Kotkoti Apa

Kotkoti Apa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kotkoti Apa, Video Creator, Nawabganj, Rajshahi.

23/05/2025

দেশে কি শুরু হইলো বুঝলাম না🙂

21/05/2025

রিমঝিম রিমঝিম,
রুনঝুন রুনঝুন!

20/05/2025

নোবেল চুরি হয়ে গেল!🙄

19/05/2025

যারা সাম‌নে আসা ভিডিও দে‌খেন ও রি‌প্লে ক‌মেন্টস বে‌শি কর‌তে পা‌রেন,তারাই সফল।

19/05/2025

নুসরাত ফারিয়া গ্রেপ্তার!😳

17/05/2025

এই সান্ডা খাবা?🙂

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!রিকশ...
16/05/2025

খুব অবাক না হলেও, কৌতুহলবসত জিজ্ঞেস করলাম,
আমিঃ ভাইজান আপনার জামাটা ছিড়ে গেছে, কিন্তু এতো সুন্দর করে কে সেলাই করলো??!
রিকশাওয়ালাঃ ভাই আমার বৌ করছে। এক সাহেবের লগে ঝগরা হইছিলো, হেয় টান দিয়া ছিরসে৷ আমার শাশুরি দিছিলো জামাডা। ভাই জানেন, আমার বৌয়ের না গুন আছে। অনেক কিছু বুঝে না ৷ তবুও আমি কিছু কই না। আমি খুব ভালা পাই তারে। আসলে বুঝি তো বাপ মারে রাইখা আমার লগে তাহে। আর আমি গরীব সামান্য রিকশা চালাইয়া দুইডা টাকা কামাই ৷ দুঃখ হয় তেমন কিছুই এহনও দিতে পারিনাই। কিন্তু ভাই বিশ্বাস করেন ডাইল ভাতটাও যে কি সুন্দর কইরা রান্দে।
আমিঃ আলহামদুলিল্লাহ!!! ভাইজান আপনার সুখে আমিও সুখী হলাম ৷ এখানেই রাখেন আর যেতে হবে না, ৫০ টাকা ভাঙতি দেন।
বিঃদ্রঃ ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই সে আমাকে বুঝিয়ে দিলো বউয়ের প্রতি কতটা ভালোবাসা আর শ্রদ্ধাবোধ তার ৷ সারাদিন কাজ করে ক্লান্ত হলেও বউয়ের প্রতি কতটা নমনীয় সে ৷ হতে পারো তারা স্বামী স্ত্রী গরীব ঘরের ৷ কিন্তু তাদের মাঝে থাকা ভালোবাসার পরিসীমাটা বিলগেটসের টাকার অংকের চেয়েও সীমাহীন 💜
বেঁচে থাকুক ভালোবাসাগুলো...💟
সুখ কী?
কেমন থাকলে সেটাকে সুখে থাকা বলা হয়?
আমার তো মনে হয় এটাই সুখ অনেক ভালোবাসা শান্তি।
খুব ভালো লাগলো লেখাটা পড়ে তাই শেয়ার করলাম
– সংগৃহীত
Courtesy - The Islamic Mind #সংগৃহীত

15/05/2025

১০ হাজার ফলোয়ার্স পূরণ করতে সবাই হেল্প করুন!🙂

13/05/2025

আরে ভাই ঘুমান না কেন?🙄

বাংলাদেশের প্রতিটা পরিবারেরই একটি করে পলাশের মা আছে । মা না থাকলেও বোন আছে বা অন্য কেও আছেই । তারা তাদের সন্তান দের সামন...
11/05/2025

বাংলাদেশের প্রতিটা পরিবারেরই একটি করে পলাশের মা আছে । মা না থাকলেও বোন আছে বা অন্য কেও আছেই ।
তারা তাদের সন্তান দের সামনে এক রূপ আর বউয়ের সাথে অন্য রূপ ।
সেই ভয়ংকর রূপ বাড়ির বউ ছাড়া কেও জানে না ।

কি পরিমাণের নাটক বাজ এরা সেটা এই দুর্ভাগা বউ গুলি ছাড়া কেও জানে না ।
বেশির ভাগ মেয়ে ধৈর্য ধরে চুপ থাকে পরিবার ও সামজিকতা রক্ষায় ।
একটাই ভাবনা একদিন সব ঠিক হয়ে যাবে ।
সেই একদিন আর আসে না কারণ হাসবেন্ড ও তো ওই পরিবার ই একজন ।
একটা সময় তাদের অত্যাচার কমলেও স্বামী নামক সব থেকে আপন মানুষ টি ও তার আসল রূপ দেখাতে শুরু করে ।
ইতিতমধ্যেই নিজের দিকে তাকিয়ে দেখবেন আপনার সময় শেষ, বোবা কান্না আর নিজের মধ্যে গুটিয়ে যাওয়া জীবনের শেষ পরিণতি ।
হায়রে নারীর জীবন , তবুও নারীরই সকল গ্লানি আর কলঙ্ক ।

ভুল করে যে নারী প্রতিবাদ করার চেষ্টা করবে নিজের সুখ ভালো থাকা খুঁজবে সে চারদিকে তাকিয়ে শুধু ধুধু বালুচর দেখবে 😥

দুমুখো সাপ!
10/05/2025

দুমুখো সাপ!

ভোর বাজে চারটা, বাংলাদেশে এখন দশটা।ঘুম ভেঙে হঠাৎ মোবাইলে চোখ গেলো। মোবাইলে দুইটা টাইম সেট করা একটা এখানকার আরেকটা দেশের।...
08/05/2025

ভোর বাজে চারটা, বাংলাদেশে এখন দশটা।
ঘুম ভেঙে হঠাৎ মোবাইলে চোখ গেলো। মোবাইলে দুইটা টাইম সেট করা একটা এখানকার আরেকটা দেশের।

আমার ওয়ালপেপারে বাবুর (আমার ভাগনী) ছবি দেওয়া। রিসেন্ট আমি সবচেয়ে বেশি মিস করছি ওকে।

এখানে সব কিছু পাওয়া যায়, কোনো কোনো জিনিস নিজের ইমেজিনেশনের চেয়েও বেশি পাওয়া যায়। খুব সুন্দর সাজানো গোছানো ছিমছাম একটা দেশ।

এখানকার সবচেয়ে একটা জিনিস যেটা সবসময় বাহিরের দেশের আমার মনে ধরে, এখানে কেউ কারও দিকে তাকায় না, কাউকে কেউ জাজ করে না, কে কি খাচ্ছে, কি নিচ্ছে, কোথায় থাকছে কিছুই না।

সেদিন আতিফ আসলামকে দেখলাম রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। না আছে কোনো বডিগার্ড না আছে সাথে অন্য কেউ। কারও একটু সময়ও নেই যে সে কে তার সাথে যেয়ে একটু কথা বলি। অথচ ওখানে কতো বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি সবাই তাকে চিনতেছে।

তাদের কাছে জীবনটা খুবই সিম্পল, আর্লি এজে তারা কাজ করে বুড়া বয়সে তারা বুড়া বুড়ি সময় কাটায়। তারা আগে থেকেই প্লান করে কবে তারা রিটায়ারমেন্টে যাবে, এরপর কোথায় থাকবে, কিভাবে থাকবে সবকিছু।। অল্পতেই খুশি মানুষগুলোর জীবন আসলেই সুন্দর।

শুধু কাড়ি কাড়ি টাকা মানেই জীবন স্যাটেল এটা একটা চরম ভ্রান্ত ধারণা। এদেরকে দেখে মনে হয় জীবনে কতো সিম্পলি খুশি থাকা যায়, তাই হয়তো ডাচ বাচ্চাদের সবচেয়ে হ্যাপি চাইল্ড বলা হয়।

ছবিটা তুলেছি এক নদীর পাশে, এদের নদীগুলাও খুব ছোট, আমার দেশের ধারের কাছেও নেই এগুলো। পাশে বসে ফুল কুড়াচ্ছি, ভালো লাগতেছে। একজন এসে বলছে আমি হেল্প করব?
অথচ এই সেম ছবি আমার নানী বাসার নদীতে তুললে বলত ঢং দেখলে বাচিনা, আদিক্ষেতার শেষ নেই, আমাদের গ্রামে অনেক এমন জিনিস আছে আপা কুড়ায় দিয়ে যান, এগুলো আবার দেখানোর কি হইলো আরও কতো কিছু।

জীবন সুন্দর তবে শুধু চোখে নয়,
মানুষের মনমানসিকতায়। ❤️

© Nowrin

Address

Nawabganj
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kotkoti Apa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category