08/12/2025
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোছাঃ জিনিয়া জামান।
রবিবার সকালে যোগদানের মাধ্যমে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা রুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।
এর আগে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
#বারহাট্টা #নেত্রকোণা #নতুনইউএনও #জিনিয়া_জামান #উপজেলা_প্রশাসন #বাংলাদেশ_প্রশাসন