
17/06/2025
জরুরি নোটিশ ____
⛈️_ আবারও সক্রিয় মৌসুমী বায়ু/বর্ষা__
১৭জুন,২০২৫ থেকে ২৭জুন ২০২৫ এর মধ্যে দেশের ওপর বয়ে যাবে মাঝারী থেকে অতি ভারী বর্ষন।
✔️দেশের ৬৪জেলায় বৃষ্টি ঘটাতে পারে, তবে মনে রাখতে হবে একটানা সকল জেলায় হবে তা নয়, এটি ধীরে ধীরে প্রথমে দেশে দক্ষিনাঞ্চল খুলনা, চট্টগ্রাম,বরিশাল উপকূল থেকে সিলেট বিভাগে দিয়ে শুরু হবে তারপর মধ্য অঞ্চল এবং পরবর্তীতে দেশে উওারঞ্চলসহ সারাদেশে কম বেশি প্রভাব পড়তে শুরু করবে।
☁️মেঘের দিক: সাধারণত দক্ষিন-পূর্ব থেকে উওর-পশ্চিম আবার কোনো সময় দক্ষিন থেকে উওর মুখি থাকতে পারে।
📛 সক্রিয়তা:১৭,১৯,২০,২১ ও ২২ জুন বেশ সক্রিয় থাকতে পারে এবং ২৩ ও ২৪ জুন সক্রিয়তা কম থাকলেও ২৫ জুন থেকে ২৭জুনের মধ্যে আবরও সক্রিয় প্রভাব বাড়বে, সাথে থাকবে মৌসুমী বায়ুর দমকা ঠান্ডা বাতাস।
🟧অধিক তীব্র সক্রিয় বিভাগ____
চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগ
🟦তীব্র সক্রিয় বিভাগ_____
ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগ
🟨মাঝারী সক্রিয় বিভাগ____
রাজশাহী ও খুলনা বিভাগ
⭕ অধিক তীব্র সক্রিয় জেলা:
💧গড় ১০দিনে বৃষ্টি পরিমান (৩৫০-৫৫০মি.মি.+)
সিলেট,সুনামগঞ্জ,হবিগঞ্জ,মৌলভীবাজার,নেএকোনা,জামালপুর,শেরপুর,ময়মনসিংহ,,চট্টগ্রাম,কক্সবাজার,রাঙ্গামাটি,বান্দরবান,খাগড়াছড়ি,ফেনী,কুমিল্লা,লক্ষিপুর,নোয়াখালী,চাঁদপুর,বি-বাড়িয়া।
⭕তীব্র সক্রিয় জেলা:
💧গড় ১০দিনে বৃষ্টি পরিমান (২৫০-৩৫০ মি.মি.+)
ঢাকা,কিশোরগঞ্জ,নরসিংদী,গাজীপুর,টুঙ্গি,টাঙ্গাইল,মানিকগঞ্চ,নারায়নগঞ্জ,মুন্সিগঞ্জ,মানিকগঞ্জ,ফরিদপুর,গোপালগঞ্জ,মাদারীপুর,রাজবাড়ী,শরীয়তপুর,রংপুর,গাইবান্ধা,নিলফামারীয়া,কুড়িগ্রাম,লালমনিরহাট,দিনাজপুর,পঞ্চগড়,ঠাকুরগাঁও,বরিশাল,পটুয়াখালী,ভোলা,পিরোজপুর,বরগুনা,ঝালকাঠি
⭕মাঝারী সক্রিয় জেলা:
💧গড় ১০দিনে বৃষ্টি পরিমান (১৫০-২৫০ মি.মি.+)
রাজশাহী,জয়পুরহাট,নাটোর,পাবনা,সিরাজগঞ্জ,বগুরা,চাপাইনবয়াবগঞ্জ,নওগাঁ,খুলনা,বাগেরহাট,যশোর,সাতক্ষীরা,মাগুরা,কুষ্টিয়া,মেহেরপুর,চুয়াডাঙ্গা,ঝিনাইদহ,নড়াইল।
⚠️বন্যা সতর্ক বিভাগ___
সিলেট,রংপুর ও চট্টগ্রাম বিভাগে এই কয়েকদিনের মধ্যে বৃষ্টি ও ভারতে মেঘালয় বৃষ্টি কারনে চর ও নিচু অঞ্চল গুলোর নদীর পানি বেড়ে বন্যা আশংকা রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকা বিভাগসহ অন্যএ সকল বিভাগে চরসমুহ অঞ্চল ও নিচু এলাকায় জলাবদ্ধতা ও সাময়িক বন্যা আশংকা রয়েছে।
⛰️পাহাড়িধ্বসের সতর্কতা____
চট্টগ্রাম বিভাগে পাহাড়ি অঞ্চল গুলোতে একটানা বৃষ্টি কারনে কোথাও কোথাও পাহাড়িধ্বসের আশংকা রয়েছে।
🌊বঙ্গোপসাগর: মৌসুমি বায়ু সক্রিয়তার ও মোসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং বায়ুচাপের তারতম্য সৃষ্টি কারনে এই তারিখের মধ্যে সাগর কিছুটা উওাল থাকতে পারে এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি সম্ভাবনা থাকায় নিরাপদে সকল নৌজান চলাচল করাই উওম এবং পর্যটক/ভ্রমণকারীদের এই সময় মধ্যে সাবধানে থাকা উচিত।
▪️এই মোসুমী বায়ু/বর্ষা/বৃষ্টি ধরন:
আকাশ হঠাৎ ঘন মেঘে ছেয়ে যাবে সাথে থাকবে হালকা দমকা বাতাস এবং নামবে হালকা থেকে মাঝারী বা ভারী বৃষ্টি, এখনে ভারী বলতে শুধু একটানা পড়াকে বুঝায়নি ভারী বলতে থেমে থেমে সারাদিন বৃষ্টি পড়বে সেটাকে বুঝানো হয়েছে। এছাড়া কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত হওয়ার সম্ভাবনা কম, কিছু কিছু সময় আকস্মিক বজ্রপাত হতে পারে। এই সময় মধ্যে যেসকল জায়গায় বৃষ্টি কম থাকবে সে সকল জাগয়ায় হালকা থেকে মাঝারী ধরনে ভ্যাপসা গরম থাকতে পারে, তবে এর তারিখে মধ্যে বেশিরভাগ জায়গায় গরমে তীব্রতা কিছুটা কম থাকতে পারে।
♐চিএে ছবিতে রংয়ের মাধ্যমে আনুমানিক বুঝানো হলো অধিক তীব্র,তীব্র ও মাঝারী সক্রিয় বৃষ্টি স্থান।
🟧অধিক তীব্র - 🟦 তীব্র 🟨 মাঝারী
____নিরাপদ থাকুন
____নিজেকে ও পরিবারকে প্রকৃতি বিপদ থেকে বেচে ____থাকতে আবহাওয়া বুলোটিন গুলো পরুন।
ধন্যবাদ,
সাথে থাকুন
সূত্র : বেসরকারি আবহাওয়া সংস্থা।