RSM Teach Point

RSM Teach Point সব শেষে কবর আমাদের আপন�

14/09/2024

আপনি যদি বলেন ভালোবাসা সুন্দর তাহলে আপনি শুধু বৃষ্টিতেই ভিজেছেন, ঝড়ের কবলে পরেন নি....!!!

15/07/2024

মেসির কান্না দেখার মতো না🥺🥺






আসলেই তারা আমাদের থাইকা বেশি দোয়া পায়🤣😂  ゚viralシ2024fyp    #মানুষ  #অণুগল্পa  #অসমাপ্ত
30/05/2024

আসলেই তারা আমাদের থাইকা বেশি দোয়া পায়🤣😂

゚viralシ2024fyp #মানুষ #অণুগল্পa #অসমাপ্ত

সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের  কিছু পরামর্শ দেই।১.আপনার বাপের যদি ৪-৫ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং,ইলেকট্রিক কাজ,এসি...
29/05/2024

সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের কিছু পরামর্শ দেই।

১.আপনার বাপের যদি ৪-৫ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং,ইলেকট্রিক কাজ,এসি ফ্রিজ মাস্টার,পাইপলাইন এর কাজ শিখুন মনোযোগ দিয়ে একবছর শিখলে শিখে যাবেন,এর মাঝে পার্সপোর্ট করে রাখুন, ভালো কোন এজেন্সি দেখে মধ্যপ্রাচ্যে যান। বিদেশে দক্ষ হয়ে গেলে কাজের অভাব নাই,মাসে লাখ টাকা কামাবেন কোন ব্যাপার নয়

২. বিদেশ না যেতে চাইলে মানবিক বিভাগে ভর্তি হউন,,, অটোমোবাইল এর কাজ শিখুন,,, অটোমবাইল এর কাজের কী দাম সেটা যার গাড়ি আছে সেই ভালো জানে।

৩.আপনার বাবার যদি মোটামুটি জমি জমা থাকে তাহলে আপনাকে বিদেশ যাওয়ার দরকার নাই,,, বাপের থেকে লাখ দুয়েক টাকা নিয়ে গরুর খামার করুন,আপরার বন্ধু ইন্টার পাশ করার আগেই আপনি দশটা গরুর মালিক হয়ে যাবেন।

৪.রাশিয়ান, চিনা, জার্মান, ইংরেজি,কোরিয়ান ভাষা শিখুন কাজের অভাব থাকবেনা,,,এমন কম্পানি আছে মাসে ৫ লাখ টাকা দিয়ে এমন লোক রাখে, তবে ইন্টারে লেখাপড়া কন্টিনিও রাখতে হবে।।

৫. আপনার যদি ডাক্তার ইন্জিনিয়ার, হওয়ার ইচ্ছে থাকে, আর সেই পরিমান রেজাল্ট থাকে তাহলে তাহলে ৩ হাজার টাকা দিয়ে একটা স্টাডি টেবিল কিনুন আর হাতের ফোনটা টয়লেটের কোমডে ফেলে দিয়ে এখনি পড়তে বসুন,,,ডিপ্লোমা করে কোন লাভ নাই,,, ডিপ্লোমা ইন্জিনিয়ার এর চাইতে রাজমিস্ত্রীর বেতন বেশি। তাছাড়া আপনি চাইলে চেস্টা করতে পারেন।

৬. সবকিছুর মাঝে সার্টিফিকেট এর জন্য যেকোন কলেজে ভর্তি হয়ে থাকবেন,তাহলে কেউ মুর্খ কামলা বলতে পারবেনা।
৭.আপনি যদি লম্বা,ফিটপাট হয়ে থাকেন তাহলে বয়স থাকাকালিন বাহিনি গুলার সব সার্কুলারে আবেদন করতে হবে।যদি লাগে যায়।

উপরের পরামর্শ গুলা স্কিন শর্ট দিয়ে রাখো, এখন তোমারদের কাছে এসব হাস্যকর মনে হতে পারে, কিন্তু যখন অর্নাস পাশ করবা তখন দেখবা একটা মালির চাকরির জন্য লাখ লাখ মানুষ পরিক্ষা দিচ্ছে।তখন বুঝবা এসব বলার মানে কী।
সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভ কামনা।

#অণুগল্পa #শেষ_চিঠিツ

29/05/2024

বাংলা ছায়াছবির কিছু মজাদার মার্কা😂😜
সংলাপঃ
১. ছেড়ে দে শয়তান ছেড়ে দে, কে আছো বাঁচাও!😆

২. শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না!😆

৩. সাগর, ওরা তোর প্রেমিকাকে তুলে নিয়ে গেছে!😆

৪. পৃথিবীতে এমন কোন শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করতে পারে!😆

৫. মা,মা, তোমার রাজু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে!😆

৬. আজ যদি তোর বাবা বেঁচে থাকতো ..😆

৭. সেকি আপনার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে!😆

৮. আজ যদি আপনি সঠিক সময়ে এসে গুন্ডাদের হাত থেকে না বাঁচাতেন তবে কিযে হতো! আসুন না আমাদের বাড়িতে এক কাপ চা খেয়ে যান।😆😂

৯. আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলে ডেনির সাথেই তোর বিয়ে দেবো!😆

১০. তুমি বড় লোকের মেয়ে আমি সামান্য কৃষকের ছেলে সমাজ আমাদের মেনে নেবে না নদী!😆😆

১১. ছোটলোকের বাচ্চা বামন হয়ে আকাশের চাঁদ ছুঁতে চাস!😆😆

১২. চৌধুরী সাহেব আমরা গরীব হতে পারি কিন্তু ছোটলোক না।😆😆

১৩. ওরা আমাকে মেরে ফেলুক বাবা তবু তুই দলিলে সই করবি না।😆😆

১৪. মনে আছে আজ থেকে ২০ বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলি, ভাইকে মেরেছিলি, আমি তোকে ছাড়বোনা কুত্তার বাচ্চা!😬😂😂

১৫. মার খোকা, এই শয়তানটাকে মার, তোকে তোর মায়ের কসম।😆😆

১৬. হ্যান্ডস আপ, আইন নিজের হাতে তুলে নিবেন না।😆😆

ভুল করে কিছু বাকি থাকলে আপনারা বলুন!😅

゚viralシ2024fyp #অণুগল্পa ゚

ওহ আইচ্চা🐸
28/05/2024

ওহ আইচ্চা🐸

28/05/2024

অনেক বছর আগের ঘটনা, একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দেয়, যে রাস্তার ধারের পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে।

শুনে চাষী তৎক্ষণাৎ পুকুরের কাছে পৌঁছায়। গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে। পোশাক পরিচ্ছদ দেখে কোন শহরের ধনীর দুলাল বলে মনে হচ্ছে।

সাথে বেশ কিছু বন্ধু বান্ধব থাকলেও তারা সাঁতার না জানায় পারে দাঁড়িয়ে বন্ধুর সাহায্যের জন্য চিৎকার করছে। চাষী আর একমুহূর্ত সময় নষ্ট না কোরে জলে ঝাপিয়ে পরে এবং ছেলেটিকে উদ্ধার করেন।

এই ঘটনার দিন দুয়েক পর হঠাৎ একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে এক ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়ি, আগু পিছু অস্ত্রধারী অশ্বারোহী নিয়ে চাষীর বাড়ির সামনে এসে থামলো।

চাষী কিছুটা ভয় পেয়েছিল বৈকি। এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তার ব্যক্তিত্ব তার ঐশ্বর্যের পরিচয় বহন করে কিন্তু তার মুখের স্মিত হাসি চাষীকে কিছুটা আস্বস্ত করেন। তিনি স্মিত হেসে বলেন,

--- "আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়ে ছিলেন?" কৃষক মৃদু হেসে বললেন,

--- "আজ্ঞে হ্যা।" সেই ব্যক্তি এরপর গরিব চাষীর হাত ধরে অশ্রু সজল চোখে বলেন,

--- "আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। তবু বলুন আমি আপনার জন্য কি করতে পারি?" চাষী প্রথমে কিছু নিতে রাজি হয় না, শেষ মেষ অনেক অনুরোধের পর বলেন,

--- "দেখুন আমার সেই ক্ষমতা নেই যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়াই। তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করদেন তাহলেই আমি চির কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।" এই শুনে সেই ভদ্রলোক হেসে বললেন,

--- "ঠিক আছে এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একসাথে পড়াশুনো করবে, এবং ওকে আমি আমার বাড়িতে রেখে পড়াবো।"

এরপর অনেক বছর কেটে গেছে। চাষীর ছেলে আর ধনী দুলালের বন্ধুত্ব সময়ের সাথে আরো গভীর হয়েছে। দুজনেই অত্যন্ত মেধাবী, যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ন আলাদা।ধনীর দুলালের আকর্ষণ রাজনীতি, আর তার বন্ধুর চিকিৎসা বিজ্ঞান।

স্নাতক হবার পর একজন মন দেয় অণুজীব নিয়ে গবেষণায়, আর একজন রাজনীতিতে।গবেষক বন্ধুর এক একটা গবেষণা পত্র যখন চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলছে। তখন আর এক বন্ধুর নেতৃত্ব দানের ক্ষমতা আকৃষ্ট করছে ইংল্যান্ডের যুব সমাজকে।

এর মধ্যেই সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয়। অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয় ফিরে যায়,..

27/05/2024

তুফানের সময় এই দোয়া বেশি বেশি পড়বেন

# foryoupage ゚viralシ2024fyp

ঝড় তুফানের সময় পড়ার দোয়া:اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَاউচ্চারণ: `আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনাঅর্থ: হে আল...
27/05/2024

ঝড় তুফানের সময় পড়ার দোয়া:
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

উচ্চারণ: `আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা
অর্থ: হে আল্লাহ! আমাদের থেকে ফিরিয়ে নাও, আমাদের ওপর দিয়ো না। (বুখারি) ঝড়-তুফানের সময় এ দোয়া বেশি বেশি পড়তে হবে।

اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আস্আলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা- ওয়া খায়রা মা উরসিলাতবিহি; ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাতবিহি।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট এর মঙ্গল, এর মধ্যকার মঙ্গল ও যা নিয়ে তা প্রেরিত হয়েছে, তার মঙ্গলসমূহ প্রার্থনা করছি এবং আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর অমঙ্গল হতে, এর মধ্যকার অমঙ্গল হতে এবং যা নিয়ে তা প্রেরিত হয়েছে, তার অমঙ্গলসমূহ হতে।

শিক্ষণীয় পোস্ট এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের ব...
27/05/2024

শিক্ষণীয় পোস্ট

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।
স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললো--এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়

ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বললো- বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন--আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দোর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।

পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো।সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করলো।
ভাল শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ।

একদিন ছেলেটির কাকা বললো-- তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।

ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই. রেখে দিলো।

কাকা জিজ্ঞেস করলো-- হারটি এনেছো ?ছেলেটি বললো-- না কাকা পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার।

তখন কাকা বললো- তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দা সময় বলেই কাকা আমাদের আসল জিনিষকে নকল বলছে।

আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছো এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছো সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।

জ্ঞান ছাড়া কোন জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।।


#অসমাপ্ত #ভুল #মানুষ #অণুগল্পa

26/05/2024

গ্রাম ছেড়ে অচেনা শহরে,ফেরা হবে না আর চেনা গোয়ালে।🙂💔

Address

Puran Bogra
Rājshāhi

Telephone

+8801980201267

Website

Alerts

Be the first to know and let us send you an email when RSM Teach Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RSM Teach Point:

Share

Category


Other Rājshāhi media companies

Show All