Cyber Security Underound Force

Cyber Security Underound Force We Are Anonymous. We Stand Against Corruption, Injustice, and Tyranny. We Fight for Truth, Justice, and the Honor of Islam and Bangladesh. Love Islam ❤️

United in Faith, Strengthened by Purpose.

07/04/2025

আলহামদুলিল্লাহ, আমাদের টিম সফলভাবে ইজরাইল-এর ব্যাংকিং সিস্টেমে প্রবেশ করে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ ও পাবলিক করতে সক্ষম হয়েছে।

এই অর্জন আমাদের সাইবার প্রতিরোধের এক গৌরবময় মুহূর্ত—যেখানে শত্রুর গোপনীয়তা ভেঙে তাদের নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। ইনশাআল্লাহ্‌ এই সাইবার প্রতিশোধ আরও ব্যাপক ও ধ্বংসাত্মক হবে।

07/04/2025

অবশেষে বিশ্বের বিভিন্ন সাইবার স্পেশালিস্টদের মতামতের ভিত্তিতে আজকে, ০৭ এপ্রিল, ইজরাইল-এর বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ব্যাপক ও নির্মম সাইবার হা-ম-লা ঘোষিত হয়েছে...!!

এই ঐতিহাসিক অভিযানে অংশ নিচ্ছে বাংলাদেশের শীর্ষ সাইবার টিমগুলোসহ বিশ্বের অসংখ্য সাইবার যোদ্ধারা। আমাদের হয়তো ময়দানে নেমে যু-দ্ধ করার সুযোগ নেই, কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের প্রযুক্তিগত দক্ষতা ও সাইবার শক্তি দিয়ে আমরা চেষ্টা করবো শত্রুর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে গুরুতর আঘাত হানতে।

দোয়া করবেন, এই ডিজিটাল প্রতিরোধ যেন ইজরাইল-এর জন্য একটি দুঃস্বপ্নে পরিণত হয়... ইনশাআল্লাহ্‌ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে বড় ক্ষতির মুখে ফেলে দেওয়ার জন্য...!!

06/04/2025

গা"জার একটি মসজিদ মুয়াজ্জিনের হৃ"দয় বিদারক ঘোষণা।

02/04/2025

ঈদ মোবারক ইসরায়েল & ভারত! ✨

আলহামদুলিল্লাহ! আমরা সফলভাবে ইসরায়েল ও ভারতের অসংখ্য ওয়েবসাইট ডাউন করতে সক্ষম হয়েছি। 🔥

এর ফলে তারা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, ইনশাআল্লাহ! 💀

We are Cyber Security Underground Force! ❤️‍🔥

24/03/2025

গত ১৮-২১ মার্চের মধ্যে উত্তরাখণ্ড প্রদেশের উদাম সিং নগরে কমপক্ষে ৩০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মাদ্রাসাগুলোর সঠিক রেজিষ্ট্রেশন না হওয়া, প্রয়োজনীয় কাগজ দেখাতে ব্যর্থ হওয়া; কারণ হিসেবে দেখিয়েছে। কিন্তু এই কারণসমূহের সাথে বাস্তবতার কোন সম্পর্ক নাই।

প্রকৃত অর্থে ভ|র°তের হি°ন্দু সরকার, প্রশাসন এবং হি°ন্দু সংঘটনগুলোর প্রতিনিয়ত যে মুসলিমদের স্বাধীন ধর্মাধিকার হ #রন করছে; তার একটি অংশ ছিল এটি। অথচ ভ|রতের কোন প্রশাসনকে দেখা যায়না অবৈধ নির্মাণের অভিযোগ দিয়ে কোন মন্দিরকে সিলগালা করতে।

ভ|রতের হি°ন্দু°রা যেভাবে মুসলমানদের উপর হি°ন্দু°ত্ব°বাদের আগ্রাসন চালাচ্ছে; একসময় তারা সেখানে ইসলামের কোন চিহ্ন রাখবে কিনা আমার সন্দেহ।

26/02/2025

🔥☠️👾

Address

Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Cyber Security Underound Force posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share