15/07/2025
সেদিন ফারিয়া আপা একটা পোস্ট দিসিলেন, "ভালোবাসা মানে সামনের মানুষটার জীবন সহজ করা" এই কনটেক্সটে।
তো,
সেই পোস্ট পড়ে হঠাৎ করে ভাবতে শুরু করলাম, ভালোবাসার মানে যদি জীবন সহজ করা হয়, আমার সাথের মানুষটা কি কখনো এমনভাবে আমার জীবন সহজ করার চেষ্টা করসে?
এরপর মনে পড়লো এক প্রাচীন গল্প।
শুর থেকে বলি।
২০১৮ সালে আমাদের বাসায় একটা টপ লোডিং ওয়াশিং মেশিন কেনা হইসিলো যেন আম্মুর কষ্ট করে কাপড় ধুতে না হয়। টপ লোডিং এর সিস্টেম হচ্ছে একটা পাইপ নলের সাথে কানেক্টেড থাকবে, সেখান থেকে পানি দিয়ে মেশিনের ড্রাম ভরবে, এরপর কাপড় ওয়াশ হয়ে যাওয়ার পর ড্রেইন মোড অন করলে অন্য একটা পাইপ দিয়ে পানি ড্রেইন হয়ে যাবে।
এভাবে এটলিস্ট দুই তিন ধোয়া দিতে হবে।
কিন্তু মেশিন কেনার পরপর দেখা গেলো যেই পাইপটা আমাদের নলের সাথে সেট করে প্রথমে ড্রাম ভরে নেয়ার কথা সেটা নলের মুখে সেট হচ্ছেনা।
এখন উপায়?
১৮ হাজার টাকার মেশিন, এভাবে পড়ে থাকবে নাকি?
আব্বু সমাধান দিলো "বালতি কেটে আগে ড্রামটা ভরে নাও।"
যেই ভাবা সেই কাজ। প্রথম দুইদিন আম্মুকে দেখিয়ে দিলাম কিভাবে মেশিন কাজ করে।
দুইদিন পরই আম্মু ঘোষণা করে দিলো এই মেশিন আম্মুর পক্ষে চালানো সম্ভব না। আম্মু হাতেই কাপড় ধুবে।
আম্মুর যেন হাতে কাপড় ধুতে না হয় তাই মেশিনে কাপড় ধোয়ার দায়িত্ব আমি নিলাম।
সেই ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাসায় কাপড় ধোয়ার দায়িত্ব আমারই ছিলো। সাত থেকে আট বালতি পানি আগে ভরে সেটা আলগে আগে ড্রামে ঢেলে আমি পানি দিয়ে ভরে নিতাম। এরপর কাপড় ধোয়া শেষে তিন চারবার সেম প্রসেস রিপিট করে আমি পর্দা, বেডশীট, কাঁথা, কম্বল সব ধুয়ে নিতাম। এভাবে কাটলো অনেক দিন।
বিয়ের পরের বছর, নতুন বাসায় উঠার পর দেখি আমার স্বামী একদিন বাসায় আসলো বিশাল লম্বা একটা এক্সট্রা পাইপ নিয়ে। ওইযে যেগুলো দিয়ে গাছে পানিটানি দেয়, ওগুলা আরকি! পাইপের এক মাথা দিলো ট্যাপের সাথে, অন্য মাথা দিলো মেশিনের ড্রামের মধ্যে।
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, দেড় মিনিটের মধ্যে এই বিশাল পানির ড্রাম ভরে গেলো৷
এরপর ও আমার দিকে হেসে আমাকে দুইটা হেডপ্যাট দিয়ে বললো, "এখন থেকে আমি আসার জন্য ওয়েট করতে হবেনা, আবার তোমারও বালতি কেটে পানি ভরতে হবেনা। খুশি??"
আমি ওকে জিজ্ঞেস করলাম, "এই জিনিসটার দাম কতো?"
ও বললো, "কেন? টাকা দিয়ে দিবা?"
আমি বললাম " নাহ, ভাবতেসি, কেন তাইলে এতোবছর কারো মাথায় আসেনাই যে এভাবেও কাজটা করা যায়!"
তখন সে একটু ভাব নিয়ে, একটু গম্ভীর হয়ে, আমার মাথায় আরো দুইটা হেডপ্যাট দিয়ে বললো, "কারণ কেউ তোমাকে নিয়ে আমার মতো ভাবে না লক্ষীসোনা!"
কাউকে ভালোবাসার কথা উঠলে সবসময় প্রিন্সেস ট্রীটমেন্টের কথা এসে যায়।
প্রিন্সেস ট্রিটমেন্ট যে সবসময়ই বিলাসী জিনিসপত্র হতে হবে তা না।
সে অংসখ্যবার আমাকে অনেক ফ্যান্সি জিনিসপাতিও গিফট দিছে, কিন্তু এই যে!
The art of noticing!
যেই জিনিসটা বছরের পর বছর কারো নজরে আসেনাই, কারো মাথায় আসেনাই কারণ I was too okay with it, but then he came along and decided that, " It doesn’t have to this way. Let me make it easier for her so she can manage it herself without getting exhausted."
এটা যদি জীবন সহজ করা না হয়, তাহলে আর কি!
১৪.০৭.২০২৫
রাত ১০.৫৩টা
Post from :
Shamsun Nahar priya