
08/07/2025
লালমনিরহাটে সরকারী দুই প্রতিষ্ঠান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার- SBNews24
লালমনিরহাটে সরকারী দুই প্রতিষ্ঠান থেকে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সোমবার(৭ জুলাই) সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদর হাসপাতালে নার্স কোয়াটার থেকে এ দুই লাশ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম(৩৭) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার পরেশ চন্দ্রের ছেলে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর ভাতিজা আদিতমারী উপজেলার সরকারি কলেজের ছাত্র তুষার চন্দ্র (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল ১১বছর ধরে হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি ওই প্রতিষ্ঠানেই থাকতেন। প্রতিদিনের মত রোববার রাতে বিদ্যালয়ে থাকেন। সকালে বিদ্যালয়ের গিয়ে শিক্ষকরা ৫ ম শ্রেণি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
অপর দিকে দুপুরে স্থানীয়দের খবরে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর কোয়াটার থেকে কলেজ ছাত্র তুষার চন্দ্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। দুই লাশের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, দুই সরকারী প্রতিষ্ঠান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দু'জনে আত্নহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তাদের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।