
20/05/2025
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা || আজকে তোমাদের সাথে খুব কষ্টে একটি বিষয় শেয়ার করবো || আমার দুটা পেইজ Brunei Probashi and Brunei Probashi Sagor একটাতে ৮ হাজার এবং একটাতে ২ হাজার ফলোয়াস || ৬ মাস থেকে অনেক কষ্টে করে দিন রাত কাজ করে এই ২ টাকা পেইজ দার করিয়েছিলাম... আমি আগে শুনেছিলাম ব্রুনাই না কি ফেসবুক থেকে ইনকাম করা যায় না। তবে ৯৯% শিওর ছিলাম না. তাই ৮ হাজার ফলোর হওয়ার পর কেনো সেটাপ পাচ্ছি না। তাই নতুন পেইজ তুলি.. এটাও ২ মাসে ২ হাজার ফলোর ৷ এটা কেনো সেটাপ পারছি না.. তাই ২ দিন থেকে খুজাঁ খুজিঁ জানতে পারি || ব্রুনাই না কি ফেসবুকে কেনো কিছু সেটাপ দেয় না.. এটা কাল রাতে ১০০% শিওর হলাম... তাই এখন থেকে আর ফেসবুকে কাজ করবো না... কারন ৬ মাস কষ্ট করলাম। এই দেশে থেকে সারাজীবন কষ্ট করলেও কেনো লাভ হবে না.. খুব কষ্ট হচ্ছে... কিন্তু কিছু করার নাই... সবাইকে খুব মিস করবো বন্ধুরা... আর তোমাদের কাছে এটা কেনো সমাধান থাকলে জানাতে পারো। তাহলে খুব উপকার হবে || সবাই ভালো থাকবেন। 😅 বিদায় ফেসবুক ||