Pinky's Vlog

Pinky's Vlog ধৈর্যের ফলাফল সর্বদা মিষ্ট 🙂

"তোমার জন্যই সাজি, চুড়ির রঙে ভালোবাসা রাখি... 💖এই স্পেশাল চুড়ি এখনই অর্ডার করুন ইনবক্সে।"
21/06/2025

"তোমার জন্যই সাজি, চুড়ির রঙে ভালোবাসা রাখি... 💖
এই স্পেশাল চুড়ি এখনই অর্ডার করুন ইনবক্সে।"

গল্পের নাম: টুথপেস্ট বিপদরানা সবসময় বিজ্ঞাপনের বশে চলে। টিভিতে যদি বলে, "এই পেস্টে দাঁত ঝকঝকে হবে," সে সেই পেস্ট কিনে।এক...
02/06/2025

গল্পের নাম: টুথপেস্ট বিপদ

রানা সবসময় বিজ্ঞাপনের বশে চলে। টিভিতে যদি বলে, "এই পেস্টে দাঁত ঝকঝকে হবে," সে সেই পেস্ট কিনে।

একদিন টিভিতে এক নতুন পেস্টের বিজ্ঞাপন দেখল —
"আমাদের পেস্ট শুধু দাঁত পরিষ্কারই করে না, সাথে স্মার্টনেসও বাড়ায়!"

রানা তো মহাখুশি! সঙ্গে সঙ্গে দোকানে ছুটে গেল। পেস্ট কিনে বাসায় ফিরে প্রথম ব্রাশেই মনে হলো, কিছু একটা বদলে যাচ্ছে।

সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলল,
“হুমম… আজকে চেহারায় কেমন যেন একটা স্মার্ট ভাব!”

অফিসে গিয়ে এক সহকর্মী বলল, “তোর মুখে তো ফেনা!”

রানা ভাবল, “এটা বুঝি পেস্টের স্মার্ট লুক!”

বিকেলে আরেক বন্ধু বলল, “তুই সারাদিন দাঁতের পেস্ট খেয়ে ঘুরছিস নাকি?”

রানা তো হতভম্ব! তখন বুঝল—ভুল করে সে টুথপেস্ট দিয়ে মুখ না ধুয়ে, ওই ফেনা মুখে রেখেই বের হয়ে পড়েছিল।

স্মার্টনেস তো দূরের কথা, পুরো অফিসে তাকে সবাই এখন ডাকে "পেস্ট ভাই"!

🎀 চুড়ির গল্প — pinky's vlog 📖রিমার মা’টা সবসময় বলতেন,“চুড়ি শুধু হাতের সাজ নয়, মেয়ে—চুড়ি হচ্ছে মনের ভাষা।”বিয়ের আগে এক বি...
02/06/2025

🎀 চুড়ির গল্প — pinky's vlog 📖

রিমার মা’টা সবসময় বলতেন,
“চুড়ি শুধু হাতের সাজ নয়, মেয়ে—চুড়ি হচ্ছে মনের ভাষা।”

বিয়ের আগে এক বিকেলে, মা রিমার হাতে পরিয়ে দিয়েছিলেন হলুদ-সাদা চুড়ির এক জোড়া। বলেছিলেন,
“এই চুড়িগুলো আমি নিজে বানিয়েছি—হলুদ রঙ তোমার প্রাণের মতো উজ্জ্বল, আর সাদা রঙ তোমার হৃদয়ের মতো শান্ত।”

সেই চুড়িগুলো শুধু মা’র দেওয়া উপহার নয়, বরং ছিল সাহসের মতো শক্ত, ভালোবাসার মতো মোলায়েম।
বিয়ের বাড়িতে রিমার হাতের সেই চুড়ির ঝুনঝুন শব্দে যেন বাজছিল মা’র আশীর্বাদের সুর।

আজ রিমা নিজের মেয়ের জন্য সেই চুড়ির মতোই নতুন এক জোড়া তৈরি করছে।
হলুদ-সাদা সুতো, মুক্তা, আয়না—সব কিছুতেই যেন মিশে আছে প্রজন্মের গল্প, মা-মেয়ের বন্ধন।

💛 চুড়ি তো আসলে শুধু গহনা নয়,
এ এক ভালোবাসা যা সময় পেরিয়ে গল্প হয়ে ওঠে...


#চুড়িরগল্প #গহনারভাষা #মা_মেয়ে #চুড়িপ্রেম #রঙেরগল্প

🪷"হাতের গন্ধ"মায়ের পুরনো একটা চুড়ি ছিল, খুবই সাধারণ—কিন্তু প্রতিবার মা সেটা পরতেন ঈদের সকালে।বাচ্চা বয়সে সে চুড়ির খটখট শ...
01/06/2025

🪷"হাতের গন্ধ"

মায়ের পুরনো একটা চুড়ি ছিল, খুবই সাধারণ—কিন্তু প্রতিবার মা সেটা পরতেন ঈদের সকালে।
বাচ্চা বয়সে সে চুড়ির খটখট শব্দ শুনলেই বুঝত, আজ কিছু স্পেশাল হতে যাচ্ছে।
বড় হয়ে নিজেই যখন চুড়ি পরে, তখন মায়ের সেই চুড়ির মতো কিছু খোঁজে।
সে বুঝতে পারে—চুড়ির মধ্যে শুধুই ধাতু থাকে না,
থাকে স্মৃতি, গন্ধ, ছোঁয়া, আর একরাশ ভালোবাসা।

গোলাপের চিঠি🥀ছোট্ট এক গ্রামে বাস করত রুহি, একাদশ শ্রেণির ছাত্রী। সে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে গ্রামের এক কোণে থাকা ছোট...
31/05/2025

গোলাপের চিঠি🥀

ছোট্ট এক গ্রামে বাস করত রুহি, একাদশ শ্রেণির ছাত্রী। সে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে গ্রামের এক কোণে থাকা ছোট্ট ফুলবাগানের পাশ দিয়ে হেঁটে যেত। ফুলবাগানে লাল গোলাপের গাছ ছিল, কিন্তু অদ্ভুতভাবে প্রতিদিন সকালে একটি তাজা লাল গোলাপ মাটিতে পড়ে থাকত, একদম পরিপাটি অবস্থায়।

রুহি প্রথমে ভাবত, হয়তো বাতাসে পড়ে যায়। কিন্তু কয়েকদিন পর সে খেয়াল করল—প্রতিটি গোলাপের পেছনে একটা ছোট কাগজ গোঁজা থাকে। কৌতূহলবশত একদিন সে কাগজ খুলে পড়ল—

"তোমার হাসিটা যেন রোদের মতো গরম, কিন্তু চোখদুটো চাঁদের মতো শান্ত।"

রুহি অবাক হয়ে গেল। এরপর প্রতিদিন সে গোলাপ নিয়ে চিঠি পড়তে লাগল। লেখাগুলো সবই কবিতার মতো, এক রহস্যময় ভালোবাসার ছোঁয়া।

একদিন সাহস করে সে চিঠির উত্তরে লিখল, "তুমি কে?" এবং সেই কাগজটাও একটা গোলাপের নিচে রেখে দিল।

পরদিন কোনো চিঠি এল না, শুধু একটা গোলাপ। তার পরদিনও না।

তৃতীয় দিনে, গোলাপের নিচে কাগজে লেখা ছিল:

"আমি তোমার পাশের বেঞ্চে বসা ছেলেটা, যে কখনো কিছু বলতে সাহস পায়নি। তোমার এই চিঠিই ছিল আমার প্রথম সাহস।"

রুহি মৃদু হেসে গোলাপটা হাতে নিয়ে হাঁটা দিল স্কুলের পথে, জানত—কখনো কখনো ছোট চিঠিই বড় গল্পের শুরু হতে পারে।

🕊️🌿মাত্র ১ মাস বয়সি ছোট্ট এক পেঁচার বাচ্চা — গাছের নিচে পড়ে থাকা সেই নিষ্পাপ চাহনিতে যেনো মায়ার ডানা লেগে গিয়েছিল।তুলে এ...
30/05/2025

🕊️🌿
মাত্র ১ মাস বয়সি ছোট্ট এক পেঁচার বাচ্চা
— গাছের নিচে পড়ে থাকা সেই নিষ্পাপ চাহনিতে যেনো মায়ার ডানা লেগে গিয়েছিল।
তুলে এনেছিলাম ঘরে, আপন করে নিয়েছিলাম।
নাম দিয়েছিলাম হুতুম, ভালোবাসি বলেই প্রতিদিন তাকে ছুঁয়ে দেখতাম।
তার খাওয়া, ঘুম, ডানা ঝাপটানো... সবকিছুতেই ছিল এক অদ্ভুত শান্তি।

কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে।
চেষ্টা করেছি যতটুকু পেরেছি — ওষুধ, ডাক্তার, যত্ন... তবু সে ৪ দিন না খেয়ে, নিঃশব্দে হারিয়ে গেল এক বিকেলে।

সেই বিকেলটা যেন এখনো থমকে আছে আমার চারপাশে।
আকাশে তাকালেই মনে হয়, সে কি আমাকে খুঁজছে ওর ডানায় ভর করে?

যেখানেই থাকুক, আমার সেই ছোট্ট বন্ধুটা ভালো থাকুক।
ভালোবাসা কখনও শেষ হয় না, সে শুধু রূপ পাল্টায়।
আজ তাকে খুব মনে পড়ছে... অনেক বেশি।

🦉💔

05/05/2025

আমার হুতুম

04/05/2025

যেভাবে আমার সময় কাটে

30/04/2025

দেখতে দেখতে আমার হুতুম পাখিটা বড় হয়ে গেলো
মাশাল্লাহ

20/04/2025

আমাদের কাঠগোলাপের গল্প

Address

Bagmara
Rājshāhi

Telephone

+8801928467573

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pinky's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pinky's Vlog:

Share