01/05/2024
তোমারে হারানোর লগে লগে সব কিছুই হারাইলাম!
সুখ হারাইলাম, মুখের হাসি হারাইলাম, ভালো থাকা হারাইলাম, রাইতের নিদ্রা হারাইলাম, এক কথায় নিয়মের মাঝেও অনিয়মের দেয়াল গড়ে তুললাম!
তোমার উপরে বিশ্বাস হারানোর লগে লগে পুরা পৃথিবীর উপরেই বিশ্বাস হারাইলাম! এহন তো নিজেরেও বিশ্বাস করতে পারি না!
বিশ্বাস করমু ক্যামনে, কও?
যারে এত অন্ধের মতো বিশ্বাস করলাম, সেই তো বিশ্বাসে আগুন দিলো! তোমারে হারানোর লগে লগে আমি কতো কিছুই তো হারিয়ে ফেললাম!
সারাদিন কথা কওনের লাইগা বইসা থাকা, কথা কইতে না পারলে ছটফট করা, সামান্য কিছুতেই অসম্ভব অস্থির হইয়া থাকা, তুমি না খাইলে নিজেও না খাইয়া জেদ ধইরা বইসা থাকা। সবকিছুই হারাইলাম!
তোমারে হারানোর লগে লগে, আমি নিজের শান্তি টুকুই হারাইলাম! এহন কাউরে চোখের সামনে দেখলেই অসহ্য লাগে! কারো
কথা শুনলেই অস্বস্তি লাগে! যা হয় সবই বিরক্ত লাগে!
এহন তো মন চাইলেই তোমার লগে কথা কইতে পারি না, মন চাইলেই আর কইতে পারি না,
“আমার কোনোকিছু ভালো লাগতাছে নাহ, দম বন্ধ লাগতাছে!”
এহন এসব কই ক্যামনে?
ঐ যে,
মনের মধ্যে জইমা থাকা একরাশ অভিমান, সেটা নিয়া তোমার মুখের দিকে তাকানোর সাহস আমার হইবো না। নাহ, একটুও হইবো না, কোনোদিনও না!
তোমারে হারানোর লগে লগে আমি তো নিজেরেই হারাইলাম!
তয় এহন আর তোমারে খুঁজি না!
এহন আমি নিজেরেই খুঁইজা বেড়াই!😊💖
এহন আমি খুঁইজা মরি সেই আগের ‘আমি’ নামের মানুষটারে,যহন তোমার মতন কেউ আমার জীবনে আসে নাই।
সেই আগের হাসিখুশি মানুষটারে খুঁইজা বেড়াই, যে মানুষটা তোমার মতন কাউরে ভালোবাইসা, তোমার সুখের লাইগা নিজের সুখ বিসর্জন না দিয়া শুধুমাত্র নিজের মধ্যেই সীমাবদ্ধ ছিলো!😌🖤