Alor Dishari

Alor Dishari তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না।

   #আলোর_দিশারী  #আলোরদিশারী
29/08/2023

#আলোর_দিশারী #আলোরদিশারী

বন্ধু নির্বাচনে সতর্ক হোন!    #আলোর_দিশারী  #আলোরদিশারী
29/08/2023

বন্ধু নির্বাচনে সতর্ক হোন!

#আলোর_দিশারী #আলোরদিশারী

ভেঙ্গে পড়ো না,                    নিরাশ হয়ো না,সাহায্য আসবেই                     এটা আল্লাহর ওয়াদা,জেনে রেখো নিশ্চয় ...
29/08/2023

ভেঙ্গে পড়ো না,
নিরাশ হয়ো না,
সাহায্য আসবেই
এটা আল্লাহর ওয়াদা,
জেনে রেখো নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে।

___________(সূরা,বাকারা,আয়াত-২১৪)

#আলোর_দিশারী #আলোরদিশারী

উত্তম চরিত্রের মানুষ ছাড়া অন্যদের সাথে মেলামেশা করবেন না; কেননা যার চরিত্র উত্তম তিনি যা কিছু বয়ে আনেন তা শুধুই উত্তম। অ...
29/08/2023

উত্তম চরিত্রের মানুষ ছাড়া অন্যদের সাথে মেলামেশা করবেন না; কেননা যার চরিত্র উত্তম তিনি যা কিছু বয়ে আনেন তা শুধুই উত্তম। অন্যদিকে যার চরিত্র খারাপ সে যা বয়ে আনে তা শুধুই খারাপ।

-আল-ফুদাইল ইবনে ইয়াদ (রাহিঃ)
#আলোর_দিশারী #আলোরদিশারী

উসমান (রাঃ) যখন কোন কবরের পাশে দাড়াতেনতখন তিনি এমন ভাবে কাঁদতেন যে, তার দাঁড়ি ভিজে যেত! তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো,...
29/08/2023

উসমান (রাঃ) যখন কোন কবরের পাশে দাড়াতেন
তখন তিনি এমন ভাবে কাঁদতেন যে, তার দাঁড়ি ভিজে যেত!
তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো, হে উসমান আপনি জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, যতটুকু কাঁদেন কবর দেখে ! এর কারন কি?

তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন,
কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি,এখানে যদি কেউ ছাড় পেয়ে যায়,তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য কঠিন হয়ে যাবে।
তিনি (উসমান রাঃ) বলেন, আল্লাহর রাসূল ﷺ আরো বলেন,আমি মেরাজের রজনীতে যত দৃশ্য দেখেছি,কবর থেকে বেশি ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি!

[তিরমিযী-২৩০৮]

#আলোর_দিশারী
#আলোরদিশারী

দুর্ভাগ্যের আলামত হচ্ছে ৫টি। #আলোর_দিশারী
29/08/2023

দুর্ভাগ্যের আলামত হচ্ছে ৫টি।
#আলোর_দিশারী

28/08/2023

ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না, কেননা সামান্য স্ফুলিঙ্গ থেকেই বড় অগ্লিকান্ডের সূত্রপাত হয়।
#আলোর_দিশারী

28/08/2023

“আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।”
— শেখ সাদী (রঃ)

#আলোর_দিশারী

Address

Nawabganj
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Alor Dishari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alor Dishari:

Share