12/09/2024
১৫ তারিখের ইসলামিক কনফারেন্সে যেভাবে আসবেন! সম্পূর্ণ গাইডলাইন।
১। যারা 경기도, 서울, 인천 মধ্যে রয়েছেন তারা এক ১ নম্বর লাইনে 의정부 স্টেশনে নেমে ৪,৫ নম্বর গেট দিয়ে বের হয়ে ২ মিনিট মতো হেঁটে “의정부역 흥선지하도입구 “ বাস স্টপেজ থেকে
১৩৮, ১৩৮-৫, ৭২, ৩৩ বাসে উঠে
ইউনিভার্সিটি সামনের বাস স্টপেজ “ 선단1통 대진대학교” পর্যন্ত প্রায় ১ ঘন্টা লাগতে পারে।
*যদি ৩৩ নম্বর বাসে ওঠেন তাহলে প্রথমে 송우리 버스터미널 নেমে সেখান থেকে ১৩৮, ১৩৮-৫, ৭২ নাম্বার বাসে যেতে পারবেন।
১ নাম্বার লাইনের ** 양주 স্টেশন থেকে ২ নম্বর গেট দিয়ে বের হয়ে রাস্তা পার হয়ে ৬২ নম্বর বাসে আসতে পারেন, প্রায় ৫০ মিনিট লাগতে পারে।
১ নাম্বার লাইনের ** 덕정 স্টেশন থেকে ১ নাম্বার গেট দিয়ে বের হয়ে রাস্তা পার না হয়ে ৭৮ নম্বর বাসে আসতে পারেন প্রায় ৪০ মিনিটে” 송우리 버스터미널 “ তারপর পয়েন্ট ১ উল্লিখিত বাসগুলোতে ইউনিভার্সিটি পর্যন্ত আসতে পারেন সর্বমোট ১ ঘন্টা লাগবে।
২। রাজধানী সিউল থেকে এখানে আসার সবচেয়ে ভালো উপায়, 잠실 স্টেশনের আন্ডারগ্রাউন্ড বাস স্টপেজ “잠실광역횐승센터” থেকে ৩০০৬ নম্বর বাস। মাত্র ১ ঘণ্টার মধ্যে স্থলে পৌঁছাইতে পারবেন তাই খোংজু, নামিইয়াংজু, সুওন, আসান, হোসাং ইত্যাদি জায়গা থেকে 잠실역 এর দ্রুতগতির বাস রয়েছে। এই রুটটি সবচেয়ে বেস্ট।
৩। ৭৬০০ নাম্বার ইনছন এয়ারপোর্টের নতুন রুটের বাসেও সভাস্থল পর্যন্ত আসা যায়, প্রায় দেড় ঘন্টা লাগে। (দীর্ঘক্ষণ পর পর বাস এবং ভাড়া প্রায় ১৩ হাজার উওন)
৪। যারা দূরের অন্যান্য প্রদেশ থেকে KTX “সিউল “ অথবা” ইউংসান” স্টেশনে আসবেন তারা, ওখান থেকে “১” নম্বর পয়েন্ট অনুযায়ী 의정부 স্টেশন হয়ে আসতে পারেন অথবা “২” নম্বর পয়েন্ট অনুযায়ী “잠실역 ” হয়ে 3006 বাসে আসতে পারেন।
৫। আর যারা অন্যপ্রদেশ থেকে বাসে 동서울터미널 স্টেশনে আসবেন তারা ওখান থেকেই 3000 নাম্বার বাসে উঠে সরাসরি আসতে পারবেন অথবা ১০ মিনিট ট্রেনে ভ্রমণ করে নদীর ওপার গিয়ে “২ “ নম্বর পয়েন্ট অনুযায়ী 잠실역 দিয়ে বাসে ৩০০৬ নম্বর বাসে আসতে পারবেন।
৬। সিউল গাংনাম থেকে ৩৬০০, ৩১০০ নম্বর বাস রয়েছে। এছাড়াও সিউল 청량리역환송센터 থেকে ৩২০০ নম্বর বাস রয়েছে।
যারা ব্যক্তিগত গাড়িতে আসবেন তারা সরাসরি ইউনিভার্সিটির নাম “대진대학교” লিখে ম্যাপে সার্চ দিয়ে চলে আসবেন।
ঠিকানা: 경기 포천시 호국로 1007
**যারা আগের দিন এসে পৌঁছাবেন তারা রাত্রেবেলা মসজিদে থাকতে পারবেন **
ধন্যবাদ।
জনস্বার্থে, বিষয়টি শেয়ার করে জানিয়ে দিবেন। ❤️