সুহী আপ্পি

সুহী আপ্পি উদাসী মন আলভিদা

আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন।আমরা ভালো থাকিই বা কয়দিন? 😢বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যাথা করে আবার বেশি...
29/06/2025

আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন।আমরা ভালো থাকিই বা কয়দিন? 😢বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যাথা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যাথা করে! এখন বৃষ্টির সীজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যাথা করে! মাইগ্রেন রোদে গেলে বাড়ে,আগুনের তাপে বাড়ে,চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে!😔একটু এদিক সেদিক হলেই ব্যাথা এসে হাজির ! 🙂তাই বলছি যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত! আমাদের জীবনে কিন্তু শান্তি খুবই কম থাকে 🙂

27/06/2025

সম্পর্কগুলো কখনো হঠাৎ করেই ফিকে হয়ে যায়, এক সময় যার সাথে ঘন্টার পর ঘন্টা কেটে যেত, আজ তার সাথে কথা বলতে গেলেও শব্দ খুঁজে পাওয়া যায় না, অথচ কেউ ইচ্ছে করে সরে যায় নি,কেউ চেয়েও ফিরতে পারেনি, সময় বদলায়, মানুষ বদলায়, সম্পর্কও বদলে যায়।💛😔😔😔

27/06/2025

ফেসবুক বললো সামনে মাস থেকে বড় ভিডিও অপশন থাকবে না, বরং ছোট-বড় সব ভিডিও রিলস হিসেবে গন্য হবে। আয় হবে রিলস থেকে। এদেশের মিডিয়া নিউজ করলো "ফেসবুকে ভিডিও থেকে আয় বন্ধ"৷ এত বেশি ৬ লাইন বুঝলে তো সমস্যা। এখন সিম্পল একটা নিউজ যদি এরকম হয় তাহলে বাকি নিউজগুলোর কি অবস্থা তাহলে বুঝুন আপনারা 🤣🤣🤣🤣
#হলুদ_সাংবাদিকতা

আপার খোঁজ পাওয়া গেছে, আপা ভালো আছে। ইন্ডিয়ার নিউমার্কেটে শাড়ী কিনতে গিয়েছে,, আপা পানি পুরি মিস করিয়েন না খেতে 😅😅😅😅
25/06/2025

আপার খোঁজ পাওয়া গেছে, আপা ভালো আছে।
ইন্ডিয়ার নিউমার্কেটে শাড়ী কিনতে গিয়েছে,, আপা পানি পুরি মিস করিয়েন না খেতে 😅😅😅😅

ডিসি আশরাফের সাথে যোগাযোগ করতে চাই। যোগ্যতাসম্পন্ন একটা পদে থেকেও উনি কেনো এভাবে কান্নাকাটি করছেন? কি আছে গল্প এর পেছনে।...
25/06/2025

ডিসি আশরাফের সাথে যোগাযোগ করতে চাই। যোগ্যতাসম্পন্ন একটা পদে থেকেও উনি কেনো এভাবে কান্নাকাটি করছেন? কি আছে গল্প এর পেছনে। আসলে কি আবেগ দিয়ে কি জীবন চলে??

এদিকে আমার এত আবেগ ক্যারে আমি কান্দি ক্যারে, কেও আমারে সান্তনা দেয় না ক্যারে?😂😂😂😂😂👅👅👅

25/06/2025

যে আপনার অনুপস্থিতিতেই আপনাকে সম্মান করেনা!!! 💔
তার থেকে প্রকাশ্যে সম্মান নিয়ে কি ধুয়ে পানি খাবেন🥱
এসব মানুষ প্রকাশ্যেই ঘৃণার যোগ্য গোপনে নয়👍👍👍

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :বগুড়ায় স্ত্রী হত্যার রায় স্বামীর ফাঁসির আদেশ।বগুড়ায় যৌতুকের দাবিতে নির্যাতন করে গৃহবু...
23/06/2025

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
বগুড়ায় স্ত্রী হত্যার রায় স্বামীর ফাঁসির আদেশ।

বগুড়ায় যৌতুকের দাবিতে নির্যাতন করে গৃহবুধু শিউলি বেগম হত্যা মামলার রায়ে স্বামী মাসুদ আনছারীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ওই আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়েছে। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ফাঁসির রশিতে ঝুলিয়ে এই মৃত্যুদন্ডাদেশ কার্য়কর হবে মর্মে রায়ে উল্লেখ করা হয়।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং- ১এর বিচারক মোঃ আনোয়ারুল হক আজ রোববার এই মামলার রায় দেন। ফাঁসির আদেশ প্রাপ্ত মাসুদ আনছারী বগুড়া শহরের নামাজগড় মসজিদের পাশের মৃত মাফুজুল হকের ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিহালী উত্তরপাড়ার সাহেব আলী সরকারের মেয়ে শিউলি বেগমের সাথে আসামি মাসুদ আনছারীর বিয়ে হয় এবং বিয়ের পর ঘর সংসার করা কালে তাদের সন্তান জন্ম নেয়। মাসুদ আনছারী তার স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে এবং যৌতুকের দাবিকৃত ওই টাকা না পেয়ে সে স্ত্রী শিউলী বেগমকে গত ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ির শয়ন ঘরের মধ্যে মারপিট সহ নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে ঘরের মধ্যে ফেলে রাখে। এর দুইদিন পরে আহত শিউলি বেগম তার স্বামীর বাড়িতে ২৭ ফ্রেবুয়ারি ৪ টায় মারা যায়।
এব্যাপারে নিহত ওই গৃহবধুর মা বুলি বেওয়া বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি তৎকালীন বগুড়া সদর থানার এস আই নবিউল ইসলাম তদন্ত করে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. আলী আসগার, তাকে সহায়তা করেন এপিপি এড. কারিমুল ইসলাম বকুল এবং আসামি পক্ষে এড. হুসনে নুর রশীদ রূপালী।
#কপি

19/06/2025

আমি বাদে পুরা বাংলাদেশের সবাই Savoy- এর ডিস্ককোন খায়া ফেলসে!😞😔😔😔

Address

Santahar
Rājshāhi

Telephone

+8801880502251

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুহী আপ্পি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুহী আপ্পি:

Share