
27/09/2025
এইসব উস্কানিমূলক স্ট্যাটাস সবসময় এ দিয়ে থাকে এই দুই ভাই-বোন।
বিকাশ এবং কনিকা।
গ্রাম: দেউপাড়া,সিন্দুরিয়া,পঞ্চগ্রাম, সদর লালমনিরহাট।
প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি এদের দুইজনকে দ্রুত গ্রেপ্তার করার জন্য।
বি:দ্র: অতীতে অনেক উস্কানিমূলক পোস্ট করেছে।
পরে তা ডিলেট ও করছে। তাদেরকে বার বার সতর্ক করে দিলেও একি ভুল বারবার করে আসতেছে।