01/10/2025
গ্রামের শুধু প্রাকৃতিক পরিবেশ টাই সুন্দর আর কিছুই না যেমন গ্রামের অধিকাংশ মানুষ গুলো ভয়ংকর লেভেলের খারাপ তাদের নেই পর্যাপ্ত সুশিক্ষার আলো কিংবা সঠিক ধার্মিক জ্ঞান আছে শুধু পুর্বপুরুষের থেকে প্রাপ্ত কিছু জায়গা সম্পত্তির অহংকার, ধর্মীয় অজ্ঞতা এবং অফুরন্ত আজাইরা সময় মানুষকে নিয়ে জেলাসি করার আর সুযোগ পেলেই ক্ষতি করার চেস্টা।
পক্ষান্তরে শহরের মানুষগুলো তুলনামূলক অনেক ভালো সবাই নিজের ক্যারিয়ার,জীবন,জীবিকা নির্বাহের জন্য ব্যস্ত। আশে পাশে কে কি করল না করলো তাদের এসব নিয়ে মাথা ব্যথা নেই এবং তাদের এতো সময় ও নেই অন্য দের নিয়ে জেলাসি করার বা সুযোগ পেলেই কারো ক্ষতি করার। তারা পুরোদমে নিজের জীবন নিয়ে ব্যস্ত যে যার মতো।
ভুল,ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।🙂