের প্রথম ছয় মাসেই তারা ৮০০ মিলিয়ন ডলার আয় করেছে।

🔹 বর্তমানে তাদের মোট সম্পদের পরিমাণ প্রায় ১১ বিলিয়ন ডলার বলে জানা গেছে।

সোর্স: রয়টার্স

নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাদ্য অ্যাটলান্টিকের প্রতিবেদনে জানা গেছে,...
31/10/2025

নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

দ্য অ্যাটলান্টিকের প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন শীর্ষ কর্মকর্তা—স্টিফেন ও কেটি মিলার, মার্কো রুবিও, ক্রিস্টি নোয়েম, পিট হেগসেথ এবং ড্যান ড্রিসকল—ওয়াশিংটন ঘিরে থাকা কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে স্থানান্তর করেছেন নিরাপত্তাজনিত কারণে।

এই পদক্ষেপ নেওয়া হয় কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ, অনলাইন হয়রানি এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনাগুলোর পর।

স্টিফেন মিলার বলেন, “মানুষকে অমানবিক ও অপমান করার সুসংগঠিত প্রচারণা চলছে।”

বর্তমানে এ কর্মকর্তারা ফোর্ট ম্যাকনেইর, জয়েন্ট বেস আনাকোস্টিয়া-বোলিং এবং জয়েন্ট বেস মায়ার-হেন্ডারসন হলে অবস্থান করছেন—যেগুলো সাধারণত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত।

ইসরায়েল এখন আর শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, প্রযুক্তির মাধ্যমেও গড়ে তুলছে নিজের সাম্রাজ্য। এবার তারা নীরবে দখল করছে পারস্য উপ...
30/10/2025

ইসরায়েল এখন আর শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, প্রযুক্তির মাধ্যমেও গড়ে তুলছে নিজের সাম্রাজ্য। এবার তারা নীরবে দখল করছে পারস্য উপসাগরের দেশগুলোকে—অস্ত্র নয়, পানি দিয়ে! সৌদি আরব, কুয়েত থেকে শুরু করে পুরো গালফ অঞ্চল এখন ইসরায়েলি জল প্রযুক্তির ওপর নির্ভরশীল।

✅ হাইলাইট:
ইসরায়েলের IDE Technologies সৌদির Jubail 3A ও কুয়েতের একাধিক পানি প্রকল্পে যুক্ত হয়েছে। এই প্রযুক্তি এখন গালফের অবকাঠামোর ভেতরে গেঁথে গেছে—চুক্তি নেই, পতাকা নেই, কিন্তু বাস্তবে গড়ে উঠছে সম্পর্ক স্বাভাবিকীকরণ।
তেল নয়, “পানি” এখন নতুন শক্তির প্রতীক, আর ইসরায়েল সেই শক্তি নিয়ন্ত্রণ করছে নীরবে।

তুমি কী মনে করো—ইসরায়েলের এই “পানির কূটনীতি” কি সত্যিই উন্নয়নের হাতিয়ার, নাকি ভবিষ্যতের নতুন দখলদারির সূক্ষ্ম রূপ?
আপনার মতামত কমেন্টে জানান।

ইসরায়েল এখন আর শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, প্রযুক্তির মাধ্যমেও গড়ে তুলছে নিজের সাম্রাজ্য। এবার তারা নীরবে দখল করছে পারস্য উপ...
30/10/2025

ইসরায়েল এখন আর শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, প্রযুক্তির মাধ্যমেও গড়ে তুলছে নিজের সাম্রাজ্য। এবার তারা নীরবে দখল করছে পারস্য উপসাগরের দেশগুলোকে—অস্ত্র নয়, পানি দিয়ে! সৌদি আরব, কুয়েত থেকে শুরু করে পুরো গালফ অঞ্চল এখন ইসরায়েলি জল প্রযুক্তির ওপর নির্ভরশীল।

বিস্তারিত ভিডিওতে আসছে?

একসময় মার্কিন “Switchblade” ড্রোন ছিল প্রযুক্তি গত বিপ্লবের প্রতীক। কিন্তু ইউক্রেনের রণাঙ্গনে সেই প্রতীক এখন ব্যর্থতার গ...
29/10/2025

একসময় মার্কিন “Switchblade” ড্রোন ছিল প্রযুক্তি গত বিপ্লবের প্রতীক। কিন্তু ইউক্রেনের রণাঙ্গনে সেই প্রতীক এখন ব্যর্থতার গল্প বলছে। পশ্চিমা প্রযুক্তি যেখানে হোঁচট খাচ্ছে, সেখানে ইউক্রেন নিজের তৈরি সস্তা কিন্তু কার্যকর ড্রোন দিয়ে বদলে দিচ্ছে যুদ্ধের খেলা।

✅ হাইলাইট:

✅Switchblade ও অন্যান্য পশ্চিমা ড্রোন কেন ব্যর্থ হলো
✅ইউক্রেনীয় “স্কোডা মডেল” ড্রোনের সাফল্যের কারণ
✅যুদ্ধ ক্ষেত্রে সস্তা, স্থানীয় প্রযুক্তির জোয়ার
✅রাশিয়া-ইউক্রেন উভয়পক্ষের ড্রোন যুদ্ধের বাস্তবতা
✅ভবিষ্যতের যুদ্ধ কি “Mass Drone Production”-এর যুগে প্রবেশ করেছে?

আপনার মতামত কমেন্টে জানান?

আমি ভারতকে ভালবাসি আবার ফিলিস্তিনকেও ভালবাসি। এই হচ্ছে আমাদের নীতি নৈতিকতা।
29/10/2025

আমি ভারতকে ভালবাসি আবার ফিলিস্তিনকেও ভালবাসি। এই হচ্ছে আমাদের নীতি নৈতিকতা।

ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়তে জার্মানির ৩৭৭ বিলিয়ন ইউরোর পরিকল্পনাজার্মানি তাদের সেনাবাহিনী বুন্ডেসভেয়ারক...
28/10/2025

ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়তে জার্মানির ৩৭৭ বিলিয়ন ইউরোর পরিকল্পনা

জার্মানি তাদের সেনাবাহিনী বুন্ডেসভেয়ারকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে গড়তে ৩৭৭ বিলিয়ন ইউরো (প্রায় ৪০৫ বিলিয়ন ডলার) মূল্যের বিশাল সামরিক পরিকল্পনা ঘোষণা করেছে।

এই পরিকল্পনায় স্থল, আকাশ, সমুদ্র, সাইবার ও মহাকাশ—মোট পাঁচটি খাতে ৩২০টি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর বেশিরভাগ প্রকল্প পরিচালনা করবে জার্মান প্রতিরক্ষা কোম্পানিগুলো, যেমন—

- রাইনমেটাল (Rheinmetall): ৮৮ বিলিয়ন ইউরো।

- ডিল ডিফেন্স (Diehl Defence): ১৭ বিলিয়ন ইউরো।

👉 মূল প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:

৬৮৭টি Puma সাঁজোয়া যান,

৫৬১টি Skyranger আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা,

IRIS-T ক্ষেপণাস্ত্র, নতুন ড্রোন,

এবং ৯.৫ বিলিয়ন ইউরো ব্যয়ে একটি স্যাটেলাইট নেটওয়ার্ক।

পুরো বাজেটের মাত্র ৫% ব্যয় হবে মার্কিন অস্ত্র ব্যবস্থায়, যেমন F-35 যুদ্ধবিমান, Tomahawk ক্ষেপণাস্ত্র, ও P-8 সামুদ্রিক টহল বিমান।

ইয়েমেনের মরুভূমিতে শুরু হয়েছে এক নতুন ভূরাজনৈতিক যুদ্ধ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হাদরামাউতের নিয়ন্ত্রণ নিতে নেমেছে ...
27/10/2025

ইয়েমেনের মরুভূমিতে শুরু হয়েছে এক নতুন ভূরাজনৈতিক যুদ্ধ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হাদরামাউতের নিয়ন্ত্রণ নিতে নেমেছে মুখোমুখি প্রতিযোগিতায়।
তেলের রাজনীতি, বন্দরের কৌশল আর সামরিক প্রভাবের এই লড়াই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে উত্তপ্ত ইস্যু।

✅এই ভিডিওতে জানবেন—

✅কেন হাদরামাউত হয়ে উঠেছে সৌদি–আমিরাতের সংঘর্ষের কেন্দ্র?
✅HTA ও STC কিভাবে প্রক্সি বাহিনী হিসেবে কাজ করছে?
✅তেল, বন্দর ও আরব সাগর নিয়ে কূটনৈতিক খেলায় কার লাভ বেশি?
✅সৌদির “Soft Power” কৌশল ও আমিরাতের “Port Dominance Strategy” কতটা বিপজ্জনক?
✅হাদরামাউতের ভবিষ্যৎ—স্বাধীনতা নাকি বিভাজন?

আপনি কি মনে করেন হাদরামাউতের এই স্বায়ত্তশাসন সত্যিকারের স্বাধীনতার সূচনা,
নাকি এটি আরব দুনিয়ার আরেকটি দখলযুদ্ধের শুরু?

Address

Rājshāhi
5100

Alerts

Be the first to know and let us send you an email when টেক দুনিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টেক দুনিয়া:

Share

টেক দুনিয়া Story

টেক দুনিয়া একটি টেক বিষায়ক ভিডিও চ্যানেল। আপনাকে আমাদের চ্যানেল আমন্তণ। আমাদের যাত্রা শুরু হয় May 17, 2019 সালে । আমরা সাধারণত টেক দুনিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি। আমাদের উদ্দেশ্য আমরা টেক বিষায়ক ভিডিও বানিয়ে আমাদের দেশের বাংলা ভাষার মানুষদের নতুন নতুন তথ্য দিয়ে সাহায্য করব। এরই ধারাবাহিকতাই আমরা আজকের অবস্থায় এসেছি। আমরা সা্রা বিশ্বের সামরিকশক্তি বিষায়ক ভিভিও বানিয়ে থাকি। যেমন সামরিকশক্তি,মিসাইল,যুদ্ধ জাহাজ,যুদ্ধ বিমান,ট্যাংক, ড্রোন ইত্যাদি।এ ছাড়া আমরা সারা বিশ্বের আপডেট আর্ন্তজাতিক খরর প্রকাশ করি।

টেক দুনিয়ায় প্রকাশিত লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের মেইল করতে পারেন, পাশাপাশি আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলোও ফলো করতে পারেন

Instagram: https://instagram.com/techduniyabd