03/11/2025
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে ঘটেছে এক বিরল ও বিতর্কিত ঘটনা। বিভাগীয় এক রেল কর্মকর্তাকে নিতে চলন্ত ট্রেন ফিরিয়ে আনা হয় স্টেশনে। সেই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ যাত্রীরা।
ঘটনার পর যখন ট্রেনটি ফের স্টেশনে আসে, তখন কর্মকর্তা আবু হেনা মোস্তফা আলম ‘নরমাল ট্রেন’ বলে সেটিতে উঠতে অনীহা প্রকাশ করেন। এতে যাত্রীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে কটূক্তি করলে তিনি সেই ট্রেনেই উঠতে বাধ্য হয়।