Musayib Ibne Said

Musayib Ibne Said الحمد لله على كل حال
"সর্বদা সৎভাবে থাকার চেষ্টা করি"
https://youtube.com/

16/10/2024

যখন একটু ছোট ছিলাম। তখন লিখেছিলাম...

আয়াতুল কুরসি         লেখা : মুসাইয়্যিব ইবনে সাঈদ
21/08/2024

আয়াতুল কুরসি লেখা : মুসাইয়্যিব ইবনে সাঈদ

অনুশীলনের সময় اَسْتـغْفِرُ اللّه (আস্তাগফিরুল্ল-হ্) নিজের মতো করে সাজালাম।
14/08/2024

অনুশীলনের সময় اَسْتـغْفِرُ اللّه (আস্তাগফিরুল্ল-হ্) নিজের মতো করে সাজালাম।

অনুশীলন করছি...
11/08/2024

অনুশীলন করছি...

  practice
11/08/2024

practice

10/07/2024

সিজদায় ডাকুন, কারো কানে ফিসফিস করে বলার ন্যায় স্পষ্ট শুনছেন তিনি!
হৃদয়ে উদিত হবার আগেই খবর তাঁর জানা, তিনিতো অন্তর্যামী রব্বানা!

12/06/2024

জান্নাতের ৮ টি দরজা খুলে যাবে! সুবহা-নাল্ল-হ!
Arif Bin Habib

سُبْحَانَ اللّه!
10/05/2024

سُبْحَانَ اللّه!

18/02/2024

কুরআন তেলাওয়াতে হৃদয়ে প্রশান্তি মেলে। সূরা মুযযাম্মিল, কিছু অংশ

04/02/2024

আলহামদুলিল্লাহ!

28/01/2024

আলহামদুলিল্লাহ! একদম নিজ হাতে মুরগির জন্য পরিপূর্ণ দুই তালা বিশিষ্ট একটি ঘর তৈরি করলাম।

প্রতিটি ঘরের দৈর্ঘ্য প্রায় চার ফুট দশ ইঞ্চি আর প্রস্থ আড়াই ফুট। উচ্চতা দুই ফুট করে।
নীচে ট্রে সিস্টেম করেছি। যাতে মুরগির বিষ্ঠা গুলো নীচে ট্রেতে পরে। এতে করে পরিষ্কার করা সহজ হবে। মুরগির শরীরে মল লেগে থাকবে না। মলের কারণে মুরগির বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। আর নিচে প্রায় এক ফুট ফাকা রেখেছি। এই খাচার মুরগির বিষ্ঠা গুলো নীচে ঝারু দিয়ে পরিষ্কার করে নেয়া যাবে। সর্বোপরি নিজে হাতে এমন একটি খাচা বানাতে পেরে অনেক ভালো লাগছে। মহান আল্লাহর প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। জিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন।
#দেশি_মুরগি_পালন #দেশি_মুরগির_ঘর_তৈরি #মুরগির_দুই_তালা_ঘর

19/01/2024

প্রতিনিয়ত আমি আমার মালিকের নাফরমানী করে যাচ্ছি, অথচ তিনি আমাকে দেখছেন। সুস্থ সবল শরীর নিয়ে চলাফেরা করবার তৌফিক দিচ্ছেন। আজ যে সুস্থ শরীর নিয়ে গুনাহে ডুবে আছি, এ সুস্থতা তাঁরই দান। আমার কর্তব্য ছিল তাঁর কদমে লুটে পরে থাকা। তার প্রতি কৃতজ্ঞ হওয়া। সিজদায় তাঁকে স্মরণ করা। অথচ আমি তাঁকে স্মরণ করছি না! একদিন তাঁর কাছেই ফিরে যেতে হবে। থাকতে হবে অন্ধকার কুঠুরিতে। যেখানে শুধু মহান আল্লাহ তা'আলা ব্যতীত কেউ আপন থাকবে না। কেনো তাঁকে চিনছিনা! কেনো তাঁকে জানছি না! কেনো তাঁর হুকুম গুলো মানছি না! তিনি তো তাঁর বান্দার ভালোই চান! মা যেমন সন্তানের ভালো চান। তার চাইতে হাজার গুন বেশী ভালো চান মহান আল্লাহ তা'আলা। কত ভালোবাসেন আমাদেরকে! ভালোবেসেই তো আমাদের বানিয়েছেন। শ্রেষ্ঠত্ব দান করেছেন। আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ সৃষ্টি উপাধি দিয়েছেন। অথচ আমরা আজ কতখানি শ্রেষ্ঠ হতে পেরেছি মহান আল্লাহর দরবারে। নিজেদের দিকে তাকালেই বুঝে আসবে। গুনাহের কাজ ছেড়ে দেবার ব্যপারে দৃঢ়প্রতিজ্ঞ হই। মহান আল্লাহকে খুশি করে তাঁর সন্তুষ্টি অর্জনে প্রতিযোগী হই। প্রতিনিয়ত তাঁর প্রতি কৃতজ্ঞ হই। এতে করে তিনি আমাদের যাবতীয় বালা মসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ। হৃদয়ে প্রশান্তি ঢেলে দেবেন। তাঁর প্রিয় বান্দা হিসেবে কাছে টেনে নেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তা'আলা তৌফিক দান করুক, আমীন।
১৯, জানুয়ারি, ২০২৪
এশা বাদ

17/01/2024

আয়াতুল কুরসী। কুরআনুল কারীমে ফযিলতপূর্ণ একটি আয়াত।

10/01/2024

সত্তর হাজার ফেরেশতার ক্ষমাপ্রার্থনা ও শাহাদাতের মর্যাদা লাভের আমল।

07/01/2024

হরকত দিয়ে হরফের উচ্চারণ।

06/01/2024

আরবী ২৯ টি হরফের সহি উচ্চারণ।

Address

Lalmonirhat
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musayib Ibne Said posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Musayib Ibne Said:

Share