রাজু কম্পিউটার এন্ড ফটোকপি

রাজু কম্পিউটার এন্ড ফটোকপি একটি আধুনিক সেবা কেন্দ্র

এখানে ছবি তোলা,ফটোকপি, নতুন নতুন চাকুরির খবরসহ অলনাইনের যাবতীয় কাজ করা হয়।

রমজানুল মোবারক
01/03/2025

রমজানুল মোবারক

🌸গল্পে গল্পে Parts of speech🌸Noun আর তার ভাইয়েরা মোট  ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Part...
25/06/2024

🌸গল্পে গল্পে Parts of speech🌸

Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।

১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।

২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।

৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।

৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।

৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা ।
মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।

৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।

(Noun ➕ Verb➕Pronoun, Noun➕ Noun)
৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।

(Sentence ➕ Sentence)
৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।নতুন দলিল লিখতে ক্রেতা বা গ্রহিতার যে বিষয়ে সচেতন থাকা জরুরী...সম্পত্তির দলিল লেখার জন্য ‘দ...
23/06/2024

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।
নতুন দলিল লিখতে ক্রেতা বা গ্রহিতার যে বিষয়ে সচেতন থাকা জরুরী...
সম্পত্তির দলিল লেখার জন্য ‘দলিল লেখক' এর কাছে দায়িত্ব দিয়েই ক্রেতার দায়িত্ব শেষ হয়ে যায় না। কেননা পরবর্তীতে দলিলে ভুল পরিলক্ষিত হলে দলিল লেখক নয় এর মাশুল গুনতে হবে ক্রেতাকেই। তাই এতে ক্রেতার সচেতনতা আবশ্যক। সম্পত্তির দলিল লেখার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে ক্রেতার লক্ষ্য রাখা প্রয়োজন:

১। দলিল সম্পাদনকারী তথা জমি দাতা (বিক্রেতা) আইনের দৃষ্টিতে সাবালক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কি না, আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত কি না তা যাচাই করে নিতে হবে৷

২। দলিলের ধরন যেমন- (ক) সাফ কবলা (খ) বায়না পত্র (গ) দানপত্র (ঘ) হেবার ঘোষনাপত্র ইত্যাদি খেয়াল করতে হবে৷

৩। ক্রেতা যে জমিটি কিনতে যাচ্ছেন সেই প্রস্তাবিত জমির পরিমাণ, বিক্রয় মূল্য (বায়না দলিল হলে বায়নায় পরিশোধিত টাকা এবং বাকী টাকা) ইত্যাদি দেখে নিতে হবে।

৪। পক্ষ পরিচয় তথ্য যেমন- দলিল গ্রহীতা/প্রথম পক্ষ, দলিল দাতা/দ্বিতীয় পক্ষ, উভয় পক্ষের পূর্ণ নাম, ঠিকানা, পেশা, ধর্ম ইত্যাদি। দলিল গ্রহীতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং দাতার ক্ষেত্রে আগত খতিয়ান (সর্বশেষ জরিপ/নামজারি খতিয়ান) এর সাথে মিল রেখে নাম ঠিকানা লেখা হয়েছে কি না দেখতে হবে।

৫। স্বত্ত্বের বর্ণনা যেমন- জমি দাতার মালিকানার ভিত্তি, দলিল মূলে হলে পূর্বের দলিলের নম্বর ও তারিখ, পর্চা/খতিয়ান নম্বর ইত্যাদি৷

৬। জমির বিক্রেতা যদি জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে মূল মালিকের সাথে বিক্রেতা যোগসূত্র/সম্পর্ক সঠিক আছে কিনা তা জেনে নিতে হবে৷

৭। দলিলে প্রস্তাবিত জমির তফশিল যেমন- জেলার নাম, উপজেলার নাম, রেজিস্ট্রি অফিসের নাম, মৌজার নাম, জেএল নম্বর, দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং জমির শ্রেণি আগত খতিয়ানের সাথে মিল আছে কি না দেখে নিতে হবে। জমির তফশিল লেখার সময় প্রত্যেক দাগে মোট জমির পরিমাণ কত এবং অত্র বিক্রয় দলিলে উক্ত দাগের মধ্যে কত একর বা শতাংশ জমি বিক্রয় করা হচ্ছে তা প্রতি ক্ষেত্রে লিখে নিতে হবে৷ তবে উল্লেখ্য যে, কোন অবস্থাতেই কয়েকটি দাগের জমি একত্রে যোগ করে একর/শতাংশ লেখা উচিত হবে না৷

৮। ক্রেতা যে জমিটি ক্রয় করতে চাচ্ছে সেই জমিটির চৌহদ্দি ঠিক আছে কি না অর্থাত্‍ উত্তর, দক্ষিণ পূর্ব, পশ্চিম পাশের জমির বর্ণনা সহ মালিকের নাম উল্লেখ করতে হবে৷

৯। জমি বিক্রেতা বা দলিল দাতা দলিলের ১ম পৃষ্ঠার উপরের ডান পাশ্বের নীচ থেকে উপরের দিকে তার নিজ নাম স্বাক্ষর করবেন অথবা নিরক্ষর হলে নিজ নামের উপরে টিপ সহি প্রদান করেছেন কি না তা দেখতে হবে৷ এছাড়াও জমি বিক্রেতা বা দাতা দলিলের শেষ পৃষ্ঠার নীচে স্বাক্ষর বা টিপ সহি করবেন৷ তবে দলিলের প্রতি পৃষ্ঠায় দাতার স্বাক্ষর বা টিপ সহি দিলে ভালো হয়৷

১০। জমির বিক্রেতা দলিলের শেষ পৃষ্ঠার নীচে যে জায়গায় তার নিজ নাম স্বাক্ষর বা টিপ সহি করেছেন ঠিক তার নীচে উক্ত দলিলটির লেখক তার নাম স্বাক্ষর করবেন। এরপর কমপক্ষে ২ জন সাক্ষী এবং অপর একজন জমির বিক্রেতাকে সনাক্ত করে সনাক্তকারী হিসাবে স্বাক্ষর করবেন।

১১। দলিলে যতদূর সম্ভব কাটাকাটি, ঘষামাঝা, অষ্পষ্টতা এড়াতে হবে তবুও যদি কোনরূপ ভুল ক্রটি ঘষামাঝা কাটাকাটি হয়েও যায় তাহলে সেক্ষেত্রে উক্ত কাটাকাটি বা ঘষামাঝা যুক্ত লাইন ও শব্দের ক্রম উল্লেখ করে দলিলের শেষাংশে কৈফিয়ত লিখে দলিল লেখককে তার নীচে স্বাক্ষর করতে হবে৷

এছাড়াও জমির ক্রেতাকে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে- বিভিন্ন জরিপের দাগ নম্বর ও খতিয়ান নম্বর যাতে দলিল লেখকের মাধ্যমে সঠিকভাবে লিখানো হয়৷ এজন্য জমির ক্রেতাকে জমি ক্রয় করার পূর্বেই তহসিল অফিস হতে জমির সঠিক দাগ নম্বর ও খতিয়ান নম্বর জেনে নিতে হবে৷ প্রয়োজনে খতিয়ানের সইমোহর নকল সংগ্রহ করতে হবে।

যেকোনো সময় প্রয়োজন হতে পারে তাই শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।

🖥️ রাজু কম্পিউটার এন্ড ফটোকপি 📷
🔴সাপ্টিবাড়ি ভূমি অফিস গেট (মাছ বাজারের বিপরীত পার্শ্বে) লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়ক সংলগ্ন
সাপ্টিবাড়ি বাজার, আদিতমারী, লালমনিরহাট।
📞01756-490796, 01880-150429(হোয়াটসঅ্যাপ)
🌐[email protected]
🌐[email protected]
★আমাদের সেবা সমূহ ★
➡️ছবি তোলা হয়
➡️ছবি থেকে ছবি তোলা হয়
➡️ফটোকপি করা হয়
➡️স্ক্যানিং করা হয়
➡️লেমেনেটিং করা হয়
➡️ই-মেইল করা হয়
➡️কম্পিউটার কম্পোজ করা হয়
➡️অনলাইনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করা হয়
➡️অনলাইনে সকল পরীক্ষার রেজাল্ট দেখা হয়
➡️সরকারী - বেসরকারি সকল নিয়োগের আবেদন ও এডমিট প্রদান করা হয়
➡️NID এর আবেদন, ভুল সংশোধন ও অনলাইন কপি বের করা হয়
★★★বিঃ দ্রঃ জমি খাজনার রেজিষ্ট্রেশন ও দাখিলা প্রদান করা , জমি খারিজের আবেদন করা, জমির খতিয়ানের সার্টিফাইড কপি ও জমি সংক্রান্ত সকল তথ্য প্রদান করা হয়।

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে।১ কাঠা = ৭২০ বর্গফুট।১ কাঠা = ৮০ বর্গগজ।১ কাঠা = ১.৬৫ শতাংশ।১ কাঠা = ১৬ ছটাক।২০ কাঠা = ১ বি...
23/06/2024

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে।

১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ৮৭১ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে
🖥️ রাজু কম্পিউটার এন্ড ফটোকপি 📷
🔴সাপ্টিবাড়ি ভূমি অফিস গেট (মাছ বাজারের বিপরীত পার্শ্বে) লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়ক সংলগ্ন
সাপ্টিবাড়ি বাজার, আদিতমারী, লালমনিরহাট।
📞01756-490796, 01880-150429(হোয়াটসঅ্যাপ)
🌐[email protected]
🌐[email protected]
★আমাদের সেবা সমূহ ★
➡️ছবি তোলা হয়
➡️ছবি থেকে ছবি তোলা হয়
➡️ফটোকপি করা হয়
➡️স্ক্যানিং করা হয়
➡️লেমেনেটিং করা হয়
➡️ই-মেইল করা হয়
➡️কম্পিউটার কম্পোজ করা হয়
➡️অনলাইনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করা হয়
➡️অনলাইনে সকল পরীক্ষার রেজাল্ট দেখা হয়
➡️সরকারী - বেসরকারি সকল নিয়োগের আবেদন ও এডমিট প্রদান করা হয়
➡️NID এর আবেদন, ভুল সংশোধন ও অনলাইন কপি বের করা হয়
★★★বিঃ দ্রঃ জমি খাজনার রেজিষ্ট্রেশন ও দাখিলা প্রদান করা , জমি খারিজের আবেদন করা, জমির খতিয়ানের সার্টিফাইড কপি ও জমি সংক্রান্ত সকল তথ্য প্রদান করা হয়।

ঈদ মোবারক
13/06/2024

ঈদ মোবারক

05/06/2024

🖥️ রাজু কম্পিউটার এন্ড ফটোকপি 📷
🔴সাপ্টিবাড়ি ভূমি অফিস গেট (মাছ বাজারের বিপরীত পার্শ্বে) লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়ক সংলগ্ন
সাপ্টিবাড়ি বাজার, আদিতমারী, লালমনিরহাট।
📞01756-490796, 01880-150429

🖥️ রাজু কম্পিউটার এন্ড ফটোকপি 📷এর সকল বিস্তারিত এখন   স্ক্যানারে
05/06/2024

🖥️ রাজু কম্পিউটার এন্ড ফটোকপি 📷
এর সকল বিস্তারিত এখন স্ক্যানারে

★ভর্তি ★ভর্তি ★ভর্তি 📜সদ্য SSC পাশ করা সকল শিক্ষার্থীদের HSC তে ভর্তির কলেজ চয়েস দেয়ার জন্য এখনি চলে আসুন🖥️ রাজু কম্পিউট...
31/05/2024

★ভর্তি ★ভর্তি ★ভর্তি
📜সদ্য SSC পাশ করা সকল শিক্ষার্থীদের HSC তে ভর্তির কলেজ চয়েস দেয়ার জন্য এখনি চলে আসুন
🖥️ রাজু কম্পিউটার এন্ড ফটোকপি 📷
🔴সাপ্টিবাড়ি ভূমি অফিস গেট (মাছ বাজারের বিপরীত পার্শ্বে) লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়ক সংলগ্ন
সাপ্টিবাড়ি বাজার, আদিতমারী, লালমনিরহাট।
📞01756-490796, 01880-150429(হোয়াটসঅ্যাপ)
🌐[email protected]
🌐[email protected]
★আমাদের সেবা সমূহ ★
➡️ছবি তোলা হয়
➡️ছবি থেকে ছবি তোলা হয়
➡️ফটোকপি করা হয়
➡️স্ক্যানিং করা হয়
➡️লেমেনেটিং করা হয়
➡️ই-মেইল করা হয়
➡️কম্পিউটার কম্পোজ করা হয়
➡️অনলাইনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করা হয়
➡️অনলাইনে সকল পরীক্ষার রেজাল্ট দেখা হয়
➡️সরকারী - বেসরকারি সকল নিয়োগের আবেদন ও এডমিট প্রদান করা হয়
➡️NID এর আবেদন, ভুল সংশোধন ও অনলাইন কপি বের করা হয়
★★★বিঃ দ্রঃ জমি খাজনার রেজিষ্ট্রেশন ও দাখিলা প্রদান করা , জমি খারিজের আবেদন করা, জমির খতিয়ানের সার্টিফাইড কপি ও জমি সংক্রান্ত সকল তথ্য প্রদান করা হয়।

Address

Saptibari
Rājshāhi

Telephone

+8801880150429

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজু কম্পিউটার এন্ড ফটোকপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজু কম্পিউটার এন্ড ফটোকপি:

Share