15/08/2025
রেবেকা শাফির জীবন কাহিনি জানার পরে আমি রীতিমতো হতবাক। কারণ, যতটুকু আশা করেছিলাম, বাস্তবে সেটি তার চেয়ে অনেক বেশি — একেবারেই ধরা ছোঁয়ার বাইরে!
আসুন, সংক্ষেপে তার অসাধারণ যাত্রা দেখে নেই—
📍 শিক্ষা জীবন (বাংলাদেশ)
SSC ও HSC সম্পন্ন করেছেন Holy Cross থেকে। পরে BUET-এ ভর্তি হওয়ার সুযোগ পান, কিন্তু Caltech থেকে অফার আসায় সেখানে ভর্তি হননি। এরপরের আন্তর্জাতিক সাফল্যের বাকি অংশ তার সিভি-তে পাওয়া যাবে।
📍 পারিবারিক পটভূমি
রেবেকার পরিবার যেন প্রতিভার এক উজ্জ্বল নক্ষত্রমালা—
🔥 বোন: Fariel Shafee
S.B. (MIT) — Major in Physics & Mathematics
Ph.D. in Physics (Princeton University)
🔥 মা: Sultana Shafee
পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষাবোর্ডের মেট্রিক পরীক্ষায় টপ ফিমেল স্কুল-লিভার (Gold Medal)
Intermediate Science, ঢাকা বিশ্ববিদ্যালয়: মেধা তালিকায় ৭ম স্থান
B.Sc. (Hons) Physics, ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথম শ্রেণি
M.Sc. Physics, ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথম নারী হিসেবে First in First Class
Ph.D. in Theoretical Particle Physics (Cavendish Laboratory, Cambridge University)
Fellow, Girton College, Cambridge
অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৭–২০১১)
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সেক্রেটারি ও ভাইস-প্রেসিডেন্টসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদে দায়িত্ব পালন
🔥 বাবা: Ahmed Shafee (Stephen Hawking-এর সহপাঠী ছিলেন বলে জানা যায়)
পূর্ব পাকিস্তানে মেট্রিক ও I.Sc. পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী
B.Sc. Physics (DU): সর্বোচ্চ নম্বরের রেকর্ড
Ph.D. in High Energy Physics (Cambridge University)
প্রতিষ্ঠাতা-পরিচালক, Institute of Information Technology, DU
সাবেক চেয়ারম্যান, পদার্থবিজ্ঞান বিভাগ, DU
বহু বছর Bangladesh Physical Society-এর The Physicist জার্নালের সম্পাদক
বর্তমানে উপাচার্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
শেষ কথা
একটি ভালো পরিবার ও অনুকূল পরিবেশ যে সাফল্যের পথে কত বড় ভূমিকা রাখে, রেবেকা শাফি তার জীবনের মাধ্যমে সেটি প্রমাণ করেছেন।
দুঃখজনকভাবে, আমাদের দেশ হয়তো কখনোই রেবেকার মতো প্রতিভাদের ধরে রাখতে পারবে না।
আমাদের বড় সমস্যা হলো—
আমরা পরিবারের ও সমাজের বাঁধা গণ্ডি থেকে বের হতে ভয় পাই। Think Outside the Box আমাদের কাছে যেন অচেনা বিষয়। এর জন্য পরিবারও অনেকাংশে দায়ী—তারা নতুন কিছু শেখানো বা উৎসাহ দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকে।
যতদিন না আমরা এই মানসিকতার পরিবর্তন আনতে পারব, ততদিন রেবেকার মতো গল্প আমাদের কাছে কেবল “বিদেশে চলে যাওয়া মেধাবীদের” তালিকায় যোগ হবে।