Fazlul Karim Bepari

Fazlul Karim Bepari আমার ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। Nothing to say

আমি শুধু ভাবছি বছরখানেক আগেও কী পরিমাণ সুখী আছিলো পোলাডা।বাপের চ্যানেল। যেই চ্যানেলে তার জন্মদিনের অনুষ্ঠান লাইভ দেখাইতো...
25/08/2025

আমি শুধু ভাবছি বছরখানেক আগেও কী পরিমাণ সুখী আছিলো পোলাডা।

বাপের চ্যানেল।
যেই চ্যানেলে তার জন্মদিনের অনুষ্ঠান লাইভ দেখাইতো।

ইউটিউব চ্যানেল।
যেই চ্যানেলে লক্ষ কোটি ফ্যান ফলোয়ার।
ভিডিও ছাড়লেই মিলিয়ন ভিউস।

আজ মন্ত্রীর অফিসে,
কাল এমপির বাসায়,
পরশু ডিবির চেম্বারে,
কী পরিমাণ দাপিয়ে বেড়াইতো পোলাডা।

মাঝে মাঝে মনে হইতো পুরো দেশটাই তার বাপের।

পরে বুঝলাম,

শুধু কারাগারটা তার বাপের।
দেরিতে হইলেও বাপে ঠিকই পোলারে টাইনা নিলো।

এবং ফাইনালী ক্লাস নাইনের পিতা পুত্রের অংকটা মিললো... 💔

অনেক দিন পর গ্রামের বাড়ি যাই।
14/08/2025

অনেক দিন পর গ্রামের বাড়ি যাই।

প্রকাশ্যে ১০ হাজার শ্রমিক ভাড়া করে এই লোক সিলেটের ভোলাগঞ্জ থেকে সব সাদা পাথর হাওয়া করে দিয়েছে।কেউ কিছু বলে নাই। এদের বিচ...
12/08/2025

প্রকাশ্যে ১০ হাজার শ্রমিক ভাড়া করে এই লোক সিলেটের ভোলাগঞ্জ থেকে সব সাদা পাথর হাওয়া করে দিয়েছে।
কেউ কিছু বলে নাই। এদের বিচার এই রাষ্ট্র কখনো করতে পারে নাই। পারবেও না। কারন রাষ্ট্র নিজেই দা-ন-ব। তাই ছবি ছড়িয়ে দিয়ে এদের সামাজিক ভাবে ঘৃ'ণা করুন। সাধারণ মানুষ হিসাবে অন্তত এই টুকু আমরা করতেই পারি।

সকাল সকাল সেমিনার।
09/08/2025

সকাল সকাল সেমিনার।

আপনারা যারা Content monitazsion নিয়ে ভাবছেন। তারা নিচের লেখাটা Copy করে submit করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন Dear Facebook ...
06/08/2025

আপনারা যারা Content monitazsion নিয়ে ভাবছেন। তারা নিচের লেখাটা Copy করে submit করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন

Dear Facebook team,
I am very excited to join the Facebook Content monetization program. I believe that this tool will help me to connect more of the audience and generate more revenue. I committed that I will follow the monetization all rules, guideline and creating more real authentic and engaging video. Thank you for considering my application.

Thanks and regards
(এখানে লিখবেন আপনার নাম, পাশে ব্র‍্যাকেটে গরীব, গরীব বাংলাতে লিখবেন, না লিখলে আপনার নাম জাকারবার্গ পড়েও দেখবে না। পারলে নামের সাথে ফকির, ছাপড়ি এসবও লিখতে পারেন, যা এক্সট্রা যোগ্যতা হিসেবে বিবেচিত হবে)

আমি ঠিকমত ইংরেজি পারি না বলে আবেদন করতে পারি নাই।

আগে অনেক সুন্দর ছিলাম। ছবিটা ১০ বছর আগের।
06/08/2025

আগে অনেক সুন্দর ছিলাম। ছবিটা ১০ বছর আগের।

তোমার চোখে চেয়ে থাকি, হারিয়ে যাই খেয়ালে,ভালোবাসার নৌকাখানি ভাসাই শুধু ঢেউয়ালে।তোমার হাসি চাঁদের কিরণ, মন ছুঁয়ে যায়...
02/08/2025

তোমার চোখে চেয়ে থাকি, হারিয়ে যাই খেয়ালে,
ভালোবাসার নৌকাখানি ভাসাই শুধু ঢেউয়ালে।
তোমার হাসি চাঁদের কিরণ, মন ছুঁয়ে যায় হাওয়ায়,
তোমার কথা মনে পড়ে, একলা রাতের ছায়ায়।

তোমার নামে জেগে থাকি, নিঃশব্দ এই প্রাণে,
তোমার ছোঁয়ায় সুখ লুকায়, শত ব্যথার বানে।
তুমি ছাড়া পৃথিবীটায় লাগে যেন ফাঁকা,
তোমার কথা ভাবলেই মনটা যায় ধাক্কা।

তুমি আমার সকাল বেলা, তুমি আমার রাত,
তুমি মানেই ভালোবাসা, তুমি জীবনের ঘাট।
তুমি আছো বলেই আমি—ভালো থাকার ছলে,
ভালোবাসি, থাকবো পাশে, হাজার বছর চললে।

আমি হাজার বছর তোমার পথ চেয়ে থাকব।
02/08/2025

আমি হাজার বছর তোমার পথ চেয়ে থাকব।


দরিদ্রতা তোমাকে যেই পৃথিবী দেখাবে, তা দেখতে ধনীদের সহস্র বছর সাধনা করা লাগবে... 😊
05/06/2025

দরিদ্রতা তোমাকে যেই পৃথিবী দেখাবে, তা দেখতে ধনীদের সহস্র বছর সাধনা করা লাগবে... 😊

কে পাগল হতে পারে তাকে মেনশন দিয়ে লালিয়ে যান।
20/05/2025

কে পাগল হতে পারে তাকে মেনশন দিয়ে লালিয়ে যান।

17/05/2025

ইশ, যদি তুমি একটু বুঝতে আমায়…
তাহলে হয়তো এই পৃথিবীর কোনো অভিমানই আমাকে ছুঁতে পারতো না।
মানুষের জীবনে সবচেয়ে বড় শূন্যতা তখনই আসে,
যখন সে বুঝতে পারে—নিজেকে বোঝার মতো, আপন করে নেয়ার মতো কেউ নেই!

যদি তুমি মন থেকে ভালোবাসতে আমায়,
তবে এই দুনিয়ার কোনো অবহেলাই আমাকে ভাঙতে পারতো না।
যার ভালোবাসা চেয়েছি—যদি তাকেই পেতাম,
তবে আর কিছুই চাইতাম না এই জীবনে।

আমি যদি তোমায় ভেবে রাত জাগি,
তুমিও যদি ঠিক একইভাবে আমার জন্য চোখে ঘুম হারাও—
তবে নিঃসন্দেহে বুঝতাম, আমার ভালোবাসা একতরফা নয়।
ভালোবাসা যদি অনুভবে না ধরা দেয়,
তবে সেটি ভালোবাসা নাকি শুধুই একপক্ষের আকুলতা - তা বোঝা দায়!

তুমি যদি একবার বলতে, "তুমি আমার,"
তবে আমি সারা জীবন শুধু তোমার হয়েই থাকতাম।
তোমার ছায়া হয়ে থাকতাম পাশে,
পৃথিবীর কোনো কিছুই আমাদের ছিন্ন করতে পারতো না।

তুমি জড়িয়ে না ধরার কারণেই দূরত্ব বাড়ে,
তুমি ভালো না বাসার কারণেই এত অভিমান জমে।
তুমি না বোঝার কারণেই নিজেকে এত একা লাগে!
মনে হয়, আমি আছি, কিন্তু আমার মতো করে কেউ নেই।

তুমি যদি একটিবার ভালোবাসতে—আমার মতো করে,
তবে আজকের এই নিঃসঙ্গ সন্ধ্যাগুলো এমন নিঃশব্দ হতো না।
তুমি না থাকাতেই এত শব্দ শুনি, অথচ কেউ বোঝে না।
তোমার ভালোবাসার স্পর্শে যদি থাকতাম,
তবে নিজের ভেতরেই এই যুদ্ধ করতে হতো না প্রতিনিয়ত।

একতরফা ভালোবাসা—সেই বিষ,
যা ধীরে ধীরে মনের সমস্ত রঙ মুছে দেয়।
আর যাকে ভালোবেসে ফেলা হয়,
ঠিক তার অবহেলাই—হয়তো জীবনের সবচেয়ে নিঃশব্দ কষ্ট।

Address

Saghata
Rājshāhi

Telephone

+8801722688721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fazlul Karim Bepari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fazlul Karim Bepari:

Share