17/04/2025
চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল লালমনিরহাটে চাই — এটাই সময়ের সবচেয়ে যৌক্তিক দাবি!
কেন এই হাসপাতাল লালমনিরহাটেই হওয়া উচিত। আবেগে নয়, যুক্তিতে দেখি—
রংপুর বিভাগে হাসপাতালের চিত্র:
✅ রংপুর: বিভাগীয় শহর,
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ৩টি বেসরকারি বড় মেডিকেল কলেজ সহ উন্নত চিকিৎসা ব্যবস্থা।
সামনে খুব দ্রুত রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে রংপুরে।
✅ দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ চিকিৎসায় অনেক এগিয়ে।
✅ নীলফামারী: নীলফামারী মেডিকেল কলেজ। যা আধুনিকায়ন করে স্বাস্থ্য সেবায় তাদের চাহিদা পুরন করা সম্ভব।
আর লালমনিরহাট?
❌ ১২ লক্ষের অধিক জনগন, রাস্তা ঘাটের উন্নয়ন হয়নি তেমন। সেখান থেকে শত কিলোমিটার দুরে রংপুর মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে রাস্তায় মারা পরে বেশির ভাগ মানুষ।
❌ মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল নেই
❌ জটিল রোগে রংপুর বা ঢাকায় ছুটতে হয়
❌ কৃষি সহ দেশের অর্থনৈতিক খাতে লালমনিরহাট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখলেও স্বাস্থ্যসেবায় সবচেয়ে অবহেলিত।
এখন কথা হলো লালমনিরহাটে এই হাসপাতাল হলে কি পার্শ্ববর্তী জেলা গুলো উপকৃত হবে না?
লালমনিরহাট নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এই তিন জেলার পার্শ্ববর্তী হওয়ায় ৩ জেলার সকলেই সমান ভাবে এই হাসপাতাল থেকে সুবিধা নিতে পারবে ইনশাআল্লাহ।
লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখান থেকে অনেকই ভারতে চিকিৎসা নিতে দেশের ডলার ব্যয় করে থাকে। এই হাসপাতাল লালমনিরহাটে হলে দেশের রিজার্ভ বেঁচে যাবে অনেকটাই ।
এখন সময় বিকেন্দ্রীকরণের। সব অবকাঠামো এক সাথে এক স্থানে না করে বরং তা ছড়িয়ে দিতে হবে। তাতে পরিকল্পিত নগরায়ন ও যানযট মুক্ত স্বপ্নের শহর পাওয়া সম্ভব।
জানা গেছে, অন্তর্বর্তী সরকার লালমনিরহাট বিমানবন্দর নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে বিমানবাহিনী প্রধান লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শন করে এসেছেন। শিগগিরই সম্ভাব্যতা যাচাই করে ফের কাজ শুরু করার কথা রয়েছে। দেশি-বিদেশি চাপ উপক্ষো করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হবে এ আশায় বুক বেঁধে আছেন উত্তর জনপদের মানুষগুলো।
তাহলে আকাশপথে যোগাযোগ সহজ হবে, বিদেশি বিশেষজ্ঞ,রোগী, ভিজিটর সহজে হাসপাতালে যাতায়াত করতে পারবে।
তাই এখন সময় চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল লালমনিরহাটেই হোক!
এটা শুধু একটা হাসপাতাল নয়, এটা হবে উত্তরাঞ্চলের আশা, স্বপ্ন আর বেঁচে থাকার প্রতীক!