Defence information

Defence information Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Defence information, joypurhat, Rajshahi.

আপনার স্বপ্ন যদি হয় ডিফেন্সের চাকরি,, বা যে কোন বাহিনীর (সেনা/নৌ/বিমান/পুলিশ/বিজিবি/আনসার/) নতুন নতুন খবর সবার আগে পেতে Bd Armed forces এই পেইজে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকেন আশা করি সবার আগে আপডেট পাবেন ইনশাআল্লাহ। সবাই পাশে থাকেন নতুন পেইজেটির।

01/11/2025
01/11/2025

সীমান্তের অমর প্রহরীর শেষ যাত্রা
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সৈনিক আকতার হোসেনের আত্মত্যাগ

সকালের আকাশে হালকা কুয়াশা। ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামে আজ এক অদ্ভুত নীরবতা। গ্রামের পথে পথে মানুষের ঢল—সবাই অপেক্ষা করছে এক বীর সন্তানের ফেরার। কিছুক্ষণের মধ্যেই বিজিবির হেলিকপ্টার ভূপাতিত হয় গ্রামের মাঠে। লাল-সবুজে মোড়ানো কফিন নামানো হয় ধীরে ধীরে। চারদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসে ভেসে আসে কান্নার শব্দ—“আমার ছেলে আকতার ফিরে এলো, কিন্তু নিথর দেহে!”

নায়েক আকতার হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বীর নম্বর ৬২১১৬। দেশের সীমান্তরেখায় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন এই নির্ভীক সৈনিক। তাঁর মৃত্যুর খবর শুধু পরিবার নয়, পুরো গ্রাম, পুরো জাতিকেই স্তব্ধ করে দিয়েছে।

১২ অক্টোবর ২০২৫, সকাল। বান্দরবনের রেজুআমতলী সীমান্তের পেয়ারাবুনিয়া এলাকায় নিয়মিত টহলে ছিলেন নায়েক আকতার ও তাঁর দল। হঠাৎ প্রবল শব্দে কেঁপে ওঠে সীমান্তের মাটি। মায়ানমারের সশস্ত্র সংগঠন ‘আরাকান আর্মি (AA)’ সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়। আহত হন আকতার—গুরুতরভাবে। সহযোদ্ধারা তাঁকে উদ্ধার করে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যান। পরে ১৩ অক্টোবর তাঁকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ঢাকার সিএমএইচে। টানা কয়েকদিনের লড়াই শেষে ৩১ অক্টোবর দুপুরে চিরশান্তিতে চলে যান এই সীমান্তরক্ষী বীর।

আজ সকালে সিএমএইচ থেকে বিজিবির হেলিকপ্টারযোগে তাঁর মরদেহ পৌঁছায় গ্রামের বাড়িতে। উপস্থিত ছিলেন প্রশাসনের প্রতিনিধি, সেনা-বিজিবি কর্মকর্তারা ও শত শত গ্রামবাসী। জানাজা শেষে সামরিক মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

আকতারের বড় ছেলে মাত্র দশ বছরের, ছোট মেয়ে এখনও স্কুলে যায়নি। স্ত্রী নিভৃতে কাঁদছেন সন্তানদের বুকের কাছে চেপে। গ্রামের প্রবীণরা বললেন, “আকতার ছোটবেলা থেকেই সাহসী ছিল। দেশ রক্ষায় সে নিজের জীবন দিয়েও পিছপা হয়নি।”

বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর থেকে জানানো হয়েছে, নায়েক আকতার হোসেন দেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেছেন। তাঁর বীরত্ব ও ত্যাগ বিজিবি পরিবারের জন্য গর্বের, জাতির জন্য অনুপ্রেরণার। বিজিবি কর্তৃপক্ষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশের সীমান্তরেখায় শত শত সৈনিক প্রতিদিন অদম্য সাহসে দায়িত্ব পালন করেন—যেন দেশের মাটি অক্ষুণ্ণ থাকে, যেন সীমান্তের ওপারে কেউ এক ইঞ্চিও অগ্রসর হতে না পারে। সেই দীর্ঘ তালিকায় আজ যুক্ত হলো আরেকটি নাম—নায়েক আকতার হোসেন। তাঁর আত্মত্যাগ শুধু এক সৈনিকের মৃত্যু নয়, এটি এক জাতির বীরত্বের প্রতীক। সীমান্তের এই অমর প্রহরীর গল্প হয়তো একদিন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বাংলাদেশ আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে তার এক নির্ভীক সন্তানকে— যিনি নিজের জীবন দিয়ে রক্ষা করেছেন মাতৃভূমির সীমান্ত, মাটির মর্যাদা, সার্বভৌমত্বের গৌরব।

#বিজিবি #সীমান্ত

পানছড়ি সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটকপানছড়ি উপজেলার ভারত–বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আট...
01/11/2025

পানছড়ি সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক

পানছড়ি উপজেলার ভারত–বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ৩ বিজিবির বৌদ্ধমনি বিওপির সদস্যরা সীমান্তের দুর্গম কাঠালতলা এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার ইমদাদুল হকের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে মালিকবিহীন ভারতীয় পণ্যগুলো জব্দ করে।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় বোটকা মদ, স্পার্কেল ভীম সাবান, পাউডার দুধ, এসি কম্বল, স্টিলের প্লেট, জিরা, ডারভিন ক্রিম, থামী (উপজাতীয় পোশাক), ওড়না, সিঁদুর, করাই, মোমবাতি, লবণ, শ্যাম্পু, সোনালী সুতা, লাক্স সাবান, ঈগল টলিং, কমফোর্ট, সেঞ্চুডিন ও কোলগেট টুথপেস্ট, আলটাব্রাইট স্কিন ক্রিম, ইয়ামি সেভেন ওয়েল, বেস্ট হেলথ টনিক হারবাল, ওয়ালটন বাটন মোবাইল ও ভারতীয় সিমসহ নানান ভোক্তাপণ্য।

বৌদ্ধমনি বিওপির ক্যাম্প কমান্ডার জানান, ৩ বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

#বিজিবি #সীমান্ত

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত ০১ নভেম্বর ২০২৫, ধলেশ্বরী নদী, মুন্সীগঞ্জ: বাংলাদেশ সুইমিং ফেডারেশ...
01/11/2025

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

০১ নভেম্বর ২০২৫, ধলেশ্বরী নদী, মুন্সীগঞ্জ: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় '২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫' আজ শনিবার ০১ নভেম্বর ২০২৫ মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের বাছাইকৃত ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করে, যার মধ্যে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু রয়েছে।

সকাল ৯:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী লঞ্চঘাট থেকে শুরু হয়ে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এসে শেষ হয়। পুরুষ সাঁতারুদের প্রায় ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুদের প্রায় ৭কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ ফয়সাল আহমেদ, দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী, তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম, ৪র্থ স্থান অর্জন করে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান ও ৫ম স্থান অর্জন করে নিকলী সুইমিং ক্লাব এর মোঃ ইমরান।

মহিলা বিভাগে প্রথম স্থান করে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা, দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, ৩য় স্থান অর্জন করে বাংলাদেশ নৌবাহিনীর রুপা খাতুন, ৪র্থ স্থান, অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর সালমা খাতুন এবং ৫ম স্থান অর্জন করে গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল স্মরণীতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ; ফাতেমা তুল জান্নাত, জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার , মুন্সিগঞ্জ।

এছাড়াও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

01/11/2025

I got over 29,500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক.......................ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার বুড়ি...
31/10/2025

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক.......................

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

শুক্রবার (৩১ অক্টোবর) বিজিবি জানায়, একটি বিশেষ দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৯৭ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ১৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।

31/10/2025

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সীমান্তে পরিচালিত অভিযানে ১ কোটি ১৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

স্থানীয়রা সচেতন হলে সীমান্তে হত্যা ও চোরাকারবার রোধ হবেলেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরঅধিনায়ক, সুনামগঞ্জ ব্যা...
31/10/2025

স্থানীয়রা সচেতন হলে সীমান্তে হত্যা ও চোরাকারবার রোধ হবে
লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির
অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)
#বিজিবি #বর্ডারগার্ডবাংলাদেশ #বর্ডার #সীমান্ত #বর্ডারগার্ড

টেকনাফে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
31/10/2025

টেকনাফে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।


31/10/2025

They Soar with Wind
They Rise with Tide
In Every Dimension
They Serve with Pride

Naval Aviation 🤝🏻 BN SWADS




🇧🇩

Address

Joypurhat
Rājshāhi
5941

Alerts

Be the first to know and let us send you an email when Defence information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Defence information:

Share