29/03/2024
অনেককেই দেখতেছি, আইপিএল এ আমাদের প্লেয়ার কম কেনো, তা নিয়ে আফসোসের শেষ নাই, অথচ বাঙালির মত নিচু মানসিকতার মানুষগুলার জন্যই আইপিএল এ আমাদের প্লেয়ার কম।
কারণ সাকিব যদি যেতো দেশদ্রোহী বানাইয়া দিতো, আর এক ম্যাচ বেঞ্চে রাখলে তো কি যে করতো,বলার কিছু নাই। এইভাবে অন্যরা যাওয়ার সাহস পাবে কীভাবে? তখন বিসিবি যেমনে চায় তেমনে চলে।
ইভেন আমি বিশ্বাস করি, আমাদের স্কোয়াড থেকে ৪-৫ জন আইপিএল এ খেলার যোগ্যতা এখনো রাখে।
সাকিব, ফিজ ব্র্যান্ড হিসেবেই যেতে পারতো (ফিজ গেছে),ফিজের ফর্ম নাই তাও দল পাইছে, ওই যে আইপিএল এ একটা নিজের স্ট্যান্ড তৈরি করছে এতো বছরে, তাই।
এই ছাড়া এনওসি না আটকাইলে শরীফুল,তাসকিন এমনকি হয়তোবা লিটন দাশ পানি টানার জন্য হলেও চান্স পেয়ে যেতো পারতো।আইপিএল এ পানি টানাকে খারাপভাবে নিবেন না, আমাদের ফিজের কাছে বোল্ট এর মত প্লেয়ার ও ফুল সীজন পানি টানছে। উইলিয়ামসন,ফিলিপ্স,ট্রাভিস হেড,স্মিথ এর মত প্লেয়াররাও চান্স পায়না দলে।
প্লেয়ারদের সুযোগ দেন খেলার জন্য,ফুল সীজন এভ্যাইলেভল করে দেন, দেখবেন প্রত্যেক বছর মিনিমাম ৪-৫+ জন আইপিএল এ যাচ্ছে।
আফগানিস্তানের নাবী,নুর আহম্মেদ,ফারুকি,নাভিন উল হক এরা কি সাকিব,শরীফুল,তাসকিন থেকে বেটার প্লেয়ার? তাহলে ওরা পায় কেমনে? এক ব্র্যান্ড আর দুই ফুল সীজন এভ্যাললেভল।
এই যে দেখেন, বিসিবি আইপিএল এর সময় জিম্বাবুয়ে,আয়ারল্যান্ড এইসব টিমের সাথে খেলা ঢুকাইয়া দেয় আর আমাদের প্লেয়ারদের যেতে দেয়না, পরে এইভাবে আমাদের অনেক প্লেয়ারের টেস্ট থেকে অনীহা চলে যায় এবং সাকিব সিনিয়র বলে মাঝেমধ্যে স্কিপ ও করে চলে গেছে, এতে সে কি হল,সবার কাছে দেশদ্রোহী... এখানে তার ন্যাশনালে না খেলাকে বাহবা দিচ্ছিনা, বুঝাচ্ছি বিসিবি ভুল সময় সিরিজ আয়োজন করে আর প্লেয়াররা সুযোগ পায়না আইপিএল খেলার, যেমন ২২ সালে তাসকিন আহমেদ। টেস্টের জন্য তাকে এনওসি দেয়নাই, এখন কি হল,সে টেস্ট-ই খেলবেনা আর।
বিসিবি এইভাবে আইপিএল এর সময় খেলা রাখবে,ফুল সীজন এভ্যাইলেভল দিবেনা, এনওসি দিবেনা আর আইপিএল এর কর্তৃপক্ষ আমাদের প্লেয়ার নেওয়ার জন্য কি মুখিয়ে থাকবে? আমাদের সিস্টেমের অভাব।