KUNA News

KUNA News কানযুল উলূম নূরানী একাডেমী ও বালিকা মাদ্রাসা

05/07/2025

🕌 প্রতিষ্ঠানের প্রতিবেশী এলাকাবাসীর প্রতি সৌজন্যমূলক অনুরোধ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমাদের প্রিয় এলাকা হাটখোলা বাজার সংলগ্ন শ্রীমন্তপুরে অবস্থিত
"কানজুল উলূম নূরানী একাডেমী ও বালিকা মাদ্রাসা"
সন ২০২১ ইং থেকে ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিশু-কিশোরদের দীনি ও দুনিয়াবি শিক্ষায় আলোকিত করার লক্ষ্যে সেবা প্রদান করে যাচ্ছে।

---

🟢 প্রতিবেশী এলাকাবাসীর প্রতি আমাদের বিনীত অনুরোধ:

✅ মাদ্রাসার পরিবেশ যেন সবসময় শান্তিপূর্ণ ও ইবাদত উপযোগী থাকে, সে বিষয়ে সহযোগিতা করুন।
✅ মাদ্রাসার চারপাশে অযথা শব্দ, গান-বাজনা, উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার থেকে বিরত থাকুন।
✅ প্রতিষ্ঠানের আশপাশে পলিথিন, ময়লা, সিগারেটের প্যাকেট বা অপবিত্র বস্তু ফেলা থেকে বিরত থাকুন।
✅ মাদ্রাসার ছাত্রছাত্রীদের চলাফেরায় শিষ্টাচারপূর্ণ ব্যবহার ও সহানুভূতি প্রদর্শন করুন।
✅ এলাকাবাসীর কোনো পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে আমরা সদা প্রস্তুত।

---

❤️ আপনার সহযোগিতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়তে সহায়ক হবে ইনশাআল্লাহ।

📞 যোগাযোগ: ০১৭৫৬৯৭২৮৮১
🕌 কানজুল উলূম নূরানী একাডেমী ও বালিকা মাদ্রাসা
হাটখোলা বাজার, ধরঞ্জী ইউনিয়ন, পাঁচবিবি, জয়পুরহাট

📘 অভিভাবকদের জন্য দিকনির্দেশনা (ছুটির সময়)কানজুল উলূম নূরানী একাডেমী ও বালিকা মাদ্রাসা🔹 ১. নিয়মিত কুরআন তিলাওয়াতের অভ্...
05/07/2025

📘 অভিভাবকদের জন্য দিকনির্দেশনা (ছুটির সময়)

কানজুল উলূম নূরানী একাডেমী ও বালিকা মাদ্রাসা

🔹 ১. নিয়মিত কুরআন তিলাওয়াতের অভ্যাস করান
– প্রতিদিন নির্দিষ্ট সময়ে কুরআন পড়ার সময় নির্ধারণ করুন।
– যারা হিফজ করে বা নাজেরা পড়ে, তাদের পুরানো অংশ দেখভাল করুন।

🔹 ২. নামাজ আদায়ে গুরুত্ব দিন
– ঘরে জামাতে নামাজ পড়ার ব্যবস্থা করুন (বিশেষ করে পিতা ও ভাইয়েরা)।
– ছোট শিশুদের সাথে নিয়ে নামাজ পড়তে উৎসাহ দিন।

🔹 ৩. হোমওয়ার্ক ও পাঠ পুনরাবৃত্তি
– ছুটির সময় দেওয়া হোমওয়ার্ক এবং ক্লাসের পুরানো পাঠ প্রতিদিন দেখুন।
– প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট পড়ালেখার পরিবেশ দিন।

🔹 ৪. ইসলামিক আদব ও আচরণ শেখান
– সালাম দেওয়া, খাওয়ার দোয়া, ঘুমের দোয়া, বাথরুমের দোয়া ইত্যাদি শিখান ও অভ্যাস করান।
– মিথ্যা বলা, ঝগড়া করা, গালিগালাজ—এইগুলো থেকে সতর্ক রাখুন।

🔹 ৫. মোবাইল-টিভি থেকে দূরে রাখুন
– অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার বা টিভি দেখা থেকে বিরত রাখুন।
– ভালো ইসলামিক ভিডিও বা অডিও শুনাতে পারেন নির্ধারিত সময়ের জন্য।

🔹 ৬. ঘরোয়া দ্বীনি পরিবেশ বজায় রাখুন
– প্রতিদিন ঘরে একবার কুরআন/হাদীস আলোচনা করতে পারেন।
– “ফজায়েলে আমল”, “রিয়াদুস সালেহীন” ইত্যাদি বই পড়ে শোনান।

🔹 ৭. ছুটি শেষে পুনরায় প্রস্তুত রাখুন
– নির্ধারিত তারিখ অনুযায়ী ছাত্র/ছাত্রীদের প্রস্তুত রাখুন।
– ইউনিফর্ম, বই-খাতা, ক্লাস রুটিন আগে থেকেই গুছিয়ে রাখুন।

---

📌 ছুটির সময় সন্তানরা যেন আলসেমি, অযথা সময় নষ্ট বা খারাপ সঙ্গের শিকার না হয়—তা দেখভাল করা অভিভাবকদের অন্যতম দায়িত্ব।

📞 কোনো প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৭৫৬৯৭২৮৮১

05/07/2025

📢 বিজ্ঞপ্তি
🕌 কানজুল উলুম নূরানী একাডেমী ও বালিকা মাদ্রাসা
🏫 হাটখোলা বাজার, ধরঞ্জী ইউনিয়ন, পাঁচবিবি, জয়পুরহাট

🕋 আশুরা উপলক্ষে ছুটি ঘোষণা

পবিত্র ১০ই মুহাররম (আশুরা) উপলক্ষে আমাদের মাদ্রাসা [06-07-2025] (রবিবার) এক দিনের জন্য বন্ধ থাকবে।
এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি দিন।

🔹 শিক্ষার্থীদেরকে এ দিনে রোজা রাখা, নফল ইবাদত ও দোয়ার প্রতি যত্নবান হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

📅 ইনশাআল্লাহ, পরবর্তী দিন [07-07-2025] রোজ সোমবার থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

🖋️ মাওলানা: আশরাফুল আলম
মুহতামিম
কানজুল উলুম নূরানী একাডেমী ও বালিকা মাদ্রাসা

27/04/2025
24/04/2025

আপনার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করতে পারে

দোয়ার দরখাস্ত,,,
23/04/2025

দোয়ার দরখাস্ত,,,

২০২৫ ইং নতুন শিক্ষাবর্ষে ১ম সাময়িক পরিক্ষা  শুরু ২৩-০৪-২০২৫ইং
23/04/2025

২০২৫ ইং নতুন শিক্ষাবর্ষে ১ম সাময়িক পরিক্ষা শুরু ২৩-০৪-২০২৫ইং

12/11/2024

ভর্তি চলছে,, ভর্তি চলছে

২০২৫ ইং শিক্ষা বর্ষে ভর্তি চলছে,
কানযুল উলূম নূরানী একাডেমী ও বালিকা মাদ্রাসা
হাটখোলা বাজার,ধরন্জী, পাঁচবিবি,জয়পুরহাট।
যোগাযোগ, ০১৭৫৭৯৭২৮৮১/০১৯৮৯০৭৭৩৭৪

সকলের মতামত জানতে চাই
25/02/2024

সকলের মতামত জানতে চাই

দোয়ার দরখাস্ত
24/02/2024

দোয়ার দরখাস্ত

Address

Joypur
Rājshāhi

Telephone

+8801989077374

Website

Alerts

Be the first to know and let us send you an email when KUNA News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KUNA News:

Share