পারু-Paru

পারু-Paru Paru🌼🌸🦋

30/01/2024

বুঝলে বেনীমাধব-ভিতরকার অদৃশ্য সুতোয় টান পড়লেই আমরা বুঝতে পারি, কোন মানুষে আমরা কতখানি জড়িয়ে ☘️

22/11/2023

আমি থাকবো না এর চেয়ে সুন্দর সংবাদ আর কি হতে পারে!
পৃথিবীটা তো না থাকার জায়গা ☘️🍁

#পারু

27/09/2023

Three months later it’s 2024, but I’m still in 2019!

22/08/2023

সব কথা যাকে বলা যায়,তাকেও কিছু কথা না বলে থাকতে হয়।এটা যেনো বিশাল আকাশে সীমানার দাগ টানার মত। 🌼



#পারু_paru

21/08/2023

কথা বলার বহু জায়গা থাকে, কিন্তু মানুষ সব জায়গায় সব কথা বলে না।থাকার বহু ঘর থাকে, তাও মানুষ নিজের ঘরে ফিরে। ভালোবাসা এসবই, নিজস্বতা। 🌼


#পারু_Paru

  #পারু_Paru
18/08/2023


#পারু_Paru

06/06/2023


পারু-Paru

01/06/2023

-আমার হঠাৎ কান্না পাচ্ছে এটা যদি কাউকে বলতে যাই তা হলেই কারণ জিজ্ঞেস করবে কিন্তু কারণটা যেখানে আমি নিজেই জানি না অন্যদের কিভাবে বুঝাবো এমন পরিস্থিতি বড্ড খারাপ লাগায়!💔

#পারু

31/05/2023

আমি না অনেক দিন ধরে দেখতেছি - যেসব মেয়ে টাকা পয়সার পিছনে দৌড়ায় না, সোশাল স্ট্যাটাস নিয়া মাথা ঘামায় না, ফিনান্সিয়াল সিক্যুরিটির তোয়াক্কা করে না _ শুধু ভালোবাসা চায়, একটা গোলাপ, একটা স্পেশাল ডে, সামান্য প্রায়োরিটি, একটা ফুচকার বাটি ; বা হয়তো চায় এক বেলা কেউ আদর করে শুধু হাতটা ধরুক, ঘুমানোর আগে একবার মনে করুক, একটার জায়গায় নাহয় দুইটা কলই দিক প্রিয় মানুষটা - সেই মেয়েগুলাই দিনশেষে মন খারাপের ভার নিয়ে একা বসে থাকে। কারণ এদের চাহিদাগুলো এত ক্ষুদ্র যে কারও মনেই হয় না এসবও পূরণ করার মত কিছু।

প্লিজ ভাই। ভালোবাসাই তো। একটু ঠিকঠাক বাসেন না! আপনাদের জায়গা জমি তো বেচা লাগতেছে না এজন্য। মেয়েগুলা কষ্ট পায়। লো ফিল করে। একটা সময় ভাবতে থাকে হয়তো কমতিটা তাদেরই। কিন্তু বিশ্বাস করেন, এই মেয়েগুলো একেকজন একেকটা জান্নাত। জান্নাত পায়ে ঠেলতে নাই। সৃষ্টিকর্তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। 🖤
#পারু

30/05/2023

নিজের স্বার্থেই একটি মেয়ের চালাক হওয়া উচিত। চারপাশের পরিবেশ থেকে সেইফ থাকতে, নিজের ভেতরে ইগো রাখা উচিত, অহংকার রাখা উচিত।

একটি চালাক মেয়ে কখনোই অন্যের অহেতুক প্রশংসায় গলে যাবে না। কেউ তার সাথে ফ্লাটিং করলে সে হুট করে ধরে ফেলবে। কেউ তার দিকে কুদৃষ্টি নিয়ে তাকালে এই তাকানোটা সে বুঝতে পারবে।

অতিরিক্ত গা ঘেঁষা স্বভাবের মেয়েকে বড়জোর সস্তা ভাবা যায়, এর বেশি কিছু না।

একটি মেয়ে থাকবে ধরা ছোঁয়ার বাইরে। ঠিক যেন রবীন্দ্রনাথের ভাষায় দেবীর মতো। চাইলেই ধরা যাবে না, ছোঁয়া যাবে না, সাধনা লাগবে।

যে পুরুষ এই সাধনার দেয়াল অতিক্রম করবে, সে শুধু তার।
ব্যাস।
#পারু

30/05/2023

সৃষ্টিকর্তা যখন কাউকে খুব বেশি ভালোবাসেন, তখন তাকে সবদিক থেকে একা করে দেন যেনো সে তার সৃষ্টিকর্তা কে খুঁজে পায়!'🖤

#পারু

29/05/2023

আমার নাম ধরে কেউ ডাকুক এই ব্যাপার টা সুন্দর লাগে আমার কাছে!ভীষণ সুন্দর লাগে!💙


#পারু-Paru

Address

Panchagarh
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when পারু-Paru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পারু-Paru:

Share