30/10/2025
আলহামদুলিল্লাহ ফর এভরিথিং
একটা গাড়ির সপ্ন আমার ছোটবেলা থেকেই ছিল।
আমি জানতাম,লেগে থাকলে সাফল্য আসবেই।
ঢাকা আসার পর থেকেই দিন রাত পরিশ্রম করেছি।
সব খরচের পর অল্প অল্প করে টাকা সঞ্চয় করেছি।
বাহিরে কোথাও হয়ত একটু ভালো কিছু খেতে ইচ্ছা করেছে,কিন্তু খাই নি।
টাকা জমিয়েছি।
সুন্দর একটা যায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল,কিন্তু যাই নি।
টাকা জমিয়েছি।
তিলে তিলে জমানো টাকা দিয়ে Gemini AI Paid Version কিনেছি।
ওরা ছবিটা বানিয়ে দিয়েছে।
লেগে থাকলে যে সাফল্য আসবেই এটা প্রমাণিত।