Defence information

Defence information Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Defence information, Joypur, Rajshahi.

আপনার স্বপ্ন যদি হয় ডিফেন্সের চাকরি,, বা যে কোন বাহিনীর (সেনা/নৌ/বিমান/পুলিশ/বিজিবি/আনসার/) নতুন নতুন খবর সবার আগে পেতে Bd Armed forces এই পেইজে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকেন আশা করি সবার আগে আপডেট পাবেন ইনশাআল্লাহ। সবাই পাশে থাকেন নতুন পেইজেটির।

জুলাইয়ে বিজিবির অভিযানে ১৭৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দচলতি বছরের জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভ...
13/08/2025

জুলাইয়ে বিজিবির অভিযানে ১৭৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

চলতি বছরের জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১১ আগস্ট) বিজিবির সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ১৯ কেজি ৮৩৮ গ্রাম রূপা, ১৫ হাজার ৪১টি শাড়ি, ৮ হাজার ৮১১টি থ্রিপিস বা শার্টপিস বা চাদর বা কম্বল, ২ হাজার ২৯৬টি তৈরি পোশাক, ২ হাজার ৯৪১ মিটার থান কাপড়, ২ লাখ ৮৯ হাজার ৬১টি কসমেটিক্স সামগ্রী, ১০ লাখ ৯১ হাজার ২৭২টি আতশবাজি, ৩ হাজার ৯২১ ঘনফুট কাঠ, ৩ হাজার ৩৪৫ কেজি চা পাতা, ৬৮ হাজার ১২৯ কেজি সুপারি, ১৬ হাজার ১৩৪ কেজি সার, ১০ হাজার ৮৭৫ কেজি কয়লা, ৪০ হাজার ৩৭৩ কেজি সুতা বা কারেন্ট জাল, ৩৪৩টি মোবাইল, ৪৬৮টি মোবাইল ব্যাটারি, ৭ হাজার ৮৬১টি মোবাইল ডিসপ্লে, ৪৬ হাজার ৬৪৪টি চশমা, ৬ হাজার ০২৪ কেজি বিভিন্ন প্রকার ফল, ৬০৭ লিটার ভোজ্য তেল, ৯৫১ লিটার ডিজেল, ৭ হাজার ৮৩৫ কেজি জিরা, ৫৯১ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১৯১ ব্যাগ চিংড়ি মাছের পোনা, ১ হাজার ৯৬৩ কেজি কফি, ২ লাখ ২২ হাজার ৮৯৯ পিস চকোলেট, ৯৪৩টি গরু বা মহিষ, ২টি কষ্টি পাথরের মূর্তি, ৫টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ বা মাহেন্দ্র, ৭টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ২০৬টি নৌকা, ৫৭টি সিএনজি বা ইজিবাইক বা রিক্সা, ৫৩টি মোটরসাইকেল এবং ৪২টি বাইসাইকেল বা ভ্যান।

এতে আরও বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি দেশীয় বা বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি এসএমজি, ২টি রাইফেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ৫টি ম্যাগাজিন, ৭৫টি গোলাবারুদ, ৫০০ গ্রাম গান পাউডার এবং ১১টি অন্যান্য অস্ত্র গুলি।

এছাড়া গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে—৯ লাখ ৮৯ হাজার ৫৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, ১৪০ গ্রাম কোকেন, ১০ হাজার ৬৮৭ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৮৭০ বোতল বিদেশী মদ, ৩৩৪ লিটার বাংলা মদ, ৯৪১ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪ লাখ ৬ হাজার ৬৩৭ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৫৫ কেজি তামাক পাতা, ৮০ হাজার ৬৯৯টি নেশাজাতীয় ট্যাবলেট বা ইনজেকশন, ৪ হাজার ৯৫৯ বোতল ইস্কাফ সিরাপ, ৯ হাজার ২৯৮টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ৩৭ লাখ ৭৩ হাজার ২১২ টি বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৩ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২০৪ জন বাংলাদেশী নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
#সীমান্ত #বিজিবি #উদ্ধার

জুলাই মাসে বিজিবি’র অভিযানে ১৭৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ..........................বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জ...
12/08/2025

জুলাই মাসে বিজিবি’র অভিযানে ১৭৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ..........................

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকা ও অভ্যন্তরে অভিযান চালিয়ে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ১৯ কেজি ৮৩৮ গ্রাম রূপা, ১৫,০৪১টি শাড়ি, ৮,৮১১টি থ্রিপিস-শার্টপিস-চাদর-কম্বল, ২,২৯৬টি তৈরি পোশাক, ২,৯৪১ মিটার থান কাপড়, ২ লাখ ৮৯ হাজার ৬১টি কসমেটিক্স সামগ্রী, ১০ লাখ ৯১ হাজার ২৭২টি আতশবাজি, ৩,৯২১ ঘনফুট কাঠ, ৩,৩৪৫ কেজি চা পাতা, ৬৮,১২৯ কেজি সুপারি, ১৬,১৩৪ কেজি সার, ১০,৮৭৫ কেজি কয়লা, ৪০,৩৭৩ কেজি সুতা ও কারেন্ট জাল, ৩৪৩টি মোবাইল, ৪৬৮টি ব্যাটারি, ৭,৮৬১টি মোবাইল ডিসপ্লে, ৪৬,৬৪৪টি চশমা, ৬,০২৪ কেজি ফল, ৬০৭ লিটার ভোজ্য তেল, ৯৫১ লিটার ডিজেল, ৭,৮৩৫ কেজি জিরা, ৫৯১ প্যাকেট বীজ, ১৯১ ব্যাগ চিংড়ি পোনা, ১,৯৬৩ কেজি কফি, ২ লাখ ২২ হাজার ৮৯৯টি চকোলেট, ৯৪৩টি গরু-মহিষ এবং ২টি কষ্টি পাথরের মূর্তি। এছাড়া যানবাহনের মধ্যে ৫টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ/মাহেন্দ্র, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ২০৬টি নৌকা, ৫৭টি সিএনজি/ইজিবাইক/রিকশা, ৫৩টি মোটরসাইকেল ও ৪২টি বাইসাইকেল/ভ্যান রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি দেশীয় ও বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি এসএমজি, ২টি রাইফেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ৫টি ম্যাগাজিন, ৭৫ রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গানপাউডার এবং ১১টি অন্যান্য অস্ত্র।

এ সময় বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৫৮৩ পিস ইয়াবা, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৩ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, ১৪০ গ্রাম কোকেন, ১০,৬৮৭ বোতল ফেনসিডিল, ৭,৮৭০ বোতল বিদেশি মদ, ৩৩৪ লিটার বাংলা মদ, ৯৪১ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪ লাখ ৬ হাজার ৬৩৭ প্যাকেট বিড়ি-সিগারেট, ৪৫৫ কেজি তামাক পাতা, ৮০ হাজার ৬৯৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪,৯৫৯ বোতল ইস্কাফ সিরাপ, ৯,২৯৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৩৭ লাখ ৭৩ হাজার ২১২টি বিভিন্ন ধরনের ট্যাবলেট ও ওষুধ।

বিজিবি জানায়, এসব অভিযানে ইয়াবাসহ মাদক ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২০৪ বাংলাদেশি ও ৯ ভারতীয় নাগরিককে আটক করা হয়। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪০ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।Bangladeshi cuisine

বিজিবি আরো খবর পেতে ফলো করুন Defence information পেইজ।
#বিজিবি #সীমান্ত #জুলাই #চোরাচালান #আটক #উদ্ধার

বিজিবির মানবিক উদ্যোগ: রাঙামাটির ভূষণছড়ায় বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা-কবরস্থানের উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠী...
12/08/2025

বিজিবির মানবিক উদ্যোগ: রাঙামাটির ভূষণছড়ায় বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা-কবরস্থানের উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জেনারেটর, ঢেউটিন, সিমেন্ট, সোলার প্যানেল বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে রাঙামাটির ভূষণছড়ায় বিভিন্ন স্কুল-কলেজ ও মসজিদ-মাদ্রাসা-কবরস্থানের উন্নয়নকল্পে জেনারেটর, ঢেউটিন, সিমেন্ট, সোলার প্যানেল বিতরণ, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী ক্রয় এবং স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট সকালে বিজিবি'র ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর এর অধিনায়ক লেঃ কর্নেল মোহম্মদ মাহমুদুর রহমান নিয়াজ 'সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প' এর আওতায় ভূষণছড়া আইডিয়াল কলেজের জন্য জেনারেটর, আমতলা তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা ও হেফজখানার উন্নয়নকল্পে ঢেউটিন ও সিমেন্ট এবং ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জন্য সোলার প্যানেল বিতরণ করেন। এছাড়াও উজানছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, ভূষণছড়া এলাকার দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য বই ও শিক্ষা উপকরণ ক্রয় এবং দুস্থ-অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আমতলা কবরস্থানের মাটি ভরাট ও মসজিদের ওযুখানা নির্মাণ, ভূষণছড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন এবং এ্যারাবুনিয়া বাজার জামে মসজিদ রং করার জন্য আর্থিক অনুদান প্রদান করা।

এসময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ, বর্ণিত স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফলো করুন Defence information পেইজ।

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ=====ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ...
12/08/2025

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ
=====
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার কালাছড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিষ্ণপুর বিওপি থেকে নায়েব সুবেদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২০১২/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাছড়া এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে ভারত থেকে কয়েকজন সন্দেহজনক চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ধাওয়া দেয়। এসময় চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়-১ হাজার ১৮৬ বোতল ভারতীয় ইস্কপ,১০০ কেজি গাঁজা,৭০ বোতল ফেন্সিডিল,জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।
#বিজিবি #বর্ডারগার্ডবাংলাদেশ #বর্ডার #সীমান্ত #বর্ডারগার্ড

12/08/2025

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। Defence information





‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ এর দ্বিতীয় পর্ব পরিদর্শন করলেন মাননীয় নৌবাহিনী প্রধানবাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমি...
12/08/2025

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ এর দ্বিতীয় পর্ব পরিদর্শন করলেন মাননীয় নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আজ ১২ই আগস্ট ২০২৫ ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচির দ্বিতীয় পর্বের বাছাই অনুশীলন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সাঁতারুদের সাথে মতবিনিময় করেন।

গত ১৫ জুলাই শুরু হওয়া এ কর্মসূচি আগামী ০৫ নভেম্বর পর্যন্ত চলবে। এর আগে ০৫ জুলাই দেশের ৬৪ জেলার ১৫টি ভেন্যু থেকে ৬৩০ জন সাঁতারু বাছাই করা হয়। বাছাইকৃত সাঁতারুদের ০৬টি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে বিশ্বমানের সাঁতারুতে পরিণত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকা নিয়ে এরাই পদচারণ করবে বলে আশা ব্যক্ত করেন মাননীয় নৌবাহিনী প্রধান। নৌ বাহিনীর সংক্রান্ত খবর পেতে চোখ রাখেন Defence information পেইজ।


🇧🇩⚓🏊‍♂️🇧🇩

দেশ মাতৃকা রক্ষায় সদা প্রস্তুত। বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তের অতন্দ্র প্রহরী। বিজিবি সংক্রান্ত খবর পাবেন ইনশাআল্লাহ ফ...
12/08/2025

দেশ মাতৃকা রক্ষায় সদা প্রস্তুত। বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তের অতন্দ্র প্রহরী। বিজিবি সংক্রান্ত খবর পাবেন ইনশাআল্লাহ ফলো করুন Defence information পেইজে

#বিজিবি #বর্ডারগার্ডবাংলাদেশ #বর্ডার #সীমান্ত #বর্ডারগার্ড

পুলিশে আবেদনকারীদের জন্যযাদের সামনে মাঠ পরীক্ষাসহ মানসিক ও শারীরিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এখনই প্রস্তুতি শুরু করুন—মানস...
12/08/2025

পুলিশে আবেদনকারীদের জন্য
যাদের সামনে মাঠ পরীক্ষাসহ মানসিক ও শারীরিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এখনই প্রস্তুতি শুরু করুন—মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতা বাড়ান সাফল্যের জন্য।
বিজিবি সংক্রান্ত খবর পেতে ফলো করুন Defence information পেইজ।

#পুলিশ

কক্সবাজারে ইয়াবাসহ নারী মাদক কারবারিকে আটক করেছে বিজিবি=====কক্সবাজার উখিয়ার রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক হাজার প...
11/08/2025

কক্সবাজারে ইয়াবাসহ নারী মাদক কারবারিকে আটক করেছে বিজিবি
=====
কক্সবাজার উখিয়ার রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ৩৪ বিজিবি। সোমবার (১১ আগস্ট) বেলা ১২টায় সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার এবং নারীকে আটক করা হয়। ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল বিষয়টি নিশ্চিত করেছেন। আটক নারীর নাম আয়েশা বেগম। তিনি রামুর দক্ষিণ খুনিয়াপালং এলাকার বদি আলমের স্ত্রী। ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, ওই নারীর সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় একটি স্মার্টফোনও জব্দ করা হয়। Defence information পেইজে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিয়ে পাশে থাকেন
#বিজিবি #বর্ডারগার্ডবাংলাদেশ #বর্ডার #সীমান্ত #বর্ডারগার্ড

টেকনাফে বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে ২১৮ পুরুষ-মহিলা ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান।‎=====‎সুত্র জানায়, ১১ আগস্ট ২০২৫ইং সকা...
11/08/2025

টেকনাফে বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে ২১৮ পুরুষ-মহিলা ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান।
‎=====
‎সুত্র জানায়, ১১ আগস্ট ২০২৫ইং সকাল সাড়ে ১১টা হতে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান, (পিএসসি) র সার্বিক দিক-নির্দেশনায় টেকনাফ বিওপি সংলগ্ন টেকনাফ চৌধুরী পাড়া হাজী ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে* বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার বিএসএস- ১০২৫২৯ মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত পুরুষ-২৩, মহিলা-১৩০ এবং শিশু-৬৫ মোট ২১৮জন গরীব, অসহায় ও দুঃস্থ স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেন। Defence information নতুন পেইজে ফলো করুন
#বিজিবি #বর্ডারগার্ডবাংলাদেশ #বর্ডার #সীমান্ত #বর্ডারগার্ড

প্রশিক্ষক; সিভিলিয়ান থেকে সৈনিকে রূপান্তরের কারিগর যারা। আপনাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। Defence information  #বিজি...
11/08/2025

প্রশিক্ষক; সিভিলিয়ান থেকে সৈনিকে রূপান্তরের কারিগর যারা। আপনাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। Defence information
#বিজিবি #বর্ডারগার্ডবাংলাদেশ #বর্ডার #সীমান্ত #বর্ডারগার্ড

বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের সাথে ফিলিস্তিন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত হিজ ইউসুফ রামাদানের সৌজন্য সাক্ষাৎবাংলাদেশ নৌবাহ...
11/08/2025

বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের সাথে ফিলিস্তিন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত হিজ ইউসুফ রামাদানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরে ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এই দুঃসময়ে ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তরিক সংহতি প্রকাশ করেন এবং বন্ধুত্ব, শান্তি ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Courtesy Call of His Excellency Mr. Yousef Ramadan, Ambassador of the State of Palestine with Respected Chief of Naval Staff

Chief of the Naval Staff Admiral M Nazmul Hassan welcomed H.E. Mr. Yousef Ramadan, Ambassador of the State of Palestine in Dhaka, at the Naval Headquarters, Banani, Dhaka. In this cordial meeting, discussions were held on strengthening bilateral relations, enhancing mutual cooperation and future collaboration.

Chief of Naval Staff of Bangladesh Navy expressed heartfelt solidarity with the people of Palestine during these challenging times, reaffirming our commitment to friendship, peace and mutual support.



🇧🇩🇧🇩 🇵🇸🇵🇸

Address

Joypur
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Defence information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Defence information:

Share