Md. Redoanul Hoque Milon

Md. Redoanul Hoque Milon সংবাদকর্মী স্রোতের বিপরীতে চলা মানুষ আমি

03/11/2025

ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে ঘটেছে এক বিরল ও বিতর্কিত ঘটনা। বিভাগীয় এক রেল কর্মকর্তাকে নিতে চলন্ত ট্রেন ফিরিয়ে আনা হয় স্টেশনে। সেই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ যাত্রীরা।

ঘটনার পর যখন ট্রেনটি ফের স্টেশনে আসে, তখন কর্মকর্তা আবু হেনা মোস্তফা আলম ‘নরমাল ট্রেন’ বলে সেটিতে উঠতে অনীহা প্রকাশ করেন। এতে যাত্রীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে কটূক্তি করলে তিনি সেই ট্রেনেই উঠতে বাধ্য হয়।

02/11/2025

পাকা রাস্তায় শান্তভাবে দাঁড়িয়ে থাকা একটি নিরীহ কুকুরের ওপর নির্দয়ভাবে গাড়ি তুলে দিল পুলিশের গাড়ি-এই ঘটনা কেবল একটি প্রাণীর আ হ ত হওয়ার বিষয় নয়, এটি পুলিশের দায়িত্বজ্ঞানহীনতার জ্ব ল ন্ত উদাহরণ।

যেখানে সাধারণ মানুষও একটি জীবের প্রতি সহানুভূতি দেখাতে জানে, সেখানে আইন-শৃঙ্খলার রক্ষক হিসেবে পরিচিত পুলিশের কাছ থেকে এমন নির্মম আচরণ অগ্রহণযোগ্য ও লজ্জা জনক।

দু র্ঘ ট না ঘটার পরও থেমে কুকুরটির অবস্থা দেখার বা সাহায্য করার ন্যূনতম মানবিকতা তারা দেখায়নি-যা তাদের পেশাগত সততা ও নৈতিকতার প্রতি প্রশ্ন তোলে।

31/10/2025

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে ঠাকুরগাঁও পৌর শহরের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও শহরকে আধুনিক ও বাসযোগ্য করে তুলতে পৌর এলাকার সব সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্টেশন রোডে একটি ওভারব্রিজ নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে।

30/10/2025

১০০% সত্য ঘটনা অবলম্বনে।

28/10/2025

ঠাকুরগাঁও: দূর প্রবাসে স্ত্রী, দেশে একা স্বামী। ভালোবাসা, দুশ্চিন্তা আর ব্যর্থতার জালে জড়িয়ে নাট্যকর্মী চল্লিশ বয়সী শামীম আকতার ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গ লা য় ফাঁ স দিয়ে আ ত্ন হ ন নে র পথ বেছে নেন তিনি।

28/10/2025

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম তৈমুর রহমান...

28/10/2025

ঢাবির সেই শিক্ষক মোনামির ডাইরেক এক‘শ‘ন

27/10/2025

হয় সাংবাদিকতা কর নইলে দলীয় দাসত্ব কর দুটা একসাথে চলে না

27/10/2025

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়া...

25/10/2025

অনেকেই মন্তব্য করেছেন বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগকে জায়গা দেওয়া এটা কি রাজনৈতিক দুর্বলতার প্রকাশ?

ভোরের আলো ফোটার আগেই শহরের রাস্তায় গর্জে ওঠে ইঞ্জিন। বাসের ধোঁয়ার সঙ্গে ভেসে আসে এক চেনা গন্ধ-শ্রমের, ক্লান্তির, বেঁচে থ...
24/10/2025

ভোরের আলো ফোটার আগেই শহরের রাস্তায় গর্জে ওঠে ইঞ্জিন। বাসের ধোঁয়ার সঙ্গে ভেসে আসে এক চেনা গন্ধ-শ্রমের, ক্লান্তির, বেঁচে থাকার। এই চাকার পেছনেই ঘুরে বাস শ্রমিকদের জীবন।

তাদের জীবনের প্রতিটি দিন এক যুদ্ধ। পুলিশের হয়রানি, মালিকের তিরস্কার, যাত্রীদের অভিমান-সবকিছুর মাঝেও চালিয়ে যেতে হয় চাকা। রাতে বাস গ্যারেজে ঢোকে, কিন্তু তাদের চোখে ঘুম নামে না। আয় হিসাব মেলাতে গিয়ে দেখা যায় দিনভর কষ্টের পর হাতে থাকে মাত্র তিন-চারশ টাকা। বাস নষ্ট হলে, দুর্ঘটনা হলে, অসুস্থ হলে কিছুই থাকে না।

সংগঠন নেই, বীমা নেই, নেই কোনো নিরাপত্তা। কেবলই অনিশ্চয়তার এক অন্তহীন রাস্তা। কেউ জানে না, কত ড্রাইভার পা ভেঙে এখন বিছানায় পড়ে আছে, কত হেলপার দুর্ঘটনায় মারা গেছে নিঃশব্দে। খবর হয় না, রিপোর্ট হয় না। শহর তখনও চলে তাদের ঘামের জ্বালানিতে, তাদের অদেখা ত্যাগে।

বাস শ্রমিকদের পরিশ্রমের পেছনের নীরব কান্না পড়তে ঢাকা পোস্টে চোখ রাখুন...

24/10/2025

পালা বদল

Address

Rājshāhi
5100

Telephone

+8809638759145

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Redoanul Hoque Milon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Redoanul Hoque Milon:

Share