The MAN

The MAN Welcome to my official page । Tap on follow button

গ্রামের শুধু প্রাকৃতিক পরিবেশ টাই সুন্দর আর কিছুই না যেমন গ্রামের অধিকাংশ মানুষ গুলো ভয়ংকর লেভেলের খারাপ তাদের নেই পর্যা...
01/10/2025

গ্রামের শুধু প্রাকৃতিক পরিবেশ টাই সুন্দর আর কিছুই না যেমন গ্রামের অধিকাংশ মানুষ গুলো ভয়ংকর লেভেলের খারাপ তাদের নেই পর্যাপ্ত সুশিক্ষার আলো কিংবা সঠিক ধার্মিক জ্ঞান আছে শুধু পুর্বপুরুষের থেকে প্রাপ্ত কিছু জায়গা সম্পত্তির অহংকার, ধর্মীয় অজ্ঞতা এবং অফুরন্ত আজাইরা সময় মানুষকে নিয়ে জেলাসি করার আর সুযোগ পেলেই ক্ষতি করার চেস্টা।

পক্ষান্তরে শহরের মানুষগুলো তুলনামূলক অনেক ভালো সবাই নিজের ক্যারিয়ার,জীবন,জীবিকা নির্বাহের জন্য ব্যস্ত। আশে পাশে কে কি করল না করলো তাদের এসব নিয়ে মাথা ব্যথা নেই এবং তাদের এতো সময় ও নেই অন্য দের নিয়ে জেলাসি করার বা সুযোগ পেলেই কারো ক্ষতি করার। তারা পুরোদমে নিজের জীবন নিয়ে ব্যস্ত যে যার মতো।

ভুল,ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।🙂

Circular dilo Tax token digital shiw korlei hobe, but DL and DRC ar kono circular dilo na🙂
30/09/2025

Circular dilo Tax token digital shiw korlei hobe, but DL and DRC ar kono circular dilo na🙂

গতি নয় শুধু, অনুভূতি নিয়েও চলে এই পথচলা… 🖤🔥
29/09/2025

গতি নয় শুধু, অনুভূতি নিয়েও চলে এই পথচলা… 🖤🔥

Washing my beast ❤️‍🔥
23/09/2025

Washing my beast ❤️‍🔥

15/08/2024

নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না, যা পাওয়া যায় তা হলো উপেক্ষা, অবহেলা আর অপমান।
তাই কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে কখনো সস্তা বানিয়ো না, এতে তো তুমি ভালোবাসা পাবেই না, বরং তোমার কাছে যা আছে তোমার ব্যক্তিত্ব সেটাও নিজের কাছে হারিয়ে বসবে!! 🖤

25/05/2024

কে জানি লিখেছিলো 'আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিস গুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই!
জীবনের কোনো না কোনো পর্বে আপনি এই ব্যাপার টা নিশ্চিত বুঝতে পারবেন,আপনি জানবেন এমন অনেক কিছুই ছিলো যা আপনি না করলেও হতো! এমন অনেক কিছুই ছিলো আপনি যা চাইলেই পারতেন,কিন্তু আপনি করেন নি! কেনো করেন নি,তার উত্তর আপনার কাছে নাই!
আপনার কষ্ট বাড়বে,এটা আপনি কাউকে বুঝাতে পারবেন না! যার কষ্ট,সে ই বুঝে,অন্যদের এতো ফিল হয়না!
আমরা নিজেদের নষ্ট করি! ভুল সিদ্ধান্ত নেই,নিজের আবেগের কাছে হেরে যাই, নিজের ভালো বুঝতে পারিনা, মন নিজের নিয়ন্ত্রণ এর বাইরে চলে যায়,যে আপন না,তাকে আপন ভেবে বসে থাকি! জীবনে ভুলের শেষ নাই! ভুল করতে করতেই নিজের জীবন টা নিজেই নষ্ট করে দেই একদম হাতে ধরে!

12/05/2024

'Dekhte Dekhte' always hits different 🖤✨

09/05/2024

দুনিয়ায় সুখী হইবার কে না চায়? আমিও সুখী হইতে চাইলাম। দু'গালে হাত রাইখা জীবনরে নিয়া কত সুন্দর সমৃদ্ধ স্বপ্ন দেখলাম। শেষমেশ ওসব কিচ্ছু হইলো না। হঠাৎ কইরা একদিন শুধু জাইনা গেলাম, এ জীবন ভীষণ কুৎসিত হইয়্যা গেছে, এ জীবন সুন্দর হইবো না আর কখনও। ভেতর থেকে মইরা গেলাম গোপনে। দুঃখ হইলে কানতে পারি না, আনন্দের দিনে হাসতে পারি না, নিজের ভিতরে নিজে ভাইঙা চুইরা যাই গোপনে।

রাগ জেদ অভিমান এসবকিছু অহন আর হয় না। নিজের চিৎকার নিজে গিলে ফেলি, হাতের মুঠে মুড়িয়ে উড়িয়ে ছুঁড়ে দেই বেবাক অভিমান। প্রবল রাগেও কুয়ার জলের মত নিজেরে শান্ত রাখি। এ নিয়তি মাইনা নিসি। মাইনা নিসি যে সবার জীবন রুপকথা লাহান সুন্দর হয় না। কোন কোন জীবন হয় দারুণ কাটাছেঁড়া, দুনিয়ার কোন সু্ঁতা দিয়াই ওই কাটাছেঁড়া জীবনরে সেলাই করোন যায় না।

কোন দুঃখ স্পর্শ করবার পারে না অহন আমারে আর। চোখের সামনে ধড়পড় কইরা কেউ মইরা গেলেও মায়া হয় না। মায়া নাই, ছাঁয়া নাই, প্রেম নাই, মমতা নাই। এরেই মনে হয় পাথর কয়? কবে যে আমি পাথর হইয়া গেছি ভেতর থেইকা টেরই পাইলাম না।

ডানা হইলে একদিন উড়বো ভাবতে গিয়া দেখি, ডানা হইলো ঠিকি শুধু উড়ার লাইগা মাথার উপর আসমান রইলো না। বয়স যত বাড়লো তত নিজে হারাইলাম। সামান্য সুখের লাইগা একটার পর একটা সমুদ্র সাঁতরাইলাম, তবুও সুখের খোঁজ পাইলাম না।

সত্য মাইনা নেওয়া বড় কঠিন। এই জীবন আর সুন্দর হইবো না, পুরোনো আমিরে আর কোনদিন আমি খুঁইজা পাবো না, এমন একটা রুঢ় সত্যি যেদিন জাইনা গেছি, সেদিন থেকে আমি মইরা গেছি ভেতর থেকে। কাঁটা চামচ আর ছুরি পলায় সেদিন খুব গোপনে খুন হইয়া গেছে আমার স্বপ্ন।

বাহির থেকে যে আমিটাকে চমৎকার হাসিখুশি জীবন্ত মানুষ হিসাবে দেখে সবাই, সেই আমিটার ভিতরে প্রাণ নাই, সেই আমিটার ভিতরে ভিতরে হইয়া আছে জলজ্যান্ত একটা মৃত লাশ।

বৃহস্পতিবার— আরিফ হুসাইন

05/05/2024

শীত, গ্রীষ্ম এর বন্ধে কিংবা ঈদ অথবা তোর পরীক্ষার পরবর্তী সময়ের বন্ধ সময় গুলোয় চট্টলার রাস্তায়-রাস্তায় ঘুরতাম,একবার যদি দেখা পাই তোর, তোর ক্লোজ ফ্রেন্ডকে অনুসরণ করতাম এই ভেবে একবার যদি দেখা পাই তোর, বন্ধের পর যেদিন মেডিকেল এ ব্যাক করবি জানতাম ভোরবেলা তোর গলির সামনে দাড়াইয়া থাকতাম একবার তোরে দেখবো বলে।
তুই জানতি আমি এমনি পাগলপ্রায় তোরে নিয়া তাই দেখা না হওয়ার মতো প্রতিটা স্টেপ নিসিলি।ঠিক আছে, আমি বোকা তুই অনেক বেশি চালাক।

১১ বছর হয়ে গেল তুই একটা মানুষকে ভেঙ্গে চুরে লাশ বানাইয়া দিছোস তো এমন ভাবে লাশ বানাইছোস যে আর কাউকে ওই ভালোবাসাটা দিতে পারি নাই।
ঘুম হয় তোর ? জড়ায় ধরে তোর স্বামী তোরে, আমার চেয়ে আদরে?
অভিশাপ দেই না ধরুক। তুই একটা এক্সেপশনাল লাইফের যেমন তছনছ করে গেছিলি নিজের জন্য সেম তোর গোছানো লাইফ যেন তছনছ হয়ে যায়। তোকে আমি কোনোদিন মাফ করবোনা।

01/05/2024

তোমারে হারানোর লগে লগে সব কিছুই হারাইলাম!

সুখ হারাইলাম, মুখের হাসি হারাইলাম, ভালো থাকা হারাইলাম, রাইতের নিদ্রা হারাইলাম, এক কথায় নিয়মের মাঝেও অনিয়মের দেয়াল গড়ে তুললাম!

তোমার উপরে বিশ্বাস হারানোর লগে লগে পুরা পৃথিবীর উপরেই বিশ্বাস হারাইলাম! এহন তো নিজেরেও বিশ্বাস করতে পারি না!

বিশ্বাস করমু ক্যামনে, কও?
যারে এত অন্ধের মতো বিশ্বাস করলাম, সেই তো বিশ্বাসে আগুন দিলো! তোমারে হারানোর লগে লগে আমি কতো কিছুই তো হারিয়ে ফেললাম!

সারাদিন কথা কওনের লাইগা বইসা থাকা, কথা কইতে না পারলে ছটফট করা, সামান্য কিছুতেই অসম্ভব অস্থির হইয়া থাকা, তুমি না খাইলে নিজেও না খাইয়া জেদ ধইরা বইসা থাকা। সবকিছুই হারাইলাম!

তোমারে হারানোর লগে লগে, আমি নিজের শান্তি টুকুই হারাইলাম! এহন কাউরে চোখের সামনে দেখলেই অসহ্য লাগে! কারো
কথা শুনলেই অস্বস্তি লাগে! যা হয় সবই বিরক্ত লাগে!

এহন তো মন চাইলেই তোমার লগে কথা কইতে পারি না, মন চাইলেই আর কইতে পারি না,
“আমার কোনোকিছু ভালো লাগতাছে নাহ, দম বন্ধ লাগতাছে!”

এহন এসব কই ক্যামনে?

ঐ যে,
মনের মধ্যে জইমা থাকা একরাশ অভিমান, সেটা নিয়া তোমার মুখের দিকে তাকানোর সাহস আমার হইবো না। নাহ, একটুও হইবো না, কোনোদিনও না!

তোমারে হারানোর লগে লগে আমি তো নিজেরেই হারাইলাম!

তয় এহন আর তোমারে খুঁজি না!
এহন আমি নিজেরেই খুঁইজা বেড়াই!😊💖

এহন আমি খুঁইজা মরি সেই আগের ‘আমি’ নামের মানুষটারে,যহন তোমার মতন কেউ আমার জীবনে আসে নাই।

সেই আগের হাসিখুশি মানুষটারে খুঁইজা বেড়াই, যে মানুষটা তোমার মতন কাউরে ভালোবাইসা, তোমার সুখের লাইগা নিজের সুখ বিসর্জন না দিয়া শুধুমাত্র নিজের মধ্যেই সীমাবদ্ধ ছিলো!😌🖤

30/04/2024

বিবর্ণ ওই ঠোঁটে অমাবস্যার কালো মেঘ দেখে তোমরা কি বুঝনি যে, ভেতরের ঝড় কতটা প্রবল বেগে বয়ে যাচ্ছিল? চোখে শুকিয়ে যাওয়া রক্ত গোলাপ দেখে তোমরা আমাকে বলেছিলে আমি নেশাগ্রস্ত। কিন্তু তোমরা কেউই সেই গোলাপের পাপড়ি জুড়ে লেখাগুলো পড়নি। তোমরা শুধু প্রশ্ন করতে পার, পুরনো ভাঙ্গা টেপ রেকর্ডারের মত বাজতে পার। দক্ষিণে হাওয়া হয়ে হৃদয় জুড়াতে পারনা। তোমাদের আমার দরকার নেই।

25/04/2024

me and my 3am imaginations

-Niha

Address

Nawabganj
Rājshāhi

Telephone

+8801857446357

Website

Alerts

Be the first to know and let us send you an email when The MAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The MAN:

Share