Rocky Bd Vlogs

Rocky Bd Vlogs Hi guys!
(2)

আমি Rocky Bd Vlogs এ বাংলাদেশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য, অনবদ্য গল্প ও মানুষের পাশে দাঁড়ানোর ছোট্ট প্রয়াস। ঘুরে বেড়ানো, সহায়তা, সামাজিক সচেতনতা এবং মনের কথা ও জীবনের গল্প শেয়ার করে এই যাত্রায় আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে চলছি। I am Rocky Hossain

আমাদের এই সুন্দর দেশটাতে ঘুরে বেড়ানোর জায়গার অভাব নেই, সেইসব সুন্দর জায়গা গুলোর কিছুটা আমি ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে নিয়ে বার বার দেখতে চাই।শুধু

তাই নয়, শেয়ার করতে চাই মনের কথা, এমনকি শুনতে চাই আপনাদের মনের কথা গুলোও। মটোভ্লগিং বাংলাদেশে একদমই নতুন, এখনো অধিকাংশ মানুষ জানেই না যে বাংলাদেশেও মটোভ্লগিং হচ্ছে।আপনাদের সাথে নিয়ে আমি তাদের কাছেও পৌঁছে যেতে চাই। সকল বন্ধুদের ঘুরে দেখাতে চাই ৬৮ হাজার গ্রাম বাংলার পথ-ঘাট। পিচ ঢালা থেকে শুরু করে গ্রাম্য মেঠোপথ পর্যন্ত।সকলে আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আশা করি প্রতিনিয়ত আপনাদের ভালো কিছু দিতে পারবো। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয় মানুষ গুলোকে।
ধন্যবাদ 💜
Subscribe Now:https:https://www.youtube.com/?sub_confirmation=1
Facebook Link: https://www.facebook.com/rockybdvlogs

নেটওয়ার্কবিহীন একটা জায়গা — নাম তার সুন্দরবন।🌿📵সেখানে শুধু প্রকৃতি আর নিরবতা কথা বলে...
21/06/2025

নেটওয়ার্কবিহীন একটা জায়গা — নাম তার সুন্দরবন।🌿📵
সেখানে শুধু প্রকৃতি আর নিরবতা কথা বলে...

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের ‘সুপ্রিম হাউস’ - এর কাছে হস্তান্তর করেছেন। ...
21/06/2025

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের ‘সুপ্রিম হাউস’ - এর কাছে হস্তান্তর করেছেন। যারা বুঝতে পারছেন না এর মানে কী নিচে বিস্তারিতভাবে বলা হলো:
প্রথমত: এটি কোনো প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নয়। এটি পূর্ণ ক্ষমতার হস্তান্তর। যার অর্থ হলো এখন বিপ্লবী গার্ড চাইলে পারমাণবিক সিদ্ধান্ত নিতে বা বড় ধরনের সামরিক হামলা চালাতে পারবে সর্বোচ্চ নেতার অনুমতি বা ধর্মীয় ফতোয়া ছাড়াই। এটি ইরানি শাসনব্যবস্থায় একটি বড় কৌশলগত পরিবর্তন।
দ্বিতীয়ত: এই সিদ্ধান্ত ভবিষ্যতের ‘খামেনি-পরবর্তী’ সময়ের জন্য প্রস্তুতির দিকে আলোকপাত করে। অর্থাৎ, যদি হঠাৎ করে খামেনির মৃত্যু বা হত্যা ঘটে তাহলে দেশ অচল হবে না। বিপ্লবী গার্ড নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে। ফলে কোনো ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না।
তৃতীয়ত: এর মানে হলো ইরান বর্তমানে “আধ্যাত্মিক সমর্থিত সামরিক শাসন” - এর মধ্যে প্রবেশ করছে। মানে অন্তত ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে। বিপ্লবী গার্ড এখন শুধু নিরাপত্তা ও সেনা বাহিনী নয়। তারা আপাতত শাসনক্ষমতার ভারও গ্রহণ করছে। এর ফলে ইসরায়েল, পারস্য উপসাগরীয় দেশসমূহ বা পারমাণবিক কর্মসূচি ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত হবে আরও কঠোর এবং আপসবিমুখ।
চতুর্থত: এই পদক্ষেপটি আপদকালীন সময়ের চাপের মধ্যে নেওয়া হয়েছে। মানে এটি স্পষ্ট যে সর্বোচ্চ নেতার জীবনের প্রতি সত্যিকারের হুমকি রয়েছে। তিনি এখন অতি সতর্ক৷ এটা সম্ভাব্য ‘সংস্কারপন্থীদের’ ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করতেও হতে পারে। যারা মূলত পশ্চিমা ব্যাকড।
পঞ্চমত: বর্হিবিশ্বের (বিশেষত ইসরায়েল ও আমেরিকার) প্রতি স্পষ্ট বার্তা - “গাইড” বা সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও ইরানের গতি থেমে থাকবে না। বরং সবচেয়ে কঠোরপন্থী শক্তির হাতে ক্ষমতা চলে যাবে।
ষষ্ঠত: এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে ইরানের যেকোনো সামরিক অভিযানের তাৎক্ষণিকতা, তৎপরতা আর শুধু প্রতিক্রিয়া হবে না। বরং এটি একটি পূর্ব পরিকল্পিত নীতির অংশ হয়ে উঠবে।
সপ্তমত: এখন ইরান একেবারে একটি “আধ্যাত্মিক-মাধ্যমে পরিচালিত সামরিক রাষ্ট্র”, যেখানে শাসকদের পোশাক খাকি, আবায়া নয় - অন্তত যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত।
মূল বিষয় হলো, ইরান ঝড়ের আগে নিজের কার্ডগুলো নতুনভাবে সাজাচ্ছে। গোটা অঞ্চলকে এই ঘটনার তাৎপর্য গভীরভাবে অনুধাবন করতে হবে। কারণ এর মাধ্যমে পশ্চিম এশিয়ার দাবার বোর্ডে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

Good Morning
21/06/2025

Good Morning

সময় থেমে থাকে না, স্মৃতিগুলোই সব থামিয়ে রাখে… 😌🕰️
20/06/2025

সময় থেমে থাকে না, স্মৃতিগুলোই সব থামিয়ে রাখে… 😌🕰️

Good Night
20/06/2025

Good Night

এরকম গ্রামের ভিতরে ঘুরে বেড়াতে আমার প্রচণ্ড ভালো লাগে।
20/06/2025

এরকম গ্রামের ভিতরে ঘুরে বেড়াতে আমার প্রচণ্ড ভালো লাগে।

ঢাকার ভিতরে এরকম সুন্দর নদী আছে কোথাই কে বলতে পারবেন??
20/06/2025

ঢাকার ভিতরে এরকম সুন্দর নদী আছে কোথাই কে বলতে পারবেন??

এরকম পরিবেশ আপনাকে আপনার সৃষ্টিকর্তার কথা মনে করিয়ে দেই❤️❤️।
20/06/2025

এরকম পরিবেশ আপনাকে আপনার সৃষ্টিকর্তার কথা মনে করিয়ে দেই❤️❤️।

বলেন তো এইটা কোন রোড?
20/06/2025

বলেন তো এইটা কোন রোড?

পরিবেশটা সুন্দর নাহ কমেন্ট করে জানান।
20/06/2025

পরিবেশটা সুন্দর নাহ কমেন্ট করে জানান।

এইটা কোন জাইগা বলেন তো??
20/06/2025

এইটা কোন জাইগা বলেন তো??

এরকম সুন্দর রাস্তাই ঘুরতে কার না ভালো লাগে বলুন।
20/06/2025

এরকম সুন্দর রাস্তাই ঘুরতে কার না ভালো লাগে বলুন।

Address

Joypur
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rocky Bd Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category