Sabuj Kumar Mohonta

Sabuj Kumar Mohonta হরেক রকম কথার জালে যাতে হারিয়ে না যায় ?

17/06/2025

🌿🌼

আজ সকাল থেকে একজন  বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর নোট বেশ কতক গ্রুপে ছড়িয়ে বেড়াচ্ছে। ব্যাপারটা খুব সাংঘাতিক একটা ব্...
07/06/2025

আজ সকাল থেকে একজন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর নোট বেশ কতক গ্রুপে ছড়িয়ে বেড়াচ্ছে। ব্যাপারটা খুব সাংঘাতিক একটা ব্যাপার, সবকিছুর সামাজিকভাবে ছড়িয়ে পড়া ভালো কিছুর জন্ম দেয় না।ঘুরেফিরে আত্মহত্যায় প্রমোট পাচ্ছে এই আমাদের করা পোস্টগুলোতে। এটা পরবর্তী অনেকের আত্মহত্যার প্ররোচক কারণ হতে পারে।যিনি বা যে যেই অবস্থাতে পড়েই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকুন না কেন,তা সবসময়ই ভুল।

জীবন মানেই সংগ্রামের,এখানে যারা বেঁচে থাকে তারাই যোদ্ধা।আর যুদ্ধের ময়দানে যে কারণেই হোক নিজে নিজের আত্মাহুতি দেয়াটা বোধহয় বীরোচিত কিছু না। আমার একটা সহজ সমীকরণ আছে এর জন্য, সিদ্ধান্তগুলো নেয়ার আগে অন্তত একবারের জন্য হলেও পরিবারের আপন লোকগুলোর চেহারা মনে করার চেষ্টা করা।বিশ্ববিদ্যালয় ভর্তি বা আপেক্ষিক কোনো বিষয়ই সফলতার মানদণ্ড হতে পারে না।

আমার জীবনের কিছু সংগ্রামের ঘটনা শেয়ার করি।আমার পরিবার ছোট্ট থেকে মধ্যবিত্ত হলেও চেষ্টা করেছে আমাকে বড় করার।ভালো কোথাও পড়ানোর,ভালো কাপড় পড়ানোর, ভালো খাওয়ানোর, আমি মনে করি উনারা উনাদের জায়গায় সফল।আমিও চেষ্টা করেছি নিজেকে মেলে ধরার,যতটুকু পেরেছি মেলে ধরেছি।স্কুল,কলেজ বা বিশ্ববিদ্যালয় নিজের স্বাক্ষর রেখেছি টুকটাক হলেও।কলেজ পরবর্তী বিশ্ববিদ্যালয় জীবনটা আনন্দে কাটলেও এখানে সংগ্রাম ছিল নিজের সাথে।সবকিছুর সাথে নিজের অংশগ্রহণ রেখেছি।রাজশাহীর মত জায়গায় এমন কোনো কাজ নাই যা ছাত্র হয়ে করি নি।বাংলাকোষ কোচিং-এর খাতা কেটেছি ৫০ মার্কস এর খাতা ৫ টাকা,১০০ মার্কস এর খাতা ১০ টাকা,এটা রাজশাহীতে আমার প্রথম কাজ।তারপর পেলাম ১৮ সালের দিকে দুইটা টিউশনি,তারপরে কাজ পেলাম শাওন ভাইয়ের প্রুফ রিডিংয়ের।ভাইয়ের সাপোর্ট একটা বড় প্রাপ্তি ছিল,আবার তারপর প্রফেশনাল বুক রিভিউদাতাও হয়েছি। Plabon Kumar এর সহায়তায় একটা পাবলিকেশন্স কিছু বই পাঠিয়ে দিত, আমি রিভিউ লিখে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিতাম এবং আমি কিছু টাকা সম্মানী পেতাম তার বিনিময়ে। শেষ কাজের অভিজ্ঞতা একটা কোচিং-এ অফিস সহকারী হিসেবে, ওখানেও চেষ্টা করেছি প্রতিষ্ঠান প্রধানের ভালো কিছুর।এত ছুটে বেড়ানোর মাঝেও চেষ্টা করেছি বন্ধুত্ব,বড়ভাই আপুদের আদর,স্যার ম্যামদের স্নেহ- ভালোবাসা,ছোটদের ভালোবাসা সবকিছুতেই ভাগ বসানো সাথে একাডেমিক ক্যারিয়ার ও যে খুব বেশি খারাপ তা কিন্তু না।ডিপার্টমেন্টের ফলাফলেও নিজেকে বলার মত কিছু ছিল।ক্যাম্পাসের লিডিং কিছু সংগঠনে খুব ভালো কিছু করতে পারার সুযোগ পেয়েছি।তারপরেও কিন্তু সমাজের বিচারে আমি সফল না,কারণ আমি এখন আত্মস্বীকৃত বেকার।হয়তোবা আমার এত বড় লেখাও কেউ পড়বেন না কারণ এত সময় কারোর নেই, আর আমি সফলদের কেউ একজন আপাতত নই।এখনো দুইটা টিউশনি আর বিসিএস এর একটা ডাইজেস্ট বইয়ের প্রুফ এর কাজ চলমান অথচ সদ্য প্রকাশিত বিসিএস প্রিলিমিনারি রেজাল্টে আমি অকৃতকার্য!
যে আমি সবসময়ই মানুষ দ্বারা আবৃত ছিলাম,সেই আমিই জীবিকার তাগিদেই নিজেকে আবদ্ধ করেছি।সফল হই,আরও অনেক গল্প বলার আছে!

তাই প্রত্যাশা নিজের কাছেও রাখি যে আমি কখনো হতাশ হবো না বা হার মানব না।সেই জন্ম থেকেই ছুটছি,আপেক্ষিক কিছু আমাকে দমাতে পারে না? ছোটবেলা থেকে যে প্রতিকূল স্মৃতিগুলো আছে তা অন্যদিন বলা যাবে কোনো এক গল্পে 💜
সবশেষে বলা একটাই,হাল ছাড়া যাবে না কিছুতেই,জীবন মানেই আশ্চর্যরকম অনিশ্চয়তা। মুদ্রার অপর পিঠের সাথে দেখা হবেই একদিন 🌿🖤 আমি পরিপূর্ণ ছিলাম যখন তখনও আমি অমলিন এক যোদ্ধা, এখন একদম মাঝমাঠে সৈনিক যোদ্ধা।তবুও আশা সফল হবোই।আমার প্রজন্মের কাছেও দাবি এত অল্পতে হারালে চলবে না নিজেরে!

-©সবুজ কুমার মহন্ত
০৮.০৬.২৩
রাজারবাগ, ঢাকা

গতকাল আমার ক্ষুদে স্টুডেন্ট মি. এস ডি সেন (সৌম্যদীপ সেন) এর জন্মদিন ছিল কিন্তু কাল অফ ছিল টিউশন,পড়াতে আসা হয়নি। আমার একদ...
27/05/2025

গতকাল আমার ক্ষুদে স্টুডেন্ট মি. এস ডি সেন (সৌম্যদীপ সেন) এর জন্মদিন ছিল কিন্তু কাল অফ ছিল টিউশন,পড়াতে আসা হয়নি। আমার একদমই মনে ছিল না কাল তার জন্মদিন ছিল,এজন্য আমার কিছু দেয়া হয় নাই আজ। সে আজ আমারে তার জন্মদিনের গিফট থেকে গিফট করেছে,এটা অনন্য ভালো লাগা।

অনেক বড় হোক মি.এসডি সেন 😍 শুভকামনায় রাখবেন

26/05/2025

সিজন দার সাথে কাটানো সেই দিনগুলো, সেই আড্ডাগুলি 😔

#রাবি

❤️
26/05/2025

❤️

গৌতম বুদ্ধ আর শ্রীচৈতন্যদেব, দুইটি উজ্জ্বল নক্ষত্র মহাপ্রাণ। তাঁদের মানবিকতা ও সত্য সুন্দরের বাণী পৃথিবীব্যাপী ছড়ানো 🌼
19/05/2025

গৌতম বুদ্ধ আর শ্রীচৈতন্যদেব, দুইটি উজ্জ্বল নক্ষত্র মহাপ্রাণ। তাঁদের মানবিকতা ও সত্য সুন্দরের বাণী পৃথিবীব্যাপী ছড়ানো 🌼

Buddha ❤️
17/05/2025

Buddha ❤️

16/05/2025

মা ❤️

16/05/2025

বৃষ্টির শব্দ আমারে মৌন করে
🌿💦🌧️☔

Wrong is wrong -Even if everyone is doing it,Right is right -Even no one is doing it 🙂
12/05/2025

Wrong is wrong -
Even if everyone is doing it,
Right is right -
Even no one is doing it 🙂

Address

Joypur
Rājshāhi

Telephone

+8801840389202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabuj Kumar Mohonta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabuj Kumar Mohonta:

Share