26/07/2023
রহনপুর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ লোকাল ট্রেন(IR) এর সময় সূচী।
আগামী ২৯-০৭-২০২৩ থেকে পূর্বের সময় অনুযায়ী চালু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় আইআর (IR) লোকাল। ঈশ্বরদী-রাজশাহী-রহনপুর-চাঁপাইনবাবগঞ্জের মাঝে করোনার জন্য বন্ধ হয়ে যাওয়া একাধিক লোকাল ট্রেন অবশেষে চলা শুরু করবে। ঈশ্বরদী ইয়ার্ডে ৬/১২ লোডের আইআর এর রেক রেডি হয়েছে যেখানে ৫টি যাত্রীবাহী এবং ১টি মালবাহী কোচ রয়েছে।
নিন্মে চালু হওয়া একাধিক ট্রেনের টাইম শিডিউল গুলো দেওয়া হলো:
৫৬৩ লোকাল: (ঈশ্বরদী-রহনপুর)
------------
ঈশ্বরদী ছাড়বে ০৪.০০
আজিমনগর ০৪.১৭
আব্দুলপুর ০৪.৩০
আড়ানী ০৪.৪৯
সরদহ রোড ০৫.১৩
রাজশাহী ০৬.১০
সিতলাই ০৬.৪২
কাঁকনহাট ০৭.২০
ললিতনগর ০৭.৩২
আমনুরা জং ০৭.৪৩
নিজামপুর ০৭.৫৯
নাচোল ০৮.০৮
গোলাবাড়ি ০৮.১৯
রহনপুর পৌঁছাবে ৮.৩০
৫৮২ লোকাল: (রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ)
------------
রহনপুর ছাড়বে ০৮.৫০
গোলাবাড়ি ০৯.০৩
নাচোল ০৯.১৩
নিজামপুর ০৯.২২
আমনুরা জং ০৯.৩৫
চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে ০৯.৫০
৫৬৬ লোকাল: (চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী)
------------
চাঁপাইনবাবগঞ্জ ছাড়বে ১০.১০
আমনুরা বাইপাস ১০.৩০
ললিতনগর ১০.৪৪
কাঁকনহাট ১০.৫৫
চব্বিশনগর ১১.০৬
সিতলাই ১১.১৯
রাজশাহী কোর্ট ১১.৩২
রাজশাহী পৌঁছাবে ১১.৪৫
৫৬৫ লোকাল: (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ)
------------
রাজশাহী ছাড়বে ১৩.০০
রাজশাহী কোর্ট ১৩.১৩
সিতলাই ১৩.২৬
চব্বিশনগর ১৩.৩৯
কাঁকনহাট ১৪.০৫
ললিতনগর ১৪.১৭
আমনুরা বাইপাস ১৪.৪০
চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে ১৫.০০
৫৮৩ লোকাল: (চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর)
------------
চাঁপাইনবাবগঞ্জ ছাড়বে ১৭.১৫
আমনুরা জং ১৭.৪২
নিজামপুর ১৭.৫৫
নাচোল ১৮.০৫
গোলাবাড়ি ১৮.১৭
রহনপুর পৌঁছাবে ১৮.৩৫
৫৬৪ লোকাল: (রহনপুর-ঈশ্বরদী)
------------
রহনপুর ছাড়বে ১৯.১৫
গোলাবাড়ি ১৯.২৮
নাচোল ১৯.৪০
নিজামপুর ১৯.৪৯
আমনুরা জং ২০.০৩
ললিতনগর ২০.১৫
কাঁকনহাট ২০.৩৫
সিতলাই ২০.৫২
রাজশাহী কোর্ট ২১.০২
রাজশাহী ২১.৩০
সরদহ রোড ২২.০৪
আড়ানী ২২.২৬
আব্দুলপুর জং ২২.৪৪
আজিমনগর ২২.৫৬
ঈশ্বরদী পৌঁছাবে ২৩.২০
সারা দিন সিঙ্গেল রেকে এভাবে একাধিক ট্রিপ দিয়ে রাজশাহী-রহনপুর-চাপাইনবাবগঞ্জে রেল সুবিধা বৃদ্ধি হবে বহুলাংশে। এছাড়া এই ট্রেনের সুবিধায় চাপাই/রহনপুর থেকে যাত্রী এসে কপোতাক্ষ, বরেন্দ্র, টুঙ্গিপাড়া, পদ্মা, ঢালারচর, বাংলাবান্ধা এবং ধূমকেতুর মত ট্রেন ধরতে পারবে। এছাড়া ঈশ্বরদী যেয়ে খুলনাগামী চিত্রা, চিলাহাটিগামী সীমান্ত, ঢাকাগামী সুন্দরবন, খুলনাগামী সীমান্ত ধরা যাবে।