12/07/2025
❝তাতে আমার কি?❞ এই প্রশ্নে বিভোর আমি।
আর তাতেই আমার পরিচয়,
সম্পন্নতেই আমার উদ্ধার।
আর কত চিবুকে হাত বুলোই,
আর কারেই বাহবা দেই?
আমার সংস্পর্শেই ভিজে মাটি জ্বলে উঠে।
এই বাহবা কি আমার জন্যে?
আমি প্রকান্ড হিংসুক বৃক্ষ।
আমার আপনার করিতেই মরি আমি।
আর কতই গেয়ে বেড়াই,❝মম চিত্তে,
নিতি নৃত্যে কে যে নাচে
তা তা থৈ থৈ তা তা থৈ থৈ।❞
আমাকে উদ্ধার করবে কে?
তুমি?
নাকি প্রিয় নজরুলের,
❝গাজনের বাজনা বাজা,
কে মালিক কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে।❞
বিদ্রোহী চরণ গুলো।
হ্যা,আজ হাসি পায়!
হাসি পাচ্ছে!
আমার পরিচয় আমি জানি।
আমি ভয়ংকর বারুদ হইবার চাই।
📖-লাল কালোর দেয়াল
🖋️-AL MA M UN