Moral of the Story

Moral of the Story Moral of the story..

18/11/2024

এমন কাউকে ভালোবাসেন যে মানুষটা একদিন আপনাকে ভালোবাসেন আর চারদিন আপনাকে মানসিক কষ্ট দিয়ে থাকেন । এই লোক গুলোকে নার্সিসিষ্ট পার্সোনালিটির লোক বলতে পারেন ।কারন এরা ভয়ংকর ভাবে আপনাকে তার মাইন্ড গেইমের কন্টেইন্ট বানিয়ে নিজের মনের সেটিসফেকশন নিবে।

নার্সিসিষ্ট লোক জনের বৈশিষ্ট‍্য লোকজনের সামনেঃ প্রথম দেখায় বুঝতে পারবেন ভয়ংকর চার্মিং টাইপ । গুছিয়ে কথা বলে ।সে আপনাকে তার কথায় মোহিত করতে পারবে । স্মার্ট , আপনার কথা বুঝতে সক্ষম । আলাদা আলাদা বিচার করলে বুঝতে পারবেন সে , বুদ্ধিমত্তায় অসাধারন । কোন রকম এফোর্ট ছাড়াই সে সবার মন জয় করতে সক্ষম হয়ে থাকেন ।

নার্সিসিষ্ট ব‍্যাক্তিত্ব প্রাইভেট ভাবেঃ সে হলো ভয়ংকর এক ম‍্যানুপূলেটর । আপনার ভাবনা গুলোকে সে পরিবর্তন করে নিজের ভাবনা প্রতিষ্ঠিত করবে।যখন আপনি তার সত্যিকার রং দেখতে পারবেন তখন দেখবেন সে সম্পূর্ন অন‍্য মানুষ । যার কথার সাথে তার কাজে মিল নেই ।সে হার্টলেস এবং নিষ্ঠুর হয়ে থাকে নিজের স্বার্থ ও মতামতের ক্ষেত্রে । তার নিজের ইচ্ছা প্রতিষ্ঠা করতে কেবল তার চার্ম ব‍্যবহার করবে। এবং যা কিছুই ঘটুক না কেন , সে নিজের স্বার্থটা বুঝবে । আপনার কাকুতি ,মিনতি ,কান্না বোঝার তার সময় থাকবে না।সে ভিতরে ভিতরে রিগ্রেটহীন ভয়ংকর মনষ্টার ।

বড় বড় মনোবিদদের মতে ,একজন নার্সিসিষ্টকে যদি তুমি এ‍্যানালাইসিস করতে যাও , প্রথমে তুমি দেখবে তার ডুয়েল পার্সোনালিটি । একেবারে কোন ফেমাস লেখকের তৈরী করা চরিত্রের মতন । তার দুইটি জীবন উপভোগ করে । তার মুড ও প্রয়োজন অনুযায়ী সে তার পার্সোনালীটি মানুষের সামনে লজ্জাহীন ভাবে দেখিয়ে থাকে ।সে তার প্রাইভেট জীবন ও লোকদের দেখানো জীবন সম্পূর্ন আলাদা রাখে।

লোকজনের সামনে সে আবেগী , দয়ালু , মানবতার ফেরী ওয়ালা ,পরোপকারী , সাহায‍্যকারী , ভয়ংকর সৎ ও ভালো মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করে।
আর দরজার ভিতরে সে একজন মনষ্টার । তার তীব্র খারাপ দিক সে তার প্রিয় কোন মানুষকে দেখিয়ে থাকে যে বা যারা তার ক্লোজ থাকে । সে তার হাফ ও খারাপ দিকটা সেইফ রাখে তার জন‍্য যাকে সে মানসিক ভাবে নিজের খেলনা ভাবে।

নার্সিসিষ্টদের প্রিয় মাইন্ড গেইমের স্বীকার যারা হইছেন তাদের বলবো, কখনো এতটাই বোকা হবেন না তাদের পাবলিকের সামনে পার্সোনালি দেখে । যখন তার ক্লোজ হবেন তার কথার কিংবা তার ইচ্ছার বিরুদ্ধে দাড়ালেই বুঝতে পারবেন তার আসল রুপটা কি ? সে আপনাকে প্রয়োজনে ব‍্যবহার করবে ।ভালোবাসা কিংবা প্রেমের নাম দিয়ে ভয়ংকর মাইন্ড গেইম খেলবে । আপনাকে তার ইচ্ছা মতন ব‍্যবহার করবে । আপনার ইচ্ছায় কিছুই হবে না। মনে চাইলে আপনাকে যখন তখন তার জীবন থেকে বিদায় করে দিবে যদি তার পাবলিক ইমেজের কোন ক্ষতি হয় ।

মনোবিদদের মতে নার্সিসিষ্টরা নিজের প্রতি অবসেস থাকে , তারা মনে করে তারাই রাইট দুনিয়ার সব লোকজনের চিন্তা ভুল ।আর ক্লোজ কেউ হলে তাকে ও তার মুড অনযায়ী ট্রিট করবে । তারা কখনোই পরিবর্তন হয় না।
#সংগৃীত
- #মায়া #ভালবাসার_গল্প #ভাইরাল #ভালোবাসা #অবহেলা #অভিনয় #অনুধাবন #মায়াবিনী #মায়াবি #কষ্টের #কষ্টেরগান #মন #ব্রেকআপ #কষ্টেরজীবন #হৃদয় #হ্যাশট্যাগ #হৃদয়ের_অনুভূতি #দুঃখের_কথা
#দুঃখেরগান #দুঃখের_স্ট্যাটাস_ভিডিও #দুঃখের_গল্প #দুঃখের_সাইরি

16/11/2024

পুরুষদের বলছি বাবা মা ভাই বোন আত্নীয় স্বজন বন্ধু বান্ধবী এদের খুশি রাখার জন্য আপনি কি আপনার স্ত্রীকে আঘাত করছেন,,

তাহলে পোস্টটি পড়ুন,,,

বাবা মা বিয়ের পরে এদের ভরসা করা একেবারেই উচিৎ নয়,কারন তারাই তখন আপনার প্রতি নির্ভরশীল,,
ছেলে হিসেবে আপনার উচিৎ তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা,,

তার মানে এটা নয় যে স্ত্রীর সুখটা কেরে এনে আপনি তাদের দিবেন,,

বাবা মায়ের টা বাবা মাকে দিন আর স্ত্রীর টা স্ত্রীকে দিন,, উভয়কে সমান ভাবেই সুখি করুন,,,

এরপরে আসি ভাইয়ের কাছে,,

ভাই - ভাই যতই ভাব ভালোবাসা থাকুক না কেন,, স্বার্থে আঘাত লাগলে প্রানের ভাইও আপনাকে চিনবে না,, নিজের সংসার সন্তান হলে সে আপনার মতো ভাইকে সেকেন্ডের মধ্যে ভুলে যাবে,,,
তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলে আমি আমার বউ বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবো,,একসাথে থেকে আমায় এই সংসারে বেশি টাকা দিতে হয়,,,

আর সবচেয়ে বড় পয়েন্ট এখানেই,,

ভাই- যতই র*ক্তের সম্পর্কের হোক না কেন,,
তার ভালোবাসা কতটা খাটি সেটা বুঝতে পারবেন যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে,,

আপনার ভাবে ১ ইঞ্চি বেশি আসলেই বুঝে যাবেন ভাই কতটা আপন,,,

এবার আসি বোনের কাছে,,

বোন সেতো বিয়ে দিলেই পরের বাড়ির বউমা,,
তাই তার কাছে আশা করা বোকামি যে সে সারাজীবন পাশে থাকবে,, তবে বোনের সাথে সম্পর্ক টিকে যায় শেষ অব্দি,,,

আত্নীয়স্বজন ,,,,

এরা তখনই আপনাকে সরন করবে যখন আপনার ম্যানিব্যাগটা ভর্তি থাকবে,, বা যখন আপনাকে তাদের খুব প্রয়োজন হবে,,

বন্ধু বান্ধবী,,,

যতদিন ট্রিট নামক ভালোবাসা ঢেলে দিবেন ততদিন তারা আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে,,,

রইলো বাকি স্ত্রী,,

আপনি তাকে সম্পূর্ণ উজার করে ভালোবাসা ঢেলে দিন,, কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না,,
তাকে শুধু বুঝান আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ,,,

তার মুখের হাসির কারন হউন,,,
দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অব্দি থেকে যাবে,,,,

তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনোই আঘাত করবেন না,,
বার বার বুঝাবেন না সে পরের বাড়ির মেয়ে,,,

তাকে বুঝান সব তোমার - এমনকি আমিও তোমার,,,

আজকাল বেশিরভাগ স্ত্রী স্বামীর ভালোবাসা যত্ন সম্মান সাপোর্ট,, এগুলো পায়না দেখেই বিচ্ছেদের সংখ্যা অন্যতম,,,

তাই অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হউন আর সেটাও হউন নিজের স্ত্রীর জন্য,,,

যেন আপনার স্ত্রী সবার সামনে আপনাকে নিয়ে অহংকার করতে পারে,!"""!!
(সংগৃহীত)

゚viralシ ゚ ゚

মানুষ বইয়ের মতো হলে ভালো হতো । প্রিয় বই যেমন সম্পূর্ণ পড়ার পরই আমাদের প্রিয় হয় । কিন্তু মানুষের ক্ষেত্রে খুব কাছে গি...
19/10/2024

মানুষ বইয়ের মতো হলে ভালো হতো । প্রিয় বই যেমন সম্পূর্ণ পড়ার পরই আমাদের প্রিয় হয় । কিন্তু মানুষের ক্ষেত্রে খুব কাছে গিয়েও আমরা মানুষ পড়তে পারি না । কেননা মানুষ বইয়ের মতো উন্মুক্ত না । নিজের কিছু পৃষ্ঠা লুকিয়ে রাখার ক্ষমতা থাকে মানুষের । অথচ আমরা সম্পূর্ণ পড়েছি ভেবেই প্রিয় বইয়ের মতো মানুষটিকেও প্রিয় ভেবে ফেলি । পরে লুক্কায়িত পৃষ্ঠা সামনে এলে তা আর নিতে পারি না ।

এজন্য মানুষ বাদ দিয়ে বই কাছে টেনে নেয়া উত্তম ।

19/10/2024

মানুষের জীবনে মুভি দারুণ প্রভাব ফেলে। মুভি আপনাকে হাসাবে, কাঁদাবে,
আ ত্ম হ ত্যা থেকে ফিরিয়ে আনবে, নতুন করে📍

✅ আত্মহত্যা করতে ইচ্ছে করছে? আপনার জন্য..
Its a wonderful life
Shawshank Redemption
Life is Beautiful

✅ জীবনসঙ্গী খুজতে চান? আপনি দেখুন..
Midnight in Paris
Mucise
Vivah

✅ মনকে আবিস্কার করতে চান? দেখুন
তিতলী
বাড়িওয়ালী
অপরিচিত
Raincoat

✅ জীবনে হারতে হারতে ক্লান্ত? দেখুন...
Revenant
Fall
Survival Family

✅ ভাংচুর প্রেমে পড়তে ইচ্ছে করছে? দেখুন-
Dilwale Dulhaniya Le jayenge
Mohabbatein
Before Sunrise
The Notebook

✅ স্কুল/কলেজ/ভার্সিটি লাইফ মিস করছেন? দেখুন...
96
Three Idiots
Chichoree

✅ তুমুল প্রতিশোধপরায়ন মুভি দেখতে চান? দেখুন...
No Mercy
City of God
Orphan (সাইকো থ্রিলার)

✅ ব্যক্তিত্ব কাকে বলে জানতে চান? দেখুন...
অগ্নীশ্বর

✅ আপনি মেডিকেল প্রফেশনাল হলে দেখুন-
সাগরিকা
সপ্তপদী
অগ্নীশ্বর

✅ শিক্ষকতা ভাল লাগলে দেখুন...
Dead Poet Society
Madam Gita Rani
Tare Zamin par

✅ মুভির কল্পনায় হারিয়ে যেতে ইচ্ছে করছে? দেখুন..
Apocalypto
Perfume

✅ আপনার বিদ্রোহ মন যুদ্ধ সংঘাত পছন্দ করে? দেখুন...
Braveheart
Troy
KGF

✅ টাইম ট্রাভেলে (ব্যাকওয়ার্ড) হারিয়ে যেতে চান? দেখুন...
Casablanca
Lagaan

✅ আপনি চেইন অব কমান্ড পছন্দ করেন? দেখুন...
Down*fall

✅ পোষাপ্রাণী পছন্দ করেন? আপনার জন্য..
Hachi
Charlie 777

✅ রাতে ঝড় বৃষ্টি হচ্ছে, ভয়ের ফিল নিতে চান? দেখুন...
Woh Kaun Thi

✅ এনিমেশন ভাল লাগে? দেখুন...
Coco
Finding Nimo
Up

✅ মুসলিম কালচার মুভি দেখতে চাইলে...
Children of Heaven
The messege
Baren

✅ ২য় বি*শ্ব*যু*দ্ধ নিয়ে মুভি দেখতে চাইলে..
The Pianist
Parl Harbour
Down*fall

✅ বাংলা ভাল সিনেমা নাই মনে হলে, দেখুন...
সীমানা পেরিয়ে
সূর্যকন্যা
মেঘের অনেক রঙ
আয়নাবাজি

13/10/2024

কোরআনের সূরা আয যূমার আয়াত -৫৩ এবং সূরা হিজর আয়াত -৪৯ সমূহের তাফসির হলো এই -

আল্লাহ বলেছেন - " তুমি আমার কাছে থেকে দূরে চলে যাও, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছো আমি রেগে আছি তোমার উপর??? নাহ ! আমি আল্লাহ । আমি কথায় কথায় রাগ করি না। আমি তোমার সাথেই থাকি সবসময় কারণ আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে। তুমি বার বার, হাজার বার, লক্ষ বার পথভ্রষ্ট হবে কিন্তু আমি তোমাকে লক্ষ বার সুযোগ দিব আমার কাছে ফিরে আসবার। তোমার সমস্ত জীবনটাই সুযোগ। আমি অপেক্ষা করে। আসি তোমার জন্য, আমার কাছে ফিরার। তুমি লক্ষ বার ভুল করে মাফ চাইবে, আমি লক্ষ বার তোমাকে মাফ করবো, সুযোগ দিব। আমি আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা।"❤️😭

#ইসলামেরকথা #ইসলামিক #ইসলামেরআলো

09/10/2024

সন্তান জন্মের পর আমাদের দেশের বেশীরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে। ২ জন বা ৩ জন বাচ্চা হলে তো কথাই নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাইবোনের মতো। বাচ্চার পিছনে দৌড়ে দৌড়ে, সংসারের কাজ করে করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মুড আর থাকেনা। সম্পর্কে শুরু হয় তিক্ততা। এদিকে দেশীয় কালচারে বাচ্চা নিয়ে ঘুমানো প্রায় সব পরিবারেই দেখা যায়। বাচ্চার বয়স ৫/৬/৭, কিন্তু মা বাবার সাথে শোয়। যেখানে আড়াই বা তিন হলেই বাচ্চাকে আলাদা করে দেয়া উচিত। কারন এরপর বাচ্চারা বুঝতে পারে অনেককিছুই। রাতে ঘুম ভেংগে সে মা-বাবাকে অপ্রস্তুত অবস্থায় দেখলে তার মনে যেমন প্রশ্নের উদ্রেক হবে, তেমনি উল্টোদিকে বাচ্চার সাথে একসাথে শোবার কারনে দাম্পত্যে বিঘ্ন তৈরি হয়।

বাচ্চার বয়স আড়াই বা তিন হলেই তাকে আলাদা করে দিন। বাচ্চা কিন্তু কষ্ট পাবেনা, কষ্ট পাবেন আপনি, বাচ্চা দূরে সরে যাবে মনে হবে। কিন্তু না, আসলে বাচ্চা দূরে সরে যায়না। এটা বাচ্চার ভালোর জন্য, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য অত্যাবশ্যকীয়। বাচ্চার জন্য আলাদা বিছানা রেডি করুন। ওর রুমটাকে ওর পছন্দ মতো সাজিয়ে দিন। রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ওকে ঘুম পাড়ান। ঘুমিয়ে গেলে চলে আসুন আপনার রুমে। ও আপনার অনুপস্থিতি টেরও পাবেনা। রাতে ও উঠতে পারে এই ভয় থাকলে একটা বেবি মনিটর কিনে নিন, দাম বেশি নয়। ওর মাথার কাছে মনিটর রেখে রিসিভার আপনার নিজের বালিশের কাছে রাখুন। রাতে উঠলে আপনি সাথে সাথে টের পাবেন, যেমনটা পেতেন আপনার সাথে ঘুমালে। আপনি তো জানেনই সকালে কখন উঠে। তার একটু আগে গিয়ে ওর সাথে শোবেন। ও ঘুম হতে উঠেও আপনাকে পাবে। রাতে যে আপনি ছিলেন না, তা ও বুঝবেইনা।

দ্বিতীয় সন্তান হলে বেশীরভাগ মায়েরা প্রথম সন্তানকে অবহেলা শুরু করে। সব আদর যেন ছোটজনের জন্য, অথচ সে আদরের কিছুই বোঝেনা। আর যে বোঝে সেই বড়জনকে কথায় কথায় ডাক দেয়া, বকা দেয়া চলতে থাকে। মা/ রে*র কথা তো বাদই দিলাম। স্বাভাবিকভাবেই তার মনে ছোট বাচ্চাটার প্রতি বি- দ্বেষ সৃষ্টি হয়। ভাবে, ও না থাকলেই ভালো হতো, মা আদর করতো। অথচ মায়ের উচিত এই সময়ে বড়জনকে বেশি করে সময় দেয়া, আদর করা। বড়জনকে বোঝানো তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। আপনি আর আপনার স্বামী দুজনেরই দায়িত্ব এটা।

দু বাচ্চার মাঝে তুলনা করবেন না। কারন তারা দুজনই সম্পুর্ন আলাদা মানুষ। দুই বাচ্চার জন্য আলাদা নিয়ম বানাবেন না। একজনকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন, আরেকজনকে বলবেন খাওয়ার সময় নো ডিভাইস, তাহলে তো হবেনা। দুজনের বেডটাইম যেন এক হয়। কোনো জিনিস কিনলে একজনের জন্য নয়, দুজনের জন্যই কিনবেন।

ছোটটির বয়স যখন আড়াই হবে তখন ওকেও আলাদা করে দিন, বড়জনের সাথে। দুজন একসাথে ঘুমুবে বা একই রুমে দুটো বিছানায়।

দিনে এক হতে দেড়ঘন্টা আলাদা করে রাখুন যখন পরিবারের সবাই মিলে সময় কাটাবেন। হাসি আনন্দ করবেন। বাচ্চাদের সাথে স্বামী স্ত্রী একসাথে খেলবেন। নিজের পার্টনারের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন। মেজাজ যদি বেশি খারাপ থাকে অকারণে, সরে যান প্রিয় মানুষগুলোর কাছ হতে তাদের আ*ঘাত করার আগেই। আলাদা রুমে বা বারান্দা বা ছাদে গিয়ে মেডিটেশন করুন। নিজেকে জিজ্ঞাসা করুন যে কারনে আপনার মেজাজ খারাপ তা কতটা যুক্তিযুক্ত। গভীর নিঃস্বাস নিন। মন খারাপকে ছড়িয়ে দিন বাতাসে।

সংসার তৈরি হয় স্বামী স্ত্রী ও সন্তানকে নিয়ে। সংসারের কাজ করতে করতে এই মানুষগুলোই যেন অবহেলিত না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদেরই। ভালোবাসার সম্পর্কগুলো অটুট থাকুক

(🌼✨লেখা ভালো লাগলে, নির্দ্বিধায় লাইক ও আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট অথবা ইনবক্স করুন। আর আমাকে ফলো করতে ভুলবেন না।❤️)

Since your ear is shaped like a womb, whatever you listen to, good or bad, is conceived and will be given birth to in du...
08/10/2024

Since your ear is shaped like a womb, whatever you listen to, good or bad, is conceived and will be given birth to in due time and season.

The Bible says that faith comes from hearing God's word (10:17) if faith comes by hearing, I wonder what else comes hearing? What if some of the things you feel today came through the ear gate?

That's why we say, "PAY ATTENTION" we pay with our attention. During COVID-19, I would watch the News daily; I started feeling anxious and fearful.I was paying for those feelings with my attention.

Attention is the currency for our generation. This is what the social Delimma documentary said, "if you're not paying for the product then you are the product . We are the product. Our attention is the product being sold to advertiser's. Social media is not a tool; it's a drug ".

Jesus said to heed what we hear (4:24). Our desires don't determine destiny : diet does . Both physical and spiritual . You can have a desire to weight and be healthy. But none of that matters if you have a habit of eating junk food . So is with spiritual things. In the USA , we have developed an appetite for junk food. It is reflected in the data of how many people are overweight and obese. It's sad. But what's worse is that a similar thing is happening to the Christan . So many believers are feeding on worldly things godliness secular music , watching soft p**n on their favourite TV shows. being desensitized to cursing movies and also developing an increased appetite for Christian soap opera.

It reminds me of what I see in big cities; homeless people going through other people's trash, looking for good. If you want to be transformed as a believer, join a local church- stop being homeless spiritually. Feed on God's word not toxic worldly content. Follow godly teachers to draw you toward holiness.

Remember doves feed on greenery, and ravens feed on carcasses . Don't be a raven , be a dove .

I will leave you with words from Paul.

"Finally brothers and sisters, whatever is true whatever is noble , whatever is right, whatever is pure, whatever is lovely , whatever is admirable - if anything is excellent or praise worthy - think about such things Philippians 4:8.

Collected
#সংগৃহীত ゚viralシ

পুরুষের জীবনে এমন একটা সময় আসে,তখন আর শরীরের শক্তি  থাকেনা,পকেটের জোর থাকে না,এতোদিন যাদেরকে খাওয়াইছিলো,যাদের কথায় নাচছি...
08/10/2024

পুরুষের জীবনে এমন একটা সময় আসে,তখন আর শরীরের শক্তি থাকেনা,পকেটের জোর থাকে না,এতোদিন যাদেরকে খাওয়াইছিলো,যাদের কথায় নাচছিলো তারা কেও পাশে থাকে না।পাশে থাক একমাত্র ঐ অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিলো,মানুষের কথায় তার উপর মানসিক, শারীরিক নির্যাতন করেছিলো।

পুরুষকে জন্ম দেন একজন নারী,আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী।

একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততোদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না।যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুশ ফিরে কে তার আপন আর কে তার পর।আসলে তখন আর কিছুই করার থাকে না।

আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না।সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে,হেলায় অবহেলায়,ভালোবাসায়,যত্নে কোনোকিছুতে সে খুশি অখুশি হতে পারে না।

সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আকঁড়ে ধরে থাকতে হয়,না লাগলেও থাকতে হয়।কত-শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় পর হয়ে যায়।

শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও হিসেব মিলেনা।
সেই অবহেলিত,অযাচিত নারীই আপনার শেষ বয়সে আপনাকে বাহুড়োরে বেঁধে রাখে বিপদে-আপদে, সুখে দুঃখে।

আজ থেকে সতর্ক হওন,নিজের সহধর্মিণীকে মূল্য দিন,শেষ বয়সে অন্ততঃ লজ্জিত হতে হবে না তার কাছে।।
পোস্টটি পড়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
゚everyone

08/10/2024

রাসূল (সাঃ) বলেছেন -

যে ব্যক্তি আযান শুনে বলে " আল্লাহুম্মা রাব্বানা ইন্নাকা লা তূখলিফুন মি'আদ ।"
তার জন্য কিয়ামতের দিন জান্নাত ওয়াজিব হয়ে যাবে ।
সুবহানাল্লাহ 💝 ।

Address

Arazi Naogaon
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moral of the Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share