Simantor

Simantor We are Bangladeshi Couple blogger. Your prayers and support will help us move forward. Stay tuned.

16/06/2025

আমার জীবনের গল্পটা যদি কোনো এক অপরিচিত মানুষকে বলি,
সে অচেনা হয়েও হয়তো চোখ ভিজিয়ে ফেলবে কষ্টে।

কিন্তু যাদের আমি আপন ভেবেছি,
যারা আমার সমস্ত গল্প জানে, প্রতিটি কান্নার কারণ জানে—
তারাই আজ অবহেলার ছায়ায় আমাকে হারিয়ে ফেলেছে।
যেখানে তাদের উচিত ছিল আমাকে আগলে রাখা,
ভালোবাসার পরশে একটু যত্নে রাখা—
সেখানেই আমি হেলায় উপেক্ষিত।

সবচেয়ে কষ্টের জায়গাটা এখানেই—
অচেনারা কাঁদে,
আর আপনরা শুধুই চোখ ফিরিয়ে নেয়।

14/06/2025

কিছু মানুষের কটুক্তির জন্য কথা গুলো বলতে বাধ্য হলাম,,

একজন মা যখন স্বপ্ন দেখেন...আর সমাজের মানুষ আত্মীয় স্বজন সেটাকে যেভাবে দেখে।

একটা সন্তান জন্ম দিতে একজন মা কতটা স্যাক্রিফাইস করেন, তার জীবন্ত উদাহরণ হয়তো আমি নিজেই।

আমি আমার সন্তানকে পেটে নিয়েই ছয় মাস পর্যন্ত চাকরি করেছি, সংসার সামলেছি, পড়াশোনা চালিয়ে গিয়েছি। লোকলজ্জার ভয় উপেক্ষা করে দিনের পর দিন বেবি বাম্প নিয়ে ভার্সিটিতে গিয়েছি। মাতৃত্বের যুদ্ধের মাঝেও আমি আমার ক্যারিয়ার গড়ার স্বপ্নকে থামিয়ে দেইনি।

হ্যাঁ, সন্তানের জন্মের পর সাময়িক বিরতি নিয়েছি, কিন্তু পড়াশোনা বন্ধ করিনি—এখন আমি কম্পিউটার সায়েন্সে বিএসসি করছি, এটা আমার শেষ সেমিস্টার। এই জার্নিটা আমার জন্য মোটেও সহজ ছিল না। প্রতিটি ধাপে আমাকে লড়াই করতে হয়েছে—শরীরের সঙ্গে, সমাজের দৃষ্টিভঙ্গির সঙ্গে, নিজের ভেতরের ভয়গুলোর সঙ্গে।

তবে আমি সৌভাগ্যবান—আমার স্বামী, মা আর শাশুড়ি আমাকে আগলে রেখেছেন। সাহস দিয়েছেন, ছায়া হয়ে পাশে থেকেছেন। আমার স্বামী সবসময় আমাকে বোঝান, “এই বিরতি তোমার শেষ নয়, বরং তোমার নতুন পথচলার প্রস্তুতি।”

আজ কিছু মানুষ আমার এই বিরতিটাকে ‘শেষ’ ভেবে আমাকে দেখে সহানুভূতির চোখে। কিন্তু তারা জানে না, আমি আমার প্রতিটি মুহূর্তে কীভাবে লড়েছি, কীভাবে প্রতিদিন নিজেকে তৈরি করেছি।

আমি নিজের যোগ্যতা প্রমাণ করতে কারো কাছে ছোট হই না। যারা আমাকে ভালোবাসে, তারা জানে আমি কে। আমি জানি আমি কি করতে পারি। আর তাই বলছি—আমি থেমে যাইনি, আমি লড়ছি, আমি আবার হাটবো... স্বপ্নের পথে।

😊 আমি সত্যিই মুগ্ধ বিরাট কোহলিকে দেখে। তিনি যেন পৃথিবীর কোটি কোটি মানুষকে শেখাচ্ছেন—নিজের স্ত্রীকে সম্মান, ভালোবাসা আর গ...
13/06/2025

😊 আমি সত্যিই মুগ্ধ বিরাট কোহলিকে দেখে। তিনি যেন পৃথিবীর কোটি কোটি মানুষকে শেখাচ্ছেন—নিজের স্ত্রীকে সম্মান, ভালোবাসা আর গুরুত্ব দেওয়া কোনো লজ্জার নয়, বরং একজন প্রকৃত পুরুষের শ্রেষ্ঠ গুণ।

বিরাট দেখিয়ে দিচ্ছেন, স্ত্রীকে ভালোবাসা মানেই “বউয়ের নেওটা” হয়ে যাওয়া নয়। আর যদি তাই হয়েও থাকে, সেটাই তো হওয়া উচিত! নিজের স্ত্রীর পাশে দাঁড়ানো, তাঁর কৃতিত্বকে সম্মান জানানো—এটাই তো সত্যিকারের ভালোবাসা।

একজন বিশ্বমানের খেলোয়াড় যখন তাঁর সফলতার পেছনে স্ত্রীর ভূমিকার কথা বলে, তখন সেটা শুধু ভালোবাসার প্রকাশ নয়, সমাজকে শেখানোর একটি শক্ত বার্তা। আর আমরা এখনো কিছু লোককে দেখি, যারা গর্ব করে বলে—"আমি বউকে বেশি বাড়তে দিই না!" এরা বুঝেই না, স্ত্রীকে আটকে রাখা কোনো বীরত্ব নয়, এটা নিজেদের অসহায়তা প্রকাশের এক নির্মম প্রমাণ।

সত্যিকারের পুরুষ তাঁর স্ত্রীর আনন্দে হাসেন, কষ্টে ব্যথিত হন। জয় মানেই একসাথে জয়, আর ভালোবাসা মানেই সম্মান। স্ত্রী কেবল একজন সঙ্গী নয়, একজন সম্মানের মানুষ—যার পাশে দাঁড়িয়ে জীবনটা হয় সুন্দর।

বিরাটের মতো মানুষদের দেখে মনে হয়, এখনও আশার আলো আছে। যারা স্ত্রীকে নিজের শক্তি মনে করে, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা।

হ্যাটস অফ, বিরাট! তুমি সত্যিই অনন্য একজন মানুষ। ❤️

#সম্মান
#ভালোবাসা
#সংগৃহীত_অনুপ্রেরণা

পৃথিবীতে খুব কম পুরুষই আছেন, যারা তাদের জীবনসঙ্গিনীকে প্রাপ্য সম্মান ও গুরুত্ব দিতে পারেন।আমাদের সমাজে আজও অনেক 'মুকলেস'...
11/06/2025

পৃথিবীতে খুব কম পুরুষই আছেন, যারা তাদের জীবনসঙ্গিনীকে প্রাপ্য সম্মান ও গুরুত্ব দিতে পারেন।
আমাদের সমাজে আজও অনেক 'মুকলেস' বা 'মুন্নু' আছেন, যারা মনে করেন—স্ত্রীকে বেশি গুরুত্ব দিলে সে মাথার উপর উঠে নাচবে, আত্মীয়স্বজন খোঁটা দেবে, ‘বউপাগল’ বলে ডাকে উঠবে সবাই।
এই সংকীর্ণ মানসিকতার দেয়ালে আটকে থাকলে কখনও একজন পুরুষ পূর্ণতা পায় না, কারণ—একজন ভালোবাসার মানুষের সম্মানহীনতা মানেই নিজের মূল্য হারানো।

যারা তাদের জীবনসঙ্গিনীকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং প্রতিটি মুহূর্তে তাকে পাশে রাখেন—তারাই সত্যিকারের জয়ী। তারা শুধু ঘরে নয়, জয় করেন পুরো পৃথিবী।

মেসি ও বিরাট কোহলি—দু’জনেই নিজ নিজ জগতে সেরার সেরা।
তাদের রয়েছে নাম, খ্যাতি, সম্মান, সম্পদ—সব।
তবু এই দুই মহারথী বারবার প্রমাণ করেছেন, ভালোবাসার মানুষটির পাশে থাকাটাই সবচেয়ে বড় শক্তি।
জয়ের মুহূর্তে প্রথম ছুটে যান স্ত্রীর কাছে, সাফল্যের আনন্দ ভাগ করে নেন তার সাথেই।
চাইলেই পারতেন এই আবেগগুলো আড়ালে রাখতে, কিন্তু না—তারা বিশ্বাস করেন, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের অংশীদার হওয়া উচিত সেই মানুষটির, যে সবসময় পাশে থেকেছে ছায়ার মতো।

অনেকে বলবেন, তারা না দিলেও এসব কিছু পেতেন।
কিন্তু একটা কথা মনে রাখা দরকার—"Lady Luck" শুধু কপালের জোর নয়, বরং সে আসে শ্রদ্ধা আর ভালোবাসার জায়গা থেকে।
মেসি ও বিরাটের সাফল্যের পেছনে যে আত্মবিশ্বাস, ধৈর্য আর মানসিক ভারসাম্য রয়েছে, তার অনেকটাই এসেছে তাদের স্ত্রীদের প্রতি ভালোবাসা ও সম্মান থেকে।

তাই যারা মনে প্রাণে তাদের ভালোবাসার মানুষকে গুরুত্ব দিতে জানে, তারাই জীবনে সবকিছু জয় করতে পারে।
আর মেসি ও বিরাট তারই শ্রেষ্ঠ উদাহরণ।
তারা শুধু মাঠে খেলেন না—তারা হৃদয়েও রাজত্ব করেন। ❤️🔥

11/06/2025

মাশাআল্লাহ আমার জান পাখি টা পড়াশোনা করছে।

08/06/2025

"বউ পালা যদি সহজ হইতো!"

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন বউয়ের হাতে ঘুষি খাইছে — দুনিয়া দেখছে!
অন্যদিকে তুই বেডা, তোর হেডম এর কোনো ঠিকানা নাই।
বউ চোখ বড় করলেই তুই বলিস:
— “আই শপথ, আর বড় করস না... গিল্যা ফালামু!”

এইটা কি জীবন?
বউয়ের দিকে কেউ একটু কটমট কইলেই তোর লেজে-গোবরে অবস্থা!
তুই ভাবছোস তুই লাটসাহেব, বউ তোর নিচের শ্রেণির প্রজা।
আর যদি এতই সাহস থাকে, বউ পালা দেইখি...
আচ্ছা বেডা, বউ পালা যদি এতই সহজ হইতো,
তাহলে বিয়া করছোস ক্যারে?
তোরে কে কইছিল —
"চলো জীবনভর একটা মানুষরে খুশি রাখার ট্রায়াল ভার্সনে ঢুকি?"

ম্যাকরনেরে দেখ, দেশ চালায়, মিলিটারি চলে ওর হুকুমে —
তবু ঘরে ঢুকলে চা বানায় আর ঘুষিও খায়!
আর তুই?
তুই ত একটা কইরাইছোস — হেডম ছাড়া বিয়া!

তাই বলি বেডারা, বউ মানে শাসন না, প্রেমে পালা...
আর প্রেমে সাহস লাগে, শুধু গলা ফোলাইলেই কাম হয় না!
না পারবি গিলা ফালাইতে, না পারবি বুইঝা চলতে...
শেষে হইবি — "আলতু ফালতু, অথচ গলা চড়া!"

আমার জান বাচ্চাটা অসুস্থ। সবাই আমার বাচ্চা টার জন্য দোয়া করবেন প্লিজ।ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ও ছাড়া আমার কেউ ...
08/06/2025

আমার জান বাচ্চাটা অসুস্থ।
সবাই আমার বাচ্চা টার জন্য দোয়া করবেন প্লিজ।
ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ও ছাড়া আমার কেউ নাই এই পৃথিবীতে।
সবাই আমার বাবুর জন্য ৩বার করে দোয়া ইউনুস পাঠ করে কমেন্টে আমিন লিখতে ভুলবেন না।

I want back my previous life..😎😎
07/06/2025

I want back my previous life..😎😎

07/06/2025

নিজের চরিত্র কুচরা কাগজে ভরা ডাস্টবিন,
তবু বলে, “আমার বউ হোক পরীর মতো ক্লিন!”

নিজে চলে বেড়ায় বাজে পথে দিনরাত,
তবু চায় বউ হোক নম্র, ভদ্র আর স্বাত্ত্বিক পাত।

নিজের কাজকর্মে নাই এক ফোঁটা শরম,
তবু বলে, “আমার বউ হবে সাজানো বাগানের মতো নরম!”

আগে নিজে মানুষ হ, একটু শিখ আচরণ,
তারপর না হয় খুঁজে নিস স্বপ্নের রাণী বরণ।

03/06/2025

That time i was pregnant.

Address

Thakurgaon
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Simantor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simantor:

Share

Category