
23/08/2024
" #লাভ_ফ্রম_চাঁপাইনবাবগঞ্জ" আমাদের নতুন ইভেন্ট।
ইনশাআল্লাহ কুমিল্লা ফেনী নোয়াখালীর বন্যা দুর্গতদের জন্য চাঁপাইনবাবগঞ্জ বাসীর পক্ষে ভালো একটা ফান্ড সংগ্রহ করতে পারবো আমরা।
আয়োজনেঃ
#চাঁপাইনবাবগঞ্জ_জেলা_স্বেচ্ছাসেবী_প্লাটফর্ম
"ফান্ড সংগ্রহের কাজ শুরু হচ্ছে ২৩ আগস্ট থেকে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত"
***বিতর্ক এড়াতে ও টাকার হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের গৃহীত #সিদ্ধান্ত_সমূহঃ
১. শুধুমাত্র একটি নাম্বারেই টাকা পাঠাবেন। সর্বসম্মতিক্রমে মুহাম্মদ মাইনুল ইসলাম কে হিসাবের দায়িত্ব দেয়া হয়েছে। {০১৭২৩-৫০১৩২৮}
২. মোবাইল ব্যাংকিং ছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা আসলে সংশ্লিষ্ট সংগঠন মুহাম্মদ মাইনুল ইসলাম কে টাকা জমা দিবেন। কোন সংগঠন থেকে কত টাকা অসলো এটা সে সুস্পষ্ট ভাবে লিপিবদ্ধ রাখবে।
৩. মুহাম্মদ মাইনুল ইসলাম টাকার হিসাবের স্বচ্ছতার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের কাছে দায়বদ্ধ থাকবে।
৪. ত্রান সামগ্রী যেন উপযুক্ত ভুক্তভোগী ও অসহায়দের মাঝে ঠিকমতো পৌঁছে, এজন্য আক্রান্ত অঞ্চলের গ্ৰহনযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সমন্বয় করা হবে।
৫. চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতির দিকেও নজর রাখা হবে, নিজ জেলা আক্রান্ত হলে পুরো টিম সর্বাত্মক ভাবে কাজে নেমে পড়তে প্রস্তুত থাকবে।
৬. অংশগ্রহণ কৃত সকল স্বেচ্ছাসেবক সংগঠন এই উদ্যোগের জন্য কৃতিত্বের সমান অংশীদার বিবেচিত হবে।
৭. বাস্তবতা বিবেচনায় রেসকিউ টিম তৈরি করে চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেক দূরে আক্রান্ত অঞ্চলে রেসকিউ কার্যক্রমে আমাদের টিমের অংশগ্রহণ করা কঠিন। আমাদের টার্গেট বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ।
জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে আসার আহ্বান করছি।