13/05/2024
আমার লাইফে দেখা সবচেয়ে worst টাইপের মানুষ কারা জানেন? যাদের সাথে ৩/৪ দিন দেখা না হলেই দূরত্ব বাড়ে!
আমার এমন কিছু বন্ধু আছে যাদের সাথে আমার ৬/৭ মাসে একবার দেখা হয় কিন্তু সম্পর্কের ভিতটা এখনো মজবুত! আবার এমন কিছু বন্ধু আছে যারা কয়েকদিন দেখা বা কথা না হলে একসময়ের দহ'রম মহরম সম্পর্ককে স্রোতে ভাসিয়ে দেয়। সম্পর্ক ঔষধ না যে নিয়ম করে তিনবেলা কথা বলে তা আমাকে টিকিয়ে রাখতে হবে!
এজন্য মাঝে মাঝে দূরত্ব বাড়ান, কে স্রোতে ভাসাবে আর কে আকড়ে রাখবে দেখাটা বড্ড প্রয়োজন।❤️