
23/04/2025
________💔মায়া💔______
মায়া পৃথিবীর সবচেয়ে বাজে নেশা, নিকোটিনেও ততটা নেশা হয় না যতটা নেশা কারোর মায়ায় পড়লে হয়;
কারো মায়ায় একবার আটকে গেলে তাকে ছাড়া সব কিছু ফাঁকা ফাঁ'কা লাগবে, সবার মাঝে থেকেও মনে হবে কি যেন একটা নেই! নিজেকে শূন্য মনে হবে, চারদিক থেকে শূন্যতা ঘিরে ধরবে,,
মায়া এমনই এক অদ্ভুত জাদু যা দিয়ে তুমি বস হয়ে যাবে পুরোপুরি ভাবে, কোনো কিছুই ভালো লাগবে না তাকে ছাড়া, সব সময় মনে হবে তার সাথে কথা বলি তাকে আগলে রাখি;
কোনো কারণে যদি তার সাথে কথা বলতে না পারো সে সময়টা তোমার পাগল পাগল লাগবে, আর সে কথা না বলাটা যদি দিনের পর দিন ধরে চলতে থাকে তবে একটা অদ্ভুত কষ্ট চেপে ধরবে তোমাকে, মনে হবে যেন কেউ শ্বাসরুদ্ধ করে মারছে তোমাকে;
এই পৃথিবীতে মানুষ প্রায় সব নেশাই কোনো না কোনো উপায়ে কাটিয়ে উঠতে পারে কিন্তু কারোর মায়ার নেশা কাটিয়ে উঠতে পারে না, কারণ! মায়ার নেশা যে বড্ড ভয়ঙ্কর, তাই! সে ছাড়া মায়ার নেশা কাটে না।
"মায়া পৃথিবীর সবচেয়ে বাজে নেশা"