22/09/2025
তারুণ্যের উৎসব উপলক্ষে পঞ্চগড়ে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর ফুটবল খেলা অনুষ্ঠিত ৩-০ গোলে পঞ্চগড় জেলা ফুটবল দলের জয়
পঞ্চগড় ঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যৌথভাবে আয়োজিত তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পঞ্চগড়ে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পঞ্চগড় জেলা ফুটবল দল ৩-০ গোলে নীলফামারীকে পরাজীত করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এর আগে বিকেল ৩টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশনস কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। এসময় পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চ্, পঞ্চগড়ের সাবেক মেয়র জনাব তৌহিদুল ইসলাম, জেলা বারের পিপি জনাব আদম সুফি, এ্যাডভোকেট বারি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহানশাহ, এটিএম হাসানুজ্জামান পলাশ, টুকু, বিপুল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাপান, পঞ্চগড়ে ২৪ এর ছাত্র আন্দোলনের সমন্নয়ক মোকাদ্দেসুর রহমান সান, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ফুটবল ভক্তরা উপস্থিত ছিলেন।
#জাতীয় #ফুটবল #পঞ্চগড় #জেলা #তারুণ্যের #উৎসব #চ্যাম্পিয়নশীপ