পাবনার সকল কৃষি পণ্যের পাইকারি বাজার

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • পাবনার সকল কৃষি পণ্যের পাইকারি বাজার

পাবনার সকল কৃষি পণ্যের  পাইকারি বাজার আমি ব্যবসায়ী না একজন সংবাদদাতা। প্রতিদিন বিভিন্ন ফসলের আপডেট পেতে পেজটিকে ফলো করুন।
(4)

এলসির ভয়ে আরো কমলো পেঁয়াজের বাজার। গতকালের থেকে প্রতিমণে ৩০০-৪০০ টাকা নাই। 😭😭😭
15/08/2025

এলসির ভয়ে আরো কমলো পেঁয়াজের বাজার। গতকালের থেকে প্রতিমণে ৩০০-৪০০ টাকা নাই। 😭😭😭

খুব টেনশন এবং চিন্তার মধ্যে আছে পেঁয়াজ চাষি ভাইয়েরা। এই মুহূর্তে এলসি পেঁয়াজ  ঢুকলে চরম আকারে মার খাবে তারা। এলসি পেঁয়াজ...
14/08/2025

খুব টেনশন এবং চিন্তার মধ্যে আছে পেঁয়াজ চাষি ভাইয়েরা। এই মুহূর্তে এলসি পেঁয়াজ ঢুকলে চরম আকারে মার খাবে তারা। এলসি পেঁয়াজের কি খবর সঠিক তথ্য জানা আছে কারো? #পেঁয়াজ

14/08/2025

গেরকার বিলে সোনালী আঁশ পাট ধোয়ায় ব্যস্ত! ১৪/০৮/২০২৫ #পাট #ধোয়া #চাষাবাদ

পেঁয়াজের বাজার জোয়ারে এসে ভাটায় চলে যাচ্ছে। অনেক কৃষকের চিন্তা এবং টেনশনে প্রেসার বেড়ে যাচ্ছে। কৃষক ভাইয়েরা টেনশন করবেন ...
14/08/2025

পেঁয়াজের বাজার জোয়ারে এসে ভাটায় চলে যাচ্ছে। অনেক কৃষকের চিন্তা এবং টেনশনে প্রেসার বেড়ে যাচ্ছে। কৃষক ভাইয়েরা টেনশন করবেন না হতাশ হবেন না। ইনশাআল্লাহ আবার বাড়বে পেঁয়াজের দাম। আজ ১৪ আগস্ট রোজ বৃহস্পতিবার। পাবনার পুষ্পপাড়া এবং সাঁথিয়ার বোয়ালমারী হাট। ৪১ কেজিতে মণ
(১) প্রতিমণ পেঁয়াজ ২৪০০-২৮০০ দুই একটা ২৯০০ টাকা।
(২) প্রতিমণ রসুন ২২০০-৩৫০০ টাকা।
(৩) প্রতিমণ গুটি পেঁয়াজ ২৩০০-২৭০০ টাকা। (৪) প্রতিমণ কিংস ২৪০০-২৭০০-২৮০০ টাকা।

বি:দ্র: আপনার এলাকায় আজকে পেঁয়াজ এবং রসুনের বাজার কেমন চলছে?

আরো কমলো পেঁয়াজের বাজার। ১৪ আগস্ট রোজ বৃহস্পতিবার। পাবনার পুষ্পপাড়া এবং সাঁথিয়ার বোয়ালমারী হাট। গতকালের থেকে প্রতিমণে ১০...
14/08/2025

আরো কমলো পেঁয়াজের বাজার। ১৪ আগস্ট রোজ বৃহস্পতিবার। পাবনার পুষ্পপাড়া এবং সাঁথিয়ার বোয়ালমারী হাট। গতকালের থেকে প্রতিমণে ১০০-১৫০ নাই। কৃষক হতাশ।

কৃষকের দুঃসময়ে যারা তাদের পাশে থাকে না তাদের পক্ষে কথা বলে না কৃষকদের সুময়ে তাদের কৃষকদের বিপক্ষে কথা বলার অধিকার নাই।ব...
13/08/2025

কৃষকের দুঃসময়ে যারা তাদের পাশে থাকে না তাদের পক্ষে কথা বলে না কৃষকদের সুময়ে তাদের কৃষকদের বিপক্ষে কথা বলার অধিকার নাই।বর্তমান আলু চাষিদের অবস্থা দেখুন এই নিয়ে কারো কোন কথা নাই। আর পেঁয়াজের বাজার কিছুদিন আগে একেবারেই কম ছিল কৃষকদের লস হচ্ছিল তখন কেউ কিছুই বলে না, এখন কিছুটা দাম বাড়ায় কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশে বর্তমান গুজব লীগের উৎপাত বেড়েছে। ফেসবুকে ঢুকলেই দেখা যায় গুজব লীগের খেলা। তাই কৃষক ভাইয়েরা আপনারা এইসব গুজবে কান দিবেন না। বর্তমান সময়ে পেঁয়াজ নিয়ে শুরু হয়েছে গুজব। আপাতত দেশে এলসি পেঁয়াজ ঢুকসে না, ঢুকলেও আরো দেরি আছে। তাই আপনারা আপনাদের মুল্যবান ফসল বুঝে শুনে বিক্রি করবেন। কৃষক হলো বাংলাদেশের প্রান। কৃষকদেরকে ছাড়া এ দেশ উন্নয়ন সম্ভব না।

13/08/2025

পাবনায় খুচরা বাজারে আরো বাড়তি পেঁয়াজ রসুনের দাম! #পেঁয়াজ #রসুন #পাবনা

রাতে হঠাৎ পরিবর্তন হলো পেঁয়াজ রসুনের বাজার। কিছুটা কমে আসলো দাম। হাটে পেঁয়াজ রসুনের আমদানি মোটামুটি। আজ ১৩ আগস্ট রোজ বুধ...
13/08/2025

রাতে হঠাৎ পরিবর্তন হলো পেঁয়াজ রসুনের বাজার। কিছুটা কমে আসলো দাম। হাটে পেঁয়াজ রসুনের আমদানি মোটামুটি। আজ ১৩ আগস্ট রোজ বুধবার। পাবনার আতাইকুলা হাট। ৪১ কেজিতে মণ
(১) প্রতিমণ পেঁয়াজ ২৫০০-২৯০০-৩০০০ টাকা। বাজার সকালের দিকে বেশি ছিল।
(২) প্রতিমণ রসুন ২২০০-৩৫০০ টাকা।
(৩) প্রতিমণ গুটি পেঁয়াজ ২৪০০-২৭০০ টাকা।
(৪) প্রতিমণ কিংস পেঁয়াজ ২৫০০-২৮০০+ টাকা।
বি:দ্র: আপনার এলাকায় আজকে পেঁয়াজ এবং রসুনের বাজার কেমন চলছে?

সর্বনাশ পেঁয়াজের বাজার। ১৩ আগস্ট রোজ বুধবার পাবনার আতাইকুলা হাট। গতকালের থেকে প্রতিমণে ১০০-১৫০ টাকা নাই।
13/08/2025

সর্বনাশ পেঁয়াজের বাজার। ১৩ আগস্ট রোজ বুধবার পাবনার আতাইকুলা হাট। গতকালের থেকে প্রতিমণে ১০০-১৫০ টাকা নাই।

১২ আগস্ট পেঁয়াজের আজকের বাজার ৩২১৫ টাকা প্রতিমণ। এই বছর পেঁয়াজের ভাল দাম পেলে চাষাবাদ এবং উৎপাদন আরো বাড়ানো সম্ভব হবে এম...
12/08/2025

১২ আগস্ট পেঁয়াজের আজকের বাজার ৩২১৫ টাকা প্রতিমণ। এই বছর পেঁয়াজের ভাল দাম পেলে চাষাবাদ এবং উৎপাদন আরো বাড়ানো সম্ভব হবে এমনটাই বলছে কৃষক ভাইয়েরা । কারণ বাংলাদেশের অধিকাংশ কৃষকই গরীব টাকার অভাবে পেঁয়াজের পরিচর্যা ও যত্ন নিতে পারে না। এতে চাষাবাদ ও উৎপাদন ও কমে যায়। বর্তমান, সার,বিষ,ভিটামিন,কামলা,পানি সেচ, জমির খাজনা সব কিছুরই দাম বেশি। তাই আগামীতে চাষাবাদ এবং উৎপাদন বাড়ানোর জন্য পেঁয়াজের বাজার আরো বাড়ার দরকার বলে জানিয়েছেন পেঁয়াজ চাষি ভাইয়েরা।
বি:দ্র,: এই মুহূর্তে এলসি দিলে, মরবে কৃষক তিলে তিলে, কেউবা যাবে রসাতলে। কৃষক বাঁচলে বাঁঁচবে দেশ গড়বে সোনার বাংলাদেশ।

12/08/2025

আরো বাড়তি পেঁয়াজ রসুনের বাজার। ১২/০০৮/২০২৫, পাবনার বনগ্রাম হাট। #পেঁয়াজ #রসুন #পাবনা

হটাৎ বাড়তি পেঁয়াজের বাজার। কিছুটা বাড়লো দাম। প্রতিদিন প্রতি ঘন্টায় পরিবর্তন হচ্ছে পেঁয়াজ রসুনের বাজার। এরকম বাজারে কৃষকর...
12/08/2025

হটাৎ বাড়তি পেঁয়াজের বাজার। কিছুটা বাড়লো দাম। প্রতিদিন প্রতি ঘন্টায় পরিবর্তন হচ্ছে পেঁয়াজ রসুনের বাজার। এরকম বাজারে কৃষকরা মোটামুটি খুশি। আজ ১২ আগস্ট রোজ মঙ্গলবার। পাবনার বনগ্রাম এবং হাজির হাট।
প্রতিমণ পেঁয়াজ ৪১ কেজি মণ
(১) প্রতিমণ পেঁয়াজ ২৭০০-৩১৫০ +টাকা।
(২)প্রতিমণ রসুন ২২০০-৩৮০০ টাকা।
(৩) প্রতিমণ গুটি পেঁয়াজ ২৪০০-২৮০০ টাকা।
(৪) প্রতিমণ কিংস পেঁয়াজ ২৭০০-৩১০০ টাকা।

বি:দ্র: আপনার এলাকায় পেঁয়াজ এবং রসুনের বাজার কেমন চলছে?
#পেঁয়াজ #রসুন #পাবনা

Address

Ataikula
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when পাবনার সকল কৃষি পণ্যের পাইকারি বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category