Bangladesh Songbad 24

Bangladesh Songbad 24 মাল্টিমিডিয়া অন-লাইন নিউজ প্ল্যাটফর্ম, বাংলাদেশ সংবাদ ২৪ সবার আগে সর্বশেষ এক্সকুসিভ সংবাদ। সত্যের সন্ধানে নির্ভীক।
(1)

দৈনিক জাতীয় অন-লাইন নিউজ পোর্টাল বাংলাদেশ সংবাদ ২৪ ডট কম "সত্যের সন্ধানে নির্ভীক"

26/08/2025

কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। বিগত ফেসিস্ট আওয়ামীলীগের দোসররা মামলার ভয়ে দেশ ছেরে পালিয়ে য়াওয়ার পর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর হাতে আটক হয়ে নি*র্ম*ম আপ্যায়নের শিকার হয়।



#সীমান্ত #বোডার #আওয়ামীলীগ #নির্যাতন Fazzlay Rabbi Jamaat Panchagarh District BNP Panchagarh-1 বিএনপি পঞ্চগড়-১ Md Sarjis Alam জামায়াত প্রচার বিভাগ মোকাদ্দেসুর রহমান সান

🔴 Live...বাংলাদেশ সংবাদ ২৪, ব্রেকিং নিউজ... পঞ্চগড়ে মাধ্যমিকে অধ্যায়ন রত এক স্কুল শিক্ষার্থী (কিশোরী) ধ*র্ষ*নে*র শিকার হ...
26/08/2025

🔴 Live...বাংলাদেশ সংবাদ ২৪, ব্রেকিং নিউজ...
পঞ্চগড়ে মাধ্যমিকে অধ্যায়ন রত এক স্কুল শিক্ষার্থী (কিশোরী) ধ*র্ষ*নে*র শিকার হয়েছে। বাংলাদেশ সংবাদ অনুসন্ধানে জানাযায়, আজ ২৬ আগষ্ট মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের এই ধ*র্ষ*নে*র ঘটনাটি ঘটেছে। ধ*র্ষ*কে*র হাতে শিক্ষার্থী অমানবিক নি*র্যা*ত*নে*র শিকার হয়েছে বলে জানাগেছে। বর্তমান ওই শিক্ষার্থীকে মেডিকেলের মাধ্যমে পরিবার চিকিৎসা প্রদান করছে। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার পঞ্চগড় সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

#ধর্ষন #ধর্ষক #কিশোরী #মামলা #চিকিৎসা #পঞ্চগড় #ধাক্কামাড়া জেলা পুলিশ, পঞ্চগড় - District Police,Panchagarh জেলা প্রশাসন, পঞ্চগড় Fazzlay Rabbi মোকাদ্দেসুর রহমান সান Md Sarjis Alam

24/08/2025

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মোটর সাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে চোর আটক।

#চোর #জনতা #আটক #চুরি #মোটর #সাইকেল #পঞ্চগড় জেলা পুলিশ, পঞ্চগড় - District Police,Panchagarh

23/08/2025

অঝর ধারায় ঝরছে বৃষ্টি

22/08/2025

তেতুলিয়ায় যুবদলের সংবাদ সম্মেলন

#যুবদল #বিএনপি জেলা পুলিশ, পঞ্চগড় - District Police,Panchagarh BNP Panchagarh-1 বিএনপি পঞ্চগড়-১ Nuruzzaman Babu Naufal Zamir Nawshad Zamir

22/08/2025

🔴 Live... ব্রেকিং নিউজ...
তেতুলিয়ার আলোচিত গরু চোর আব্দুল জলিলকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র জনতা।

22/08/2025

🔴 Live... ব্রেকিং নিউজ...
তেতুলিয়ার আলোচিত গরু চোর আব্দুল জলিল এর বাড়ি ঘেরাও করে রেখেছে ছাত্র জনতা।

#দেপনগড় #তেতুলিয়া #গরু #চোর #অবরুদ্ধ

22/08/2025

🔴 Live... ব্রেকিং নিউজ...
তেতুলিয়ার আলোচিত গরু চোর আব্দুল জলিল এর বাড়ি ঘেরাও করে রেখেছে ছাত্র জনতা।

#তেতুলিয়া #দেপনগড় #ব্রেকিং #নিউজ #ঘেরাও

22/08/2025

🔴Live... ব্রেকিং নিউজ...
তেতুলিয়ার আলোচিত গরু চোর আব্দুল জলিল এর বাড়ি ঘেরাও করে রেখেছে ছাত্র জনতা।

#ব্রেকিং #নিউজ #ঘেরাও #গরু #চোর

🔴 পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যুবদলের দুই কর্মিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।...
21/08/2025

🔴 পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যুবদলের দুই কর্মিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম। বহিষ্কৃতরা হলেন ৭নং দেবনগড় ইউনিয়ন যুবদলের আহবায়ক সদস্য আব্দুল জলিল এবং ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেল।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে সোমবার (১৮ আগস্ট) নাজমুল ইসলাম সোহেলকে এবং বৃহস্পতিবার (২১ আগস্ট) আব্দুল জলিলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে উপজেলা যুবদলের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে স্বাক্ষর করেন আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই নেতাকে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম জানান, তদন্তে দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটি সুশৃঙ্খল দল ও পরিবেশ চাই। বিশেষ করে আব্দুল জলিলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। তার বিরুদ্ধে চলমান বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের মামলাও রয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে আছি। আশা করছি, এ সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হবে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

((🔴এর আগে গরু চোর আব্দুল জলিলের বিরুদ্ধে যত অভিযোগ।))

পঞ্চগড়ে ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে আব্দুল জলিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একই সাথে জানা যায় সে গরু চুরি মামলার আসামি হওয়ার পরেও নিজেকে বিএনপির প্রধান অঙ্গসংগঠন যুবদলের তেঁতুলিয়া উপজেলা শাখার দেবনগড় ইউনিয়নের নেতা পরিচয় দিয়ে আসছে। আব্দুল জলিল তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রাম এলাকার ভ্যান চালক ছহির উদ্দিন ওরফে সরাফত আলীর ছেলে।

অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে জানা গেছে, গরু চুরি ও পাথর ব্যাবসায় প্রতারণা মামলার আসামি হলেও নারী দিয়ে ব্লাকমেই ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ মাদক ব্যবসায়ী, সীমান্তে চোরাকারবারীদের সাথে তার সক্ষতা রয়েছে।

তার বিরুদ্ধে পঞ্চগড়ে গরু চুরি ও নরসিংদী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে জলিল ও তার বাবাকে আসামি করে আইটিসি ধারায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলে জানাগেছে। অপরদিকে ঢাকার শ্যামপুর মডেল থানা, ডি.এম.পিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আর্তসাৎ করার অভিযোগ দায়ের করেছেন আরেক ভুক্তভোগী। একই সাথে কিশোরগঞ্জের ভৈরবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ায় আব্দল জলিলকে আসামি করে জিডি মূলে অভিযোগ দায়ের করেছে আরেক ভুক্তভোগী।

এর মাঝে গত ২০২০ সালে পঞ্চগড় চীফ জুডিশিয়াগ ম্যাজিস্ট্রেট আদালতে একটি গরু চুরির মামলা দায়ের হয়। মামলার এজাহারে সূত্রে জানা যায়, গরু চুরি করে জবাই করে খাওয়ার অভিযোগে পুলিশ তাকে আটক করে জেল হজতে প্রেরন করলে ১৮ দিন জেল হাজত বাস করেন আব্দুল জলিল।

একাধীক তথ্য পাওয়ার পর অনুসন্ধানে আরো জানা যায়, আব্দুল জলিল পাথর- বালি সরবরাহাকারী ব্যবসায়ী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) লোভনীয় প্রচারনা চালিয়ে পাথর বালি দেয়ার নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।

সাম্প্রতিক সময়ে পাথর দেয়ার কথা বলে নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়নের ইজায়েত রহমান রিফাতকে পাথর দেয়ার কথা বলে ৭ লক্ষ আট হাজার টাকা নেয়। টাকা পাঠানোর পরেও কোনো পাথর দেয়নি। এর পর দেবনগড় এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান সলেমান আলীকে সাথে নিয়ে জলিলের বাড়ি গেলে উল্টো রিফাদকে হুমকি দিয়ে তারিয়ে দেয়। এর পর রিফাদ জলিলের বিরুদ্ধে আইটিসি ধারায় অর্থ আত্মসাদের অভিযোগে মামলা দায়ের করেছে বলে জানান।

একই ভাবে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকার প্রথম শ্রেনির ঠিকাদার আসাদুজ্জামান খান ইসা ও মালেকুজ্জামান খান মাসুদ এর প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এর পর জামান ঠিকাদারি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অর্থ আর্তসাৎ করার অভিযোগ দায়ের করেন।

দীর্ঘ অনুসন্ধানে বিরিয়ে আসে আরো অনেক কিছু। একই সাথে ঢাকার বসুন্ধরা রিভার ভিউ এলাকার পাথর ব্যবসায়ী জহিরুল ইসলামের পচাশি হাজার টাকা, ঢাকার উত্তর বাড্ডা এলাকার মের্সাস আইলেট গ্লাস এর সত্তাধিকারী ব্যবসায়ী আনোয়ার হোসেনের নব্বই হাজার টাকা, গাজিপুর ও ঢাকার পাথর ব্যবসায়ী মিজানুর রহমান, উত্তম খান, শানভি আহামোদ, এম এ শাকুল ও মান্না হীরা এবং রঞ্জিৎ শর্মা সহ অনেক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা চালিয়ে আসছে। ভুক্তভোগী অনেকেই পুলিশ প্রশাসনের সহযোগীতা নিয়ে তার বাড়িতে অভিযান চালালেও কখনো তাকে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, বিএনপির যুবদল নেতা পরিচয়ে চুরি ও প্রতারণার পাশাপাশী নারী দেহ ব্যবসায়ীদেন নিয়ে এলাকার মানুষদের লোভে ফেলে ফাঁদ তৈরী করে। একসময় মানুষজনকে আটক করে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারন করে তা প্রকাশ করার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। ভুক্ত ভোগীরা

লোক লজ্জার ভয়ে কেউ কখনো প্রতিবাদ করেনি। আর এসব কর্মকাণ্ডে একটি গ্যাং তৈরি করেছে।

এদিকে আব্দুল জলিল নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে প্রায় সময় ফেসবুকে লাইভে এসে বিভিন্ন মানুষকে হুমকি ধমকি দিঢে থাকে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নে নির্মাণাধীন করতোয়া সোলার লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভম্যানেজার সুজা মিয়া জানান,নির্মিত বিদ্যুৎ সোলার পাওয়ার প্লান্ট নির্মানে ভূমি অধিগ্রহণ কাজে আব্দুল জলিল নিজেকে যুবদল নেতা পরিচয়ে বার বার চাঁদার দাবীতে বাধা সৃষ্টি করছে।

#পঞ্চগড় #বহিস্কার #চোর #তেতুলিয়া #বিএনপি জেলা পুলিশ, পঞ্চগড় - District Police,Panchagarh BNP Panchagarh-1 বিএনপি পঞ্চগড়-১

21/08/2025

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যুবদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম। বহিষ্কৃতরা হলেন ৭নং দেবনগড় ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল জলিল এবং ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেল।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে সোমবার (১৮ আগস্ট) নাজমুল ইসলাম সোহেলকে এবং বৃহস্পতিবার (২১ আগস্ট) আব্দুল জলিলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে উপজেলা যুবদলের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে স্বাক্ষর করেন আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই নেতাকে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম জানান, তদন্তে দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটি সুশৃঙ্খল দল ও পরিবেশ চাই। বিশেষ করে আব্দুল জলিলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। তার বিরুদ্ধে চলমান বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের মামলাও রয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে আছি। আশা করছি, এ সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হবে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড়ের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ২০ আগষ্ট আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলায় পৃথক তিনটি ঘটনায় পুকুর ও ডো...
20/08/2025

পঞ্চগড়ের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার ২০ আগষ্ট আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলায় পৃথক তিনটি ঘটনায় পুকুর ও ডোবার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

#মৃত্যু #পানিতে #ডুবে #শিশুর #পঞ্চগড় #আটোয়ারী

Address

Panchagarh
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Songbad 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Songbad 24:

Share

Our Story

দৈনিক জাতীয় অন-লাইন নিউজ পোর্টাল বাংলাদেশ সংবাদ ২৪ ডট কম "সত্যের সন্ধানে নির্ভীক" আমরা দেশ, মা, মাটি, নিষ্পেষিত, নির্যাতিক মানুষের পক্ষে কাজ করি।

আমাদের সাথে থাকুন.. ভিজিট করুন, লাইক করুন, শেয়ার করুন।

বাংলাদেশ সংবাদ ২৪ ডট কম

www.bangladeshsongbad24.com ... www.facebook.com/bs24c