Tusar

Tusar Tusar's official page✅

26/04/2025

🙂

23/04/2025

আসসালামু আলাইকুম,
কেমন আছেন বাহে?

21/04/2025

আমাকে আমার জেদ এর কাছে ঠেলে দিও না আমার জেদ আমার মধ্যে ঢুকে গেলে ভুলে যাব সব কিছু।🥱😒

20/04/2025

-বন্ধুবান্ধবের সাথে হাসাহাসি করতেছেন,সামনে কোনো মেয়ে চলে আসলো।মেয়ে জনগণ ডেকে যদি বলে আপনারা তাদের ইভটিজিং করেছেন,বিশ্বাস করেন আপনাদের কেউ বিশ্বাস করবে না।মেয়ের কথা শুনেই জনগণ গণধোলাই দিবে।

-একটা মেয়ের সাথে ভিড়ে ভুলে ধাক্কা খেয়েই ফেলছেন।মেয়েটা কলার ধরে ইচ্ছে মতো থাপ্পড় মেরে বাজে কথা শুনিয়ে গেলো।জনগণের মাইর খাইলেন।
অথচ আপনার শরীরে কোনো মেয়ে ধাক্কা দিলে আপনার ই বা কি করার আছে?এ কথা কাউকে বললে পাগল বলবে লোকে।

-প্রেম করে দুজনে শারীরিক সম্পর্ক করেছেন।মেয়ে বেস্ট অপশন পেয়ে চলে গেলো।আপনি ছ্যাকা খাইলেন।শারীরিক সম্পর্ক তখন নরমাল ইস্যু।
তবে মেয়েকে কোনো কারণে আপনি ছেড়ে চলে গেলে ঐ সময়ের রোমান্টিক শারীরিক সম্পর্ক হয়ে যাবে ধর্ষণ,আপনার ৭ বছরের জেল।

-আমার ভাতিজা কোনো এক কারণে তার স্ত্রীকে থাপ্পড় মেরেছে।বউটা রাগে জেদে সংসার ই আর করবে না।থানায় গিয়ে অপবাদ দিলো নারী নির্যাতন,ছেলে মাদকাসক্ত। অথচ স্ত্রীর করা আপনার মানসিক টর্চার সমাজের কেউ দেখবে না।

-এইবার ক্যাম্পাসে আসার সময় ট্রেনে নিজের টিকেট কাটা সিটে ২ স্টেশন বসতে পারলাম না।কারণ পূর্বে থেকে একজন ২৭/২৮ বছরের মহিলা বসে ছিলো।বললাম আন্টি সিটটা আমার।
উত্তরে বললো তাতে কি মহিলা মানুষের সমস্যা বুঝবেন না?কেমন পুরুষ আপনি?
অথচ পাশেই বৃদ্ধ পুরুষ দাড়িয়েই থাকতে পারছে না,কোনো ইয়াং মেয়ে দয়া করে তাকে বসতেও বললো না।

গাইবান্ধা- চট্টগ্রাম লং জার্নি, নিজের কথা চিন্তা করে অবশেষে মহিলাকে উঠতে বলে নিজে বসলাম।মহিলা বললো টাকা দিয়ে সিট কেটে ট্রেন কিনে নিছেন?আমি শুধু চুপচাপ ছিলাম।🙂

-সব জায়গায় নারী দুর্বলা বলে বলে সর্বোচ্চ সুযোগসুবিধা ভোগ করেও যখন রাস্তায় নামে সমান অধিকারের জন্য তখন হাসি পায়।আরে নারীরা মায়ের জাতি।তারা সম্মানের ১০০% হকদার। সমান অধিকার চেয়ে কি দরকার নিজেদের সম্মান নিচে নামানোর?

তবে যে সব পুরুষের দ্বারা নারীরা শারীরিক, মানসিক অত্যাচারিত হয় তাদের ধ্বংস কামনা করি।সেই সাথে ধবংস কামনা করি ঐ সকল নারীদের যারা বিভিন্নভাবে পুরুষদের মিথ্যা হয়রানি,নির্যাতন, টর্চার করে নিজের সার্থের জন্য,কারণ এ সমাজে পুরুষ নির্যাতন কথাটি প্রচলিত না থাকলেও বিভিন্নভাবে পুরুষ ধ্বংস হচ্ছে কিছু অসৎ নারীর জন্য।।

নারীরা মায়ের জাত,সম্মান আসমান সমতুল্য।তবে সবাই এই সম্মান পাওয়ার যোগ্য না।

20/04/2025

সবাই আপনাকে পছন্দ করবে ব্যাপারটা এমন না।
আবার সবাই আপনাকে অপছন্দ করবে,এমনও না কিন্তু। আপনি অনেকের 'প্রিয়' মানুষ হবেন, আবার অনেকের অসীম ঘৃণিত মানুষও হবেন। সবসময় লোকের কথায় কান দিতে নেই, কারো অপছন্দ কিংবা ঘৃনা নিয়ে জীবন থেমে থাকে না। মানুষ কত শত জিনিস বলবে, পাত্তা দেওয়ার সময় কই?😊

20/04/2025

বহু দিন ধরে দেখি না ❤️‍🩹

19/08/2024

- One day all dreams can come true."❤️🙂

19/08/2024

পাগ-lita চলে গেলো আজ ১৫ দিন, ওখানে কি খাচ্ছে, কেমন আছে কে জানে।🥺

💥☺️
13/08/2024

💥☺️

Address

Lalmonirhat
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tusar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category