100k Follow

100k Follow it’s for new new creative video
(2)

miss you Rouja,,,,,,,   # everyone
21/11/2025

miss you Rouja,,,,,,, # everyone

আমি এরকম অনেক বাবা মা দেখছি যার একটু টাকা আছে তার গারে কাঁঠাল ভেঙে খেতে চায় 👍বাবা মায়েরাও স্বার্থপর হয় ,সেটা নতুন করে র...
15/10/2025

আমি এরকম অনেক বাবা মা দেখছি যার একটু টাকা আছে তার গারে কাঁঠাল ভেঙে খেতে চায় 👍
বাবা মায়েরাও স্বার্থপর হয় ,সেটা নতুন করে রিপন মিয়ার মা বাবা প্রমাণ করে দিলো। তাদের মনে নেই ২দিন আগেও তাদের ছেলে লেবারি করতো।ঠিকমত খেতো পারতো না। করোনাকালীন সময়ে রিপন মিয়ার দুর্দশার কথা হয়তো বাবা মাও ভুলে গেছে। তাই তার বাবা মায়েরও এখন ডলারের বিছানায় ঘুমানোর ইচ্ছে হয়েছে। তাই নিজের ছেলের এমন ক্ষতি করলো।
আমরা কারো কান্না দেখলে ইমোশনাল হয়ে যাই,ভাবি সব সত্যি বলছে। কিন্তু কিছু মানুষের কান্নাও ফেইক হয়। বিশেষ করে গ্রামের অধিকাংশ বয়স্ক মা বা ,আত্মীয়স্বজনদের।
আর অভাবী হলে তো কথায় নেই ,আপনার থেকে সাহায্য পেয়েও আরেকজনের কাছে গিয়ে কেদেঁ কেঁদে বলবে ,আমাকে কেউ দেখে না ,ঘরে ভাত নেই।
আমার কথা গুলো তিতা হলেও এগুলোই বাস্তব🥲🥲

12/10/2025

কে কে মিষ্টি খেতে ভালোবাসো
゚viralシfypシ゚viralシalシ

06/10/2025

ঠিক কি না বলে যাবেন
#

05/10/2025

কেমন হয়েছে বলবেন
# Europe

04/10/2025

জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন,,
# Portugal # Bangladeshi # viewers

*"চিরদিনের মতো প্রবাস — মা, বাবা, ভাইকে ছেড়ে…"*প্রবাসের এই দূর দেশে,  যেখানে আমি একাকী,  আমার মাটি, আমার ভালোবাসার ঘর,  ...
04/10/2025

*"চিরদিনের মতো প্রবাস — মা, বাবা, ভাইকে ছেড়ে…"*

প্রবাসের এই দূর দেশে,
যেখানে আমি একাকী,
আমার মাটি, আমার ভালোবাসার ঘর,
আমার রাজকন্যা আর জীবনসঙ্গী ছাড়া কিছু নেই।

কিন্তু আজও আমার হৃদয় কেঁপে ওঠে,
সেই স্মৃতি মনে পড়লে যখন আমি এয়ারপোর্টে ছিলাম,
বাবার চুপচাপ চোখের জল,
মায়ের বুক ফাটানো আর্তনাদ,
আর ছোট ভাইয়ের কাঁদতে কাঁদতে বলা —
“আপু, না গেলে তো ভালো হতো।”

তারা বলছিলো বিদায়, আমি বলছিলাম ফিরে আসবো,
কিন্তু সেই বিদায় ছিলো আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়।
তোমাদের ছেড়ে আসা, তোমাদের ছোঁয়া হারানো,
অবর্ণনীয় ব্যথা আমার মনে ঘুরপাক খায়।

আজও আমি লিখতে লিখতে থেমে যাই,
চোখ থেকে বেয়ে পড়ে অশ্রু,
কারণ তোমাদের ছাড়া আমার এই জীবন অচল,
তোমাদের ভালোবাসা আমার শ্বাস-প্রশ্বাস।

আমার ছোট্ট রাজকন্যা যখন ‘আউ’ বলে,
আমি যেনো আবারও তোমাদের কাছে ফিরে যেতে চাই।
তবে সময় থেমে থাকে না,
আমাকে এখানে আটকে রেখেছে দূরত্বের দেয়াল।

আল্লাহর কাছে শুধু একটাই আবেদন,
তোমাদের সুস্থ ও নিরাপদ রাখো,
আমার জন্য দোয়া করো যেনো,
আমি তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসতে পারি।

আজও লিখতে লিখতে আমি কাঁদছি,
স্মৃতির জালে আটকে আমার হৃদয় ভারাক্রান্ত,
তোমাদের ভালোবাসা আমার জীবনের আলো,
আর আমি তোমাদের সন্তান, যে চিরকাল তোমাদের ভালোবাসায় বেঁচে থাকবে।

03/10/2025

"স্বাগতম আমার পেজে!
এখানে পাবেন ভালোবাসার গল্প, প্রবাস জীবনের অভিজ্ঞতা, স্বামী-স্ত্রীর সম্পর্ক এবং জীবনের ছোট ছোট সুখ-দুঃখের কথা।
আল্লাহর রহমতে প্রতিদিন নতুন কিছু শেয়ার করি, তোমাদের ভালোবাসা আর প্রেরণা আমার জন্য অমূল্য।
ফলো করে সাথে থাকো, ভালোবাসা ছড়িয়ে দেই একসাথে।
আপনাদের দোয়া ও সাপোর্ট চাই, আল্লাহ সবাইকে সুখী রাখুন।

02/10/2025

Good
Night

29/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Rua De Doque Loule
Rājshāhi
4000-425

Telephone

+8801850534666

Website

Alerts

Be the first to know and let us send you an email when 100k Follow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category