SR Entertainment BD

SR Entertainment BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SR Entertainment BD, Video Creator, Lalmonirhat, Rajshahi.
(5)

Hello Everyone...🥰

বাস্তবতা যতই খারাপ হোক...!
আমার লড়াই আমি করেই যাব।
রবের প্রতি বিশ্বাস আছে সফল আমি একদিন হবোই হব..! ইনশাল্লাহ

Youtube Chanel:- https://www.youtube.com/

For Promotion:-
[email protected]

Thank you😘

অতীতের সুসময় গুলো ।।
17/08/2025

অতীতের সুসময় গুলো ।।

জন্ম  থেকে মৃত্যু পর্যন্ত শুধু টাকার খেলা. 😥
11/08/2025

জন্ম থেকে মৃত্যু
পর্যন্ত শুধু টাকার খেলা. 😥

৩.৬ মিলিয়নের একটি স্বপ্ন… হঠাৎ থেমে গেল?গত কয়েকদিন ধরে সার্চ দিয়ে খুঁজে ফিরি Thoughts of Billal ভাইয়ের সেই পরিচিত ফে...
05/08/2025

৩.৬ মিলিয়নের একটি স্বপ্ন… হঠাৎ থেমে গেল?

গত কয়েকদিন ধরে সার্চ দিয়ে খুঁজে ফিরি Thoughts of Billal ভাইয়ের সেই পরিচিত ফেসবুক পেজটি। যে পেজ এক সময় আমাদের চোখে জল এনে দিত, মন ছুঁয়ে যেত, আজ সেটি খুঁজেই পাচ্ছি না! 🥹

কারো পোস্টে দেখা গেল পেজ নাকি নষ্ট হয়ে গেছে। আবার কেউ বলছে, ফেসবুক নাকি বন্ধ করে দিয়েছে! কিন্তু আসল ঘটনা ঠিক কী, তা এখনো স্পষ্ট নয়।

তবে এটুকু জানি, ৩.৬ মিলিয়ন মানুষের ভালোবাসা একদিনে তৈরি হয় না। এই ফলোয়ার্সের সংখ্যা পেছনে আছে হাজারো রাতের নিঃশব্দ পরিশ্রম, প্রতিদিনের কন্টেন্ট পরিকল্পনা, অনলাইন হেট-স্পিচের সঙ্গে লড়াই, আর একটা বিশুদ্ধ মন।

আজ হয়তো তার পেজ নেই, কিন্তু তার স্মৃতি, প্রভাব আর ভালোবাসা এখনও লক্ষ মানুষের মনে জীবন্ত।

আমরা প্রায়ই ভাবি, কারো উত্থানে হিংসে করা সহজ।
কিন্তু একজন মানুষ যখন জিরো থেকে শুরু করে লাখো হৃদয়ে পৌঁছে যায়, তখন তার পতনে হাত বাড়িয়ে দেওয়াটাই আমাদের আসল মানসিকতা হওয়া উচিত। 🙌

Billal ভাই শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, তিনি একজন “মানবিক বার্তাবাহক” যিনি মানুষকে সান্ত্বনা দিতেন, জীবন বুঝাতেন, ভালোবাসার কথা বলতেন।

আজ তিনি কষ্টে আছেন। আমাদের উচিত, তার পাশে দাঁড়ানো, তার জন্য দোয়া করা। আল্লাহ চাইলে তিনি আবার ফিরে আসবেন, আরও বড় হয়ে, আরও শক্তিশালী হয়ে।

আপনি কি জানেন, আসলে কী হয়েছে তার পেজের সাথে?
কমেন্টে জানাতে পারেন।🙏

✍️Ajminur Oarish✨

ভালো নেই তিস্তা পাড়ের মানুষ 💔😭
04/08/2025

ভালো নেই তিস্তা পাড়ের মানুষ 💔😭

থেমে যাব না চালিয়ে যাব?
02/08/2025

থেমে যাব না চালিয়ে যাব?

ইতিহাস কখনো বিদায় বলে না।আমাদের দীর্ঘ বিশ্বাস, আপনি ফিরবেন। ভয়ংকর রূপেই ফিরবেন Thoughts of Billal ভাই। ইনশাআল্লাহ ✌️
01/08/2025

ইতিহাস কখনো বিদায় বলে না।
আমাদের দীর্ঘ বিশ্বাস, আপনি ফিরবেন।
ভয়ংকর রূপেই ফিরবেন Thoughts of Billal ভাই। ইনশাআল্লাহ ✌️

সময়ের ব্যবধানে নিন্দুকেরা ও হতে পারে তোমার ভালোবাসার ভক্ত 😘✌️
31/07/2025

সময়ের ব্যবধানে নিন্দুকেরা ও হতে পারে তোমার ভালোবাসার ভক্ত 😘✌️

আল-আমিন ভাই আপনার ভিডিও গুলো অনেক ভালো হচ্ছে। আমি চাই আপনি আমাদের লালমনিরহাট জেলাকে সবার কাছে এভাবেই তুলে ধরুন।  দোয়া ও...
28/07/2025

আল-আমিন ভাই আপনার ভিডিও গুলো অনেক ভালো হচ্ছে। আমি চাই আপনি আমাদের লালমনিরহাট জেলাকে সবার কাছে এভাবেই তুলে ধরুন। দোয়া ও শুভকামনা রইল এগিয়ে যান ভাই।

প্রতিটা মূহুর্তে মেজাজ হারাচ্ছি। হুট করে কোথা থেকে জানি রাগ এসে ভর করে। আবার একটু পরই বিষন্নতা চেপে ধরে। খুব কান্না পায়।...
24/07/2025

প্রতিটা মূহুর্তে মেজাজ হারাচ্ছি। হুট করে কোথা থেকে জানি রাগ এসে ভর করে। আবার একটু পরই বিষন্নতা চেপে ধরে। খুব কান্না পায়। এই যে মিনিটে মিনিটে অনুভূতি পাল্টাচ্ছে, এটা নিয়ে আমি নিজেও এখন খুব ক্লান্ত। আমি জানি না আমার কী হয়েছে! জানি না আমার কী করা দরকার!
জানি না আমার কীসের অভাব! আমি নিজের এতো বদলানোর কারণটাও জানি না।
শুধু জানি, আমি আগ্রহ হারাচ্ছি! ধীরে ধীরে… সবকিছুর উপর থেকে।

22/07/2025

4:15AM

আলহামদুলিল্লাহ,🥰তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে।বাজেট - ১২ হাজার কোটি টাকা 💰  কাজ শুরু - জানুয়ারি ২০২৬ সময়সী...
22/07/2025

আলহামদুলিল্লাহ,🥰
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে।
বাজেট - ১২ হাজার কোটি টাকা 💰
কাজ শুরু - জানুয়ারি ২০২৬
সময়সীমা - ১০ বছর
বাংলাদেশ এবং চীন যৌথ ভাবে তিস্তা মহাপরিকল্পনার কাজ করবে।

21/07/2025

সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে কাল একটা পাবলিক এক্সাম আছে!মাইলস্টোন এর স্টুডেন্ট রাই কালকে রসায়ন পরীক্ষা দিবে! এই ট্রমা নিয়ে!ভাবা যায়?এমন একটা দেশে থাকি! রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কিন্তু এক্সাম বাতিল করে নাই!

Address

Lalmonirhat
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when SR Entertainment BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category