17/05/2025
ইশ, যদি তুমি একটু বুঝতে আমায়…
তাহলে হয়তো এই পৃথিবীর কোনো অভিমানই আমাকে ছুঁতে পারতো না।
মানুষের জীবনে সবচেয়ে বড় শূন্যতা তখনই আসে,
যখন সে বুঝতে পারে—নিজেকে বোঝার মতো, আপন করে নেয়ার মতো কেউ নেই!
যদি তুমি মন থেকে ভালোবাসতে আমায়,
তবে এই দুনিয়ার কোনো অবহেলাই আমাকে ভাঙতে পারতো না।
যার ভালোবাসা চেয়েছি—যদি তাকেই পেতাম,
তবে আর কিছুই চাইতাম না এই জীবনে।
আমি যদি তোমায় ভেবে রাত জাগি,
তুমিও যদি ঠিক একইভাবে আমার জন্য চোখে ঘুম হারাও—
তবে নিঃসন্দেহে বুঝতাম, আমার ভালোবাসা একতরফা নয়।
ভালোবাসা যদি অনুভবে না ধরা দেয়,
তবে সেটি ভালোবাসা নাকি শুধুই একপক্ষের আকুলতা - তা বোঝা দায়!
তুমি যদি একবার বলতে, "তুমি আমার,"
তবে আমি সারা জীবন শুধু তোমার হয়েই থাকতাম।
তোমার ছায়া হয়ে থাকতাম পাশে,
পৃথিবীর কোনো কিছুই আমাদের ছিন্ন করতে পারতো না।
তুমি জড়িয়ে না ধরার কারণেই দূরত্ব বাড়ে,
তুমি ভালো না বাসার কারণেই এত অভিমান জমে।
তুমি না বোঝার কারণেই নিজেকে এত একা লাগে!
মনে হয়, আমি আছি, কিন্তু আমার মতো করে কেউ নেই।
তুমি যদি একটিবার ভালোবাসতে—আমার মতো করে,
তবে আজকের এই নিঃসঙ্গ সন্ধ্যাগুলো এমন নিঃশব্দ হতো না।
তুমি না থাকাতেই এত শব্দ শুনি, অথচ কেউ বোঝে না।
তোমার ভালোবাসার স্পর্শে যদি থাকতাম,
তবে নিজের ভেতরেই এই যুদ্ধ করতে হতো না প্রতিনিয়ত।
একতরফা ভালোবাসা—সেই বিষ,
যা ধীরে ধীরে মনের সমস্ত রঙ মুছে দেয়।
আর যাকে ভালোবেসে ফেলা হয়,
ঠিক তার অবহেলাই—হয়তো জীবনের সবচেয়ে নিঃশব্দ কষ্ট।